অসমীয়া সাহিত্যর সমীক্ষাত্মক ইতিবৃত্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অসমীয়া সাহিত্যর সমীক্ষাত্মক ইতিবৃত্ত
লেখকসত্যেন্দ্রনাথ শর্মা
দেশভারতভারত
ভাষাঅসমীয়া
ধরনআত্মজীবনী
প্রকাশনার তারিখ
১৯৮১
মিডিয়া ধরনমুদ্রণ

অসমীয়া সাহিত্যর সমীক্ষাত্মক ইতিবৃত্ত হল সত্যেন্দ্রনাথ শর্মা দ্বারা রচিত অসমীয়া ভাষা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ৷[১] প্রথম প্রকাশিত হয় ১৯৮১ সালে৷ গ্রন্থটিকে অসমীয়া ভাষা-সাহিত্য-সংস্কৃতির সংক্ষিপ্ত ইতিহাস বলা যায়৷ গ্রন্থটির দশম সংস্করণে মোট সপ্তদশ অধ্যায় আছে৷ এর দশম সংস্করণটি প্রকাশ করেছেন সৌমার প্রকাশ৷ গ্রন্থটির মোট পৃষ্ঠাসংখ্যা ৪৯৬।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সমীন্দ্র হুজুরি। "অসমীয়া প্রগতিশীল কবিতার উন্মেষ-কালর কিছু কথা"। বৌদ্ধিক বিচার। ১৪ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৯