আয়িশা বিনতে তালহা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আয়িশা বিনতে তালহা আরবের বিখ্যাত আরব মুসলিম মহিলা ও মুহাম্মাদের নারী সাহাবা ছিলেন।[১] তিনি খ্যাতনামা সাহাবা তালহা ইবনে উবায়দুল্লাহের কন্যা ছিলেন।[২]

জন্ম ও পরিচয়[সম্পাদনা]

আয়িশা বিনতে তালহা ৭ম হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম তালহা ইবনে উবায়দুল্লাহ ও মাতার নাম উম্মে কুলসুম বিনতে আবু বকর (আবু বকরের কন্যা)। এই হিসেবে তিনি উম্মুল মুমিনীন আয়িশার বোনের মেয়ে ছিলেন।[৩][৪]

জীবনী[সম্পাদনা]

বংশ মর্যাদায় তিনি চতুর্দিক দিয়ে শ্রেষ্ঠ ছিলেন।[৫] উমার ইবনে আবু রাবিয়া, কুসায়ির আযযা, ইবনে কুতায়বা,[৬] উরওয়া ইবনে যুবায়ের[৭] প্রমুখ কবি তাদের কবিতায় আয়িশার প্রশংসা করেছেন।[৭] একবার তিনি মক্কায় হজ্জ করতে গেলে কোন ঘটনাক্রমে তিনি যেন তাওয়াফ শেষ করতে পারেন এজন্য মক্কার শাসক আল হারিস ইবনে খালিদ আল মাখযুমী সালাতের সময় কিঞ্চিৎ দেরি করতে রাজি হওয়ায় পদচ্যুত হয়েছিলেন।[৮][৯][১০]

সাংসারিক জীবন[সম্পাদনা]

আয়িশা বিনতে তালহার প্রথম বিবাহ হয় মামাত ভাই আবদুল্লাহ ইবনে আবদুর রহমান ইবনে আবু বারের সাথে। অতঃপর তিনি মুসআব ইবনে জুবায়েরের সাথে এবং তার মৃত্যুর পর উমার ইবনে উবায়দুল্লাহ ইবনে মামার আত তায়মীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।[১১][১২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইসলামী বিশ্বকোষ (১ম খন্ড)। পৃষ্ঠা ৫৯। 
  2. আল-মা'আরিফ, ইব‌নে কুতায়বা, কায়রাে ১৯৩৪ খ্রি, পৃষ্ঠা- (১০২-৩) 
  3. বালাযুরী, আসাব, ১১খণ্ড- (১৬, ২০৪-৫, ২২২) 
  4. তাহযীব, নাওয়াবী, পৃষ্ঠা- ৮৫০ 
  5. আল-মুহাব্বার, মুহাম্মাদ ইবন হাবীব, , হায়দরাবাদ, ১৩৬১/১৯৪২, পৃষ্ঠা- (৬৬, ১০০, ৪৪২) 
  6. (শী'র, পৃষ্ঠা- ৩২২) 
  7. (আগনী, ১০ম খণ্ড- ৬০) 
  8. (আগনী, ৩ খণ্ড- ১০০) 
  9. (আগনী, ৩ খণ্ড- ১০৩) 
  10. (আগনী, ৩ খণ্ড- ১১৩) 
  11. আত-তাবাকাত, ইবন সা'দ, ৮খন্ড-৩৪২ 
  12. Culturgesch, A. von Kremer,. des Orients unter den Chalifen, i. 29 and ii, 99.