শংকরদেব শিশু ও বিদ্যা নিকেতন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শঙ্করদেব শিশু নিকেতন এবং শঙ্করদেব বিদ্যা নিকেতন হল বিদ্যা ভারতী-এর সংবদ্ধ শিশু শিক্ষা সমিতি, আসাম দ্বারা সঞ্চালিত এক শ্রেণীর বিদ্যালয়।[১] গুয়াহাটির অম্বিকাগিরি নগরে প্রতিষ্ঠা করা শঙ্করদেব শিশু নিকেতন, অম্বিকাগিরি নগর হল এই প্রকারর প্রথম বিদ্যালয়।[১]

শুরু[সম্পাদনা]

১৯৫২ সালে, স্বর্গীয় নানাজী দেশমুখ এবং আর.এস.এস.র একটি গোষ্ঠী শিশুদের হিন্দুত্বের (জাতীয় হিন্দু জীবন দর্শন) শিক্ষায় শিক্ষিত করার পরিকল্পনা করে এবং গোরক্ষপুরে কৃষ্ণচন্দ্র গান্ধীর প্রচেষ্টায় সরস্বতী শিশু মন্দির নামের একটি বিদ্যালয় স্থাপন করা হয়।[২] এর আগে ১৯৪৬ সালে এম. এস. গোলওয়ালকার কুরুক্ষেত্রে গানা স্কুল নামের একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন। পরে এই উদ্দেশ্যে ১৯৭৭ সালে বিদ্যা ভারতীর প্রতিষ্ঠা করা হয়; বর্তমান এর পঞ্জীকৃত প্রধান কার্যালয় আছে লক্ষ্ণৌর সরস্বতী কুঞ্জ, নিরলা নগরে এবং কার্যকরী মুখ্য কার্যালয় আছে দিল্লীতে।[১] শিশু শিক্ষা সমিতি, আসামের বিষয়ববীয়ারা আসামে প্রতিষ্ঠিত বিদ্যা ভারতী বিদ্যালয়সমূহ মহাপুরুষ শঙ্করদেবের অমূল্য অবদানের শ্রদ্ধাঞ্জলিস্বরূপ তাঁর নামে নামকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।[১]

বর্তমান[সম্পাদনা]

বর্তমান সমগ্র আসামে ৪৭০টি শিশু শিক্ষা সমিতির অন্তর্গত বিদ্যালয় আছে।[১] এই রাজ্য সমিতিটি দিল্লীতে প্রধান কার্যালয় থাকা বিদ্যা ভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থান-এর শিক্ষা পদ্ধতিতে শিক্ষা দান করেন।[৩] এই বিদ্যালয়সমূহ NCERT-এর পাঠ্যপুস্তক অনুসরণ করে এবং মাধ্যমিক পর্যায়ে SEBA পাঠক্রম এবং উচ্চ-মাধ্যমিক পর্যায়ে AHSEC পাঠক্রম অনুসারে পাঠদান করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Shishu Shiksha Samiti"। ৩০ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২০ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২০ 
  3. http://vidyabharti.net