ফুটবল ক্লাব টুয়েন্টে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টুয়েন্টে
পূর্ণ নামফুটবল ক্লাব টুয়েন্টে
ডাকনামদ্য টাকার্স
পূর্বের গর্ব
দ্য রেড
প্রতিষ্ঠিত১ জুলাই ১৯৬৫; ৫৮ বছর আগে (1965-07-01)
মাঠডে খ্রোলস ভেস্তে
এনস্খেডে
ধারণক্ষমতা৩০,২০৫
সভাপতিরেনে টাকেন্স
প্রধান কোচগঞ্জালো গার্সিয়া
লিগএরেডিভিজি
২০১৯–২০১৪তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ফুটবল ক্লাব টুয়েন্টে (সাধারণত এফসি টুয়েন্টে ওলন্দাজ উচ্চারণ: [ɛfˈseː ˈtʋɛntə]) অথবা শুধুমাত্র টুয়েন্টে (ওলন্দাজ উচ্চারণ: [ˈtʋɛntə]) নামে পরিচিত) হচ্ছে এনস্খেডে ভিত্তিক একটি ওলন্দাজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে নেদারল্যান্ডসের শীর্ষ স্তরের ফুটবল লীগ এরেডিভিজিতে খেলে। এই ক্লাবটি ১৯৬৫ সালের ১লা জুলাই তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। টুয়েন্টে তাদের সকল হোম ম্যাচ এনস্খেডের ডে খ্রোলস ভেস্তেতে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩০,২০৫। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সাবেক স্পেনীয় ফুটবলার গঞ্জালো গার্সিয়া এবং সভাপতির দায়িত্ব পালন করছেন রেনে টাকেন্স। ওলন্দাজ মধ্যমাঠের খেলোয়াড় ওয়াউট ব্রামা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ঘরোয়া ফুটবলে, টুয়েন্টে এপর্যন্ত ৭টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি এরেডিভিজি শিরোপা, ১টি ইরস্টে ডিভিজি শিরোপা, ৩টি কেএনভিবি কাপ শিরোপা এবং ২টি ইয়োহান ক্রুইফ শিল্ড শিরোপা রয়েছে। ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, টুয়েন্টের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ২০০৬ উয়েফা ইন্টারটোটো কাপ জয় এবং ১৯৭৪–৭৫ উয়েফা কাপের ফাইনালে পৌঁছানো; যেখানে তারা বরুসিয়া মনশেনগ্লাডবাখের কাছে ১–৫ গোলে হেরেছিল।

অর্জন[সম্পাদনা]

ঘরোয়া[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. FC Twente UEFA.com

বহিঃসংযোগ[সম্পাদনা]

প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট