বাজালী মহাবিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বজালী মহাবিদ্যালয় থেকে পুনর্নির্দেশিত)
বজালী মহাবিদ্যালয়
বজালী মহাবিদ্যালয়ের প্রতীক
স্থাপিত১৯৫৫ সাল ১৬ আগস্ট
অধিভুক্তিগুয়াহাটি বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটhttp://www.bajalicollege.in/bajalicollege.in
মানচিত্র

বজালী মহাবিদ্যালয় (ইংরেজি: Bajali College) আসামের একটি প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান। এই মহাবিদ্যালয় বরপেটা জেলার পাঠশালা শহরে অবস্থিত। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এই মহাবিদ্যালয়টি জাতীয় মূল্যাঙ্কন এবং প্রত্যাপন পরিষদ-এর "এ" শ্রেণীর মহাবিদ্যালয় রূপে স্বীকৃত হয়েছিল।[১]

ইতিহাস[সম্পাদনা]

এই মহাবিদ্যালয় স্থাপন হয়েছিল ১৯৫৫ সাল ১৬ আগস্টে। কামেশ্বর দাস ছিল প্রতিস্থাপক অধ্যক্ষ। তিনি সেই সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে স্নাতকোত্তর শাখায় সোনার পদক লাভ করেছিলেন। তাঁর সাথে বজালী অঞ্চলের অন্য কয়েকজন অগ্রগণ্য ব্যক্তি স্থানীয় লোকের দানের দ্বারা এই মহাবিদ্যালয় স্থাপন করেছিলেন। বজালী অঞ্চলে স্থাপিত এটিই প্রথম উচ্চশিক্ষার প্রতিষ্ঠান।

মহাবিদ্যালয় চৌহদ্দি এবং সুবিধাসমূহ[সম্পাদনা]

এর আয়তন ১৭ একর। মহাবিদ্যালয়টিতে প্রধানত দুটি অংশ আছে। এরে বিজ্ঞান শাখার জন্য একটি তিনিমহলীয়া ঘর এবং কলা শাখার জন্য দুটি ঘর আছে। সাথে একটি স্থায়ী গ্রন্থাগার, IGNOU স্টাডি সেন্টার, ব্যায়ামাগার, কমিউনিটি ইনফরমেশন সেন্টার, কম্পিউটার কেন্দ্র, দুটি ছাত্রাবাস, দুটি ছাত্রী নিবাস ইত্যাদি আছে। এর বাহিরে থাকা মুকলি স্থানটিতে একটি খেলপথার, একটি মৎস্যপালন পুখুরী, একটি উদ্ভিদ উদ্যান (Botanical garden) ইত্যাদি আছে। গোটা চৌহদ্দিটি গাছ-গাছালিতে ভরপুর।

বিভিন্ন শাখা এবং বিভাগসমূহ[সম্পাদনা]

এখানে প্রধানত দুটি শাখা আছে– বিজ্ঞান শাখা এবং কলা শাখা। সম্প্রতি বাণিজ্য শাখাও আরম্ভ করা হয়েছে। বিজ্ঞান শাখার বিভিন্ন বিভাগসমূহ হল –

  1. পদার্থবিজ্ঞান
  2. রসায়ন
  3. উদ্ভিদবিজ্ঞান
  4. প্রাণিবিজ্ঞান
  5. গণিত
  6. পরিসংখ্যান

কলা শাখার বিভাগসমূহের মধ্যে আছে –

  1. অর্থনীতি
  2. ইতিহাস
  3. ভূগোল
  4. অসমীয়া
  5. ইংরেজি
  6. শিক্ষা
  7. দর্শন
  8. রাষ্ট্রবিজ্ঞান
  9. সংস্কৃত

তদুপরি দুটি বৃত্তিমুখী পাঠক্রমও আরম্ভ করা হয়েছে:

  1. পর্যটন ও ভ্রমণ ব্যবস্থাপনা
  2. বাণিজ্যিক মৎস্যবিদ্যা (Industrial fish and fishery)

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

  1. কামেশ্বর দাস, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
  2. রাজেন্দ্র নাথ শর্মা, তিনি প্রায় ২৬ বছর ধরে এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষের পদে অধিষ্ঠিত হয়ে ছিলেন। তিনি মহাবিদ্যালয়টির বহু উল্লেখযোগ্য কাজে নিয়োজিত হয়েছিলেন এবং কলেজটিকে একটি ভিত্তি দিতে সক্ষম হয়েছিলেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। Archived from the original on ১২ মে ২০১২। সংগ্রহের তারিখ ১ মে ২০২০ 
  2. https://www.bajalicollege.in ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ মার্চ ২০২১ তারিখে মহাবিদ্যালটির ওয়েবসাইট