তাহির নাক্কাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তাহির নাক্কাস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামতাহির নাক্কাস
জন্ম৬ জুন, ১৯৫৯
লাহোর, পাঞ্জাব, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৯২)
৫ মার্চ ১৯৮২ বনাম শ্রীলঙ্কা
শেষ টেস্ট৯ ফেব্রুয়ারি ১৯৮৫ বনাম নিউজিল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ৩৬)
১৯ ডিসেম্বর ১৯৮০ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ ওডিআই৩ নভেম্বর ১৯৮৫ বনাম শ্রীলঙ্কা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা ১৫ ৪০
রানের সংখ্যা ৩০০ ২১০
ব্যাটিং গড় ২১.৪২ ১৫.০০
১০০/৫০ -/১ -/১
সর্বোচ্চ রান ৫৭ ৬১
বল করেছে ২৮০০ ১৫৯৬
উইকেট ৩৪ ৩৪
বোলিং গড় ৪১.১১ ৩৬.৪৭
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ৫/৪০ ৩/২৩
ক্যাচ/স্ট্যাম্পিং ৩/- ১১/-

তাহির নাক্কাস (উর্দু: طاہر نقاش‎‎; জন্ম: ৬ জুন, ১৯৫৯) পাঞ্জাবের লাহোর এলাকায় জন্মগ্রহণকারী সাবেক পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৮০ থেকে ১৯৮৫ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২][৩]

ঘরোয়া প্রথম-শ্রেণীর পাকিস্তানি ক্রিকেটে লাহোর, মুসলিম কমার্শিয়াল ব্যাংক, পাঞ্জাব ও সার্ভিস ইন্ডাস্ট্রিজ দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শী ছিলেন তিনি।

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

১৯৭৫-৭৬ মৌসুম থেকে ১৯৮৮-৮৯ মৌসুম পর্যন্ত তাহির নাক্কাসের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।

সমগ্র খেলোয়াড়ী জীবনে পনেরোটি টেস্ট ও চল্লিশটি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন তাহির নাক্কাস। ৫ মার্চ, ১৯৮২ তারিখে করাচীতে সফরকারী শ্রীলঙ্কা দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ৯ ফেব্রুয়ারি, ১৯৮৫ তারিখে ডুনেডিনে স্বাগতিক নিউজিল্যান্ড দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

১৯৮৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের তৃতীয় আসরে অংশ নেন। এ পর্যায়ে তার দল সেমি-ফাইনালে অগ্রসর হয়েছিল। সবগুলো খেলাই পাকিস্তানের অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে খেলেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Players / Pakistan / ODI caps"Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২০ 
  2. "Pakistan ODI Batting Averages"Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২০ 
  3. "Pakistan ODI Bowling Averages"Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২০ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]