২০১৭–১৮ সংযুক্ত আরব আমিরাতে স্কটল্যান্ড বনাম পাপুয়া নিউগিনি ক্রিকেট দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৭-১৮ সংযুক্ত আরব আমিরাতে স্কটল্যান্ড বনাম পাপুয়া নিউগিনি ক্রিকেট দল
 
  পাপুয়া নিউগিনি স্কটল্যান্ড
তারিখ ২৪ – ২৫ নভেম্বর ২০১৭
অধিনায়ক আসাদ ভালা কাইল কোয়েতজার
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে স্কটল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান আসাদ ভালা (৫০) কাইল কোয়েতজার (৯৫)
সর্বাধিক উইকেট জন রেভা (৩)
চাদ সপার (৩)
মার্ক ওয়াট (৫)

স্কটল্যান্ড ক্রিকেট দল দুইটি একদিনের আন্তর্জাতিক খেলার জন্য পাপুয়া নিউগিনির বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত সফর করে, যা নভেম্বর ২০১৭-এ অনুষ্ঠিত হয়।

দলীয় সদস্য[সম্পাদনা]

 পাপুয়া নিউগিনি  স্কটল্যান্ড

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

২৪ নভেম্বর ২০১৭
০৯:৩০
পাপুয়া নিউগিনি 
১৪৭ (৪৪.২ ওভার)
 স্কটল্যান্ড
১৪৮/৪ (৩৮.১ ওভার)
আসাদ ভালা ৪০ (৭৮)
সাফিয়ান শরীফ ৪/৩৮ (৮ ওভার)
ক্যালাম ম্যাকলিওড ৬০* (৯২)
মহুরু দাই ২/৩৫ (১০ ওভার)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • কিপলিন ডোরিগা (পাপুয়া নিউগিনি) তার ওডিআই অভিষেক হয়।
  • আলু কাপা (পাপুয়া নিউগিনি) আম্পায়ার হয়ে নিজের প্রথম ওয়ানডেতে দাঁড়িয়েছিলেন।

২য় ওডিআই[সম্পাদনা]

২৫ নভেম্বর ২০১৭
০৯:৩০
পাপুয়া নিউগিনি 
১৯২/৮ (৫০ ওভার)
 স্কটল্যান্ড
১৯৬/৬ (৪৬.২ ওভার)
সেসে বাউ ৪১ (৫৯)
মার্ক ওয়াট ৩/২১ (১০ ওভার)
কাইল কোয়েতজার ৬৬ (৮৫)
জন রেভা ৩/৪০ (৯.২ ওভার)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জন রেভা (পাপুয়া নিউগিনি) তার ওডিআই অভিষেক হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]