মীরাসাহেব দরগা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মিরাজ রেলওয়ে স্টেশনের কাছাকাছি অবস্থিত খাজা মুহাম্মদমীরা হুসাঈনী চিশতি শামসুল উসাক ও তারঁ পুত্র সাহীদে আকবর হজরত সাঈয়াদ খাজা শামসুদ্দিন আল-মারুফ সামনামীরা গঞ্জ বক্স চিশতির মীরাসাহেব দরগাহ হল হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের কাছে একটি সাধারণ প্রার্থনা স্থল। মীরাসাহেব হল চিশতী সিলসিলার একজন সুফি সাধক।

প্রতি বৃহস্পতিবার সকালে হাজার হাজার মানুষ হজরত মীরাসাহেব এবং তাঁর পুত্র হজরত শামসুদ্দিন হুসেনের আশীর্বাদ পেতে দরগায় ভিড় করেন। হজরত মীরাসাহেব তাঁর সময়ের এক মহান সূফী সাধক ছিলেন । কথিত আছে যে, আল্লাহর নির্দেশে তিনি মক্কা (সৌদি আরব) থেকে ভারতে আসেন । তিনি সারা জীবন ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। প্রতি বছর লক্ষ-লক্ষ মানুষ দরগা এসে সালাম দিয়ে উরুশ পাক (শাহাদাত দিবস) উদ্‌যাপন করেন। [তথ্যসূত্র প্রয়োজন]