পানী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পানী
Pani
চলচ্চিত্রটির পোস্টার
পরিচালকযদুমণি দত্ত
প্রযোজকযদুমণি দত্ত (জে পি ফিল্ম্‌ছ)
আসাম রাজ্য চলচ্চিত্র নিগম (বিত্ত এবং উন্নয়ন)
চিত্রনাট্যকারযদুমণি দত্ত
কাহিনিকারদীপক কুমার গগৈ
উৎসদীপক কুমার গগৈর একাংক নাটক
শ্রেষ্ঠাংশেবিষ্ণু খারঘরীয়া
আইমী বরুয়া
হিমাংশু প্রসাদ দাস
আশা বরদলৈ
সুরকারঅনিরুদ্ধ বরুয়া
চিত্রগ্রাহকসুমন দুয়রা
সম্পাদকরূপম কলিতা
মুক্তি১২ সেপ্টেম্বর, ২০১৪
দেশ IND
ভাষাঅসমীয়া

পানী (Thirst) হচ্ছে ২০১৪ সাল ১২ সেপ্টেম্বর তারিখে মুক্তি লাভ করা একটি অসমীয়া চলচ্চিত্রযদুমণি দত্ত পরিচালনা করা ছায়াছবিটির প্রযোজনা যৌথভাবে আসাম রাজ্য চলচ্চিত্র নিগম (বিত্ত এবং উন্নয়ন) এবং জে পি ফিল্ম্‌সের ব্যানারে যদুমণি দত্তের। দীপক কুমার গগৈর একটি একাংক নাটকের আধারে যদুমণি দত্তর চিত্রনাট্যে পানী একটি সমসাময়িক সামাজিক-রাজনৈতিক পটভূমিতে নির্মিত চলচ্চিত্র। ২০১৩ সাল নভেম্বর মাসে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছায়াছবিটির প্রিমিয়ার হয়।[১]

কাহিনী[সম্পাদনা]

সরকারের কথা এবং কাজের মধ্যে সর্বদা পার্থক্য দেখা যায়। সরকার দেয়া প্রতিশ্রুতি এবং সেই প্রতিশ্রুতি কতদূর পূরণ হয় তার আধারেই ছায়াছবিটির কাহিনী নির্মিত।[১]

অভিনয়ে[সম্পাদনা]

কলা-কুশলী[সম্পাদনা]

  • পরিচালনা/চিত্রনাট্য - যদুমণি দত্ত
  • প্রযোজক - যদুমণি দত্ত
  • কাহিনী/সংলাপ - দীপক কুমার গগৈ
  • চিত্রগ্রহণ - সুমন দুয়রা
  • সঙ্গীত পরিচালনা - অনিরুদ্ধ বরুয়া
  • সম্পাদনা - রূপম কলিতা
  • কলা নির্দেশনা - জয়ন্ত ফুকন[১]
  • সাউন্ড ডিজাইন এবং মিক্সিং - দেবব্রত চলিহা

সম্মান[সম্পাদনা]

  • উনবিংশ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (১০-১৭ নভেম্বর, ২০১৩) প্রদর্শিত
  • দ্বিতীয় দিল্লী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (২১-২৭ ডিসেম্বর, ২০১৩) প্রদর্শিত
  • ত্রয়োদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (১০-১৮ জানুয়ারি, ২০১৪) প্রদর্শিত[১]

বহিঃসংযোগ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Paani - New Assamese Film by Jadumoni Dutta"। Assam Trends। ৫ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৪