আসাম ব্যবস্থাপনা প্রতিষ্ঠান

স্থানাঙ্ক: ২৬°১১′০২″ উত্তর ৯১°৪৭′০৯″ পূর্ব / ২৬.১৮৩৯° উত্তর ৯১.৭৮৫৮° পূর্ব / 26.1839; 91.7858
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আসাম ব্যবস্থাপনা প্রতিষ্ঠান
Assam Institute of Management
নীতিবাক্যপ্রয়োগে সফলা বিদ্যা
ধরনবাণিজ্য প্রতিষ্ঠান
স্থাপিত১৯৮৮
চেয়ারম্যানবিনোদ কুমার পিপারচেনীয়া, IAS
পরিচালকঅধ্যাপক (ডঃ) মুকুলেশ বরুয়া
অবস্থান
ওয়েবসাইটaimguwahati.edu.in
মানচিত্র

আসাম ব্যবস্থাপনা প্রতিষ্ঠান[১] ভারতের আসামের গুয়াহাটিতে অবস্থিত একটি রাজ্য সরকারের বাণিজ্য প্রতিষ্ঠান। উত্তর-পূর্বাঞ্চলে বৃত্তিগত ব্যবস্থাপনা শিক্ষার উৎকর্ষ সাধন করার উদ্দেশ্যে ১৯৮৮ সালে আসাম সরকার এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে। বর্তমানে এর প্রশাসনিক কাজ আসাম সোসাইটি পরিচালনা করে। আসাম সরকারের মুখ্যসচিব এই প্রতিষ্ঠানের প্রধান।

ইতিহাস[সম্পাদনা]

আসামের প্রাপ্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়া-এর বিশেষ অনুরোধে সর্বভারতীয় প্রযুক্তি শিক্ষা পরিষদ এই প্রতিষ্ঠানের পাঠক্রমে অনুমোদন দেয়। প্রয়োজনীয় আন্তঃগাথঁনির অভাবর স্বত্তেও এক সুস্থ শিক্ষা পরিবেশ থাকার জন্য এই প্রতিষ্ঠান সর্বভারতীয় প্রযুক্তি শিক্ষা পরিষদ থেকে অনুমতি লাভ করেছিল। ২০০৫ সালের জানুয়ারি মাসে আসাম ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এর স্থায়ী চৌহদ্দিতে স্থানান্তর করা হয়। স্থানান্তরের পরে এই প্রতিষ্ঠানের আন্তঃগাথঁনির অভাব বহু পরিমানে কমেছে।

শিক্ষা[সম্পাদনা]

১৯৯৪ সাল থেকে প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনার স্নাতকোত্তর ডিপ্লোমা (PGDM) পাঠক্রম দিয়ে আসছে। সাথে এটি বিভিন্ন কার্যসূচীর প্রশিক্ষণ, প্রকল্প গবেষণা এবং প্রকল্পের জন্য আরোপিত কাজের পরামর্শ এবং খতিয়ান তুলে ধরে। ব্যবস্থাপনার স্নাতকোত্তর ডিপ্লোমা পাঠক্রম ত্রি-ষাণ্মাসিক সজ্জার। প্রশাসনিক সমিতির পরামর্শ মতে ২০০৮ সালে এর ব্যবস্থাপনার স্নাতকোত্তর ডিপ্লোমা পাঠক্রম দুজন বিখ্যাত ভারতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, কলকাতার অধ্যাপকের দ্বারা পুনরীক্ষণ করা হয়েছিল। সাথে প্রতি বছরে এর শিক্ষা পরিষদ বার্ষিক সভায় এই পাঠক্রমের পুনরীক্ষণ করে।

এখানে মৌলিক বক্তব্য রাখতে দেশ-বিদেশের বহু খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়। যেমন সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ডঃ স্কারলেট এপোষ্টেইন, ভারতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, কলকাতার ডঃ সুবীর চৌধুরী, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের পূর্বতন গভর্নর অধ্যাপক সি. রঙ্গরাজন ইত্যাদি এখানে ভাষণ প্রদান করেছেন। [১]

এইম কুবেষ্ট (AIM Quest)[সম্পাদনা]

এইম কুয়েষ্ট [২] আসাম ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের বার্ষিক বাণিজ্যসূত্র। বিভিন্ন সামাজিক উপাদানের মধ্য দিয়ে সামাজিক দায়বদ্ধতা এবং সামাজিক ভাবে অর্থপূর্ণ সৃষ্টিশীল কার্য সম্পাদনের মাধ্যমে সমাজের অর্থ-সামাজিক ভিত্তি সুদৃঢ় করা তথা এক সুস্থ বাণিজ্যের বাতাবরণ সৃষ্টি করা এই উৎসবের মূল উদ্দেশ্য।

এর বিভিন্ন কার্যসূচীসমূহ হল:

  • যোজনা - বাণিজ্য পরিকল্পনা প্রতিযোগিতা
  • কুইজিক্যালস্ - কুইজ প্রতিযোগিতা
  • রণভূমি – বাণিজ্য তর্ক প্রতিযোগিতা
  • এড জাপ – বিজ্ঞাপন প্রতিযোগিতা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Reporter, Staff (জানুয়ারি ২১, ২০১২)। "Look East Policy fails to bring investment to NE"The Assam Tribune। মার্চ ৩, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১৪, ২০১২ 
  2. Reporter, Staff (জানুয়ারি ২০, ২০১১)। "AIM Quest Ashwamedh from today"The Assam Tribune। Guwahati। জানুয়ারি ২৫, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১৪, ২০১২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]