আওস ইবনে মুনযির

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আওস ইবনুল মুনযির বা আওস ইবনে মুনযির আল আনসারী (আরবি: أوس بن منذر الأنصاري) মুহাম্মাদের একজন আনসার সাহাবা ছিলেন।[১][২] যিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং এই যুদ্ধে মৃত্যুবরণ করেন।[৩]

পরিচিয়[সম্পাদনা]

আওস ইবনে মুনযির মদিনার প্রভাবশালী নাজার গােত্রে জন্মগ্রহণ করেন। তিনি বায়আতে আকাবায় অংশ নিয়েছিলেন। তিনি ৬২৫ খ্রিষ্টাব্দে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করে মৃত্যুবরণ করেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইসলামী বিশ্বকোষ (১ম খণ্ড)। পৃষ্ঠা ১১০। 
  2. ইবনে আছির, উসুদুল গাবা, ১খণ্ড- ১৫০ 
  3. আয-যাহাবী, তাজরীদু 'আসমাইস-সাহাবা, ১খণ্ড- ৩৮ 
  4. ইবনে - হাজার আল-আসকালানী, আল-ইসাবা, ১খণ্ড- ৮৭