সুপ্রিয়া আইমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুপ্রিয়া আইমান
জন্ম
সুপ্রিয়া আইমান

(1993-09-19) ১৯ সেপ্টেম্বর ১৯৯৩ (বয়স ৩০)
শিক্ষাযন্ত্র প্রকৌশলস্নাতক উপাধি
বৈমানিক প্রকৌশলস্নাতক উপাধি
মাতৃশিক্ষায়তন
ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া)
ইন্ডিয়ান ইন্সটিটিউট অব অ্যারোনটিক্স
পেশাবৈমানিক প্রকৌশলী, মডেল
কর্মজীবন২০১৫ - বর্তমান
উচ্চতা১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি)
উপাধিমিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ২০১৫
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
প্রধান
প্রতিযোগিতা
গ্লামানন্দ মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ২০১৫ (বিজয়ী)
(প্যানাসনিক বিউটি অ্যাম্বাসেডর (২০১৫)
মিস ভিজিট জাপান বিউটি অ্যাম্বাসেডর ২০১৫
গ্লামানন্দ সুপারমডেল ইন্ডিয়া ২০১৫
ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৩ (সেরা ২৪)

সুপ্রিয়া আইমান (জন্ম: ১৯ সেপ্টেম্বর, ১৯৯৩) একজন ভারতীয় মডেল এবং সৌন্দর্য প্রতিযোগিতায় শিরোনামধারী। তিনি গ্লামানন্দ মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ২০১৫ এর মুকুটবিজয়ী হয়েছিলেন এবং জাপানের টোকিওতে অনুষ্ঠিত মিস ইন্টারন্যাশনাল ২০১৫ এর প্রতিযোগিতায় তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন।[১] তিনি প্যানাসনিক সংগঠন কর্তৃক প্যানাসনিক বিউটি অ্যাম্বাসেডর অব দ্য ইয়ার ২০১৫ এবং মিস ইন্টারন্যাশনাল প্যাজেন্ট-এ মিস জাপান ট্যুরিজম এন্ড ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাসোসিয়েশন কর্তৃক মিস ভিজিট জাপান ট্যুরিজম অ্যাম্বাসেডর খেতাবে ভূষিত হন। সুপ্রিয়া আইমান ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত এশিয়া মডেল ফ্যাস্টিভালে মডেলিং শিল্পে তার অবদানের জন্য এশিয়া স্টার মডেল অ্যাওয়ার্ড-এ ভূষিত হয়েছিলেন।[২] তিনি একজন বৈমানিক প্রকৌশলী এবং পদার্থবিজ্ঞানে স্নাতক সম্মান ডিগ্রিধারী।

প্রাথমিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

সুপ্রিয়া বিহার রাজ্যের রাজধানী পাটনায় জন্মগ্রহণ করেছিলেন। বিদ্যা মন্দির স্কুলে পড়াশোনা করার পরে তিনি কলকাতায় চলে আসেন এবং মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স-এ যোগদান করেছিলেন, পরে তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যারোনটিক্স-এ এয়ারক্রাফ্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন। মডেলিং পেশা এবং সুন্দরী প্রতিযোগিতা ছাড়াও ২০০৮ সালে অনুষ্ঠিত সিডব্লিউজেসি (কেন্দ্রীয় পশ্চিম বিচার কেন্দ্র) পরীক্ষায় তিনি সর্বভারতীয় প্রবেশিকায় শীর্ষস্থান অধিকারী ছিলেন। তিনি পদার্থবিজ্ঞানে স্নাতক সম্মান ডিগ্রী অর্জন করেছিলেন। এছাড়াও সুপ্রিয়া কত্থক নৃত্যে ডিপ্লোমা ডিগ্রী করেছিলেন, যেমন তিনি ভারতের একজন চমৎকার কত্থক নৃত্যশিল্পীও ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

কর্মজীবন[সম্পাদনা]

সুপ্রিয়া ২০১২ সাল থেকে মডেলিং করেছিলেন এবং লাকমে ফ্যাশন উইক, ম্যাডাম স্টাইল উইক, ব্লেন্ডার্স প্রাইড বেঙ্গালুরু ফ্যাশন উইক, চেন্নাই ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক, ভলভো কয়ম্বাটোর ফ্যাশন উইক এবং গীতাঞ্জলি গ্রুপের হয়ে রানওয়েতে হেটেছিলেন। এছাড়াও তিনি কিংফিশার আল্ট্রা ফ্যাশন ট্যুর, আন্তর্জাতিক রত্ন এবং জুয়েলারী শো, রানওয়ে শোকেস, ফেমিনা (ভারত) শোকেস, টাইমস ওয়েডিং ফ্যাশন ফিয়েস্টা, গালানি ফ্যাশন শো, আইএনআইএফডি, লখোটিয়া ইনস্টিটিউট অফ ফ্যাশন অ্যান্ড ডিজাইন, কাশ ফ্যাশন শো, আইডিটি এবং টেকনোটেক্স এর অংশ হয়েছিলেন। তিনি ডিজাইনার অগ্নিমিত্রা পাল, এডি সিং, রকি স্টার, গ্যাভিন মিগুয়েল, অনিতা ডংরে, জেমস ফেরেরিরা, তরুণ ও তেজাস, মেবাজ, হরি আনন্দ, মমতাজ খান, মনোবিরাজ খোসলা, সুমিত দাশ গুপ্ত, অনিতা রেড্ডি, অভিষেক দত্ত, ময়ূর গালানির, জয়া মিশ্র সহ আরো অনেকের সঙ্গে কাজ করেছিলেন।[৩]

সৌন্দর্য প্রতিযোগিতা[সম্পাদনা]

গ্লামানন্দ সুপার মডেল ইন্ডিয়া ২০১৫[সম্পাদনা]

২০১৪ সালের অক্টোবরে জাপানের টোকিওতে অনুষ্ঠিত মিস ইন্টারন্যাশনাল ২০১৫- তে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য গ্লামানন্দ সুপার মডেল ইন্ডিয়া তাকে নির্বাচিত করেছিলেন।[৪][৫] তিনি মিস ইন্টারন্যাশনাল ভারত হিসাবে ঝাটালেকা মালহোত্রার স্থলাভিষিক্ত হন।

মিস ইন্টারন্যাশনাল ২০১৫[সম্পাদনা]

তিনি ১৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর জাপানের টোকিওতে অনুষ্ঠিত মিস ইন্টারন্যাশনাল ২০১৫ সুন্দরী প্রতিযোগিতাতায় ভারতের প্রতিনিধিত্ব করেন এবং প্যানাসনিক সংগঠন কর্তৃক প্যানাসনিক বিউটি অ্যাম্বাসেডর অব দ্য ইয়ার ২০১৫ এবং মিস জাপান ট্যুরিজম এন্ড ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাসোসিয়েশন কর্তৃক মিস ভিজিট জাপান ট্যুরিজম অ্যাম্বাসেডর খেতাবে ভূষিত হন।[তথ্যসূত্র প্রয়োজন] [৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. https://beautypageants.indiatimes.com/miss-international/Supriya-Aiman-at-Miss-International-2015/articleshow/49594055.cms
  2. https://timesofindia.indiatimes.com/videos/beauty-pageants/miss-india/supriya-aiman-awarded-asia-model-star/videoshow/64146050.cms
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২০ 
  4. "Supriya Aiman is Miss International India 2015"thegreatpageantcommunity.com। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৫ 
  5. "MISS INDIA INTERNATIONAL 2015 SUPRIYA AIMAN"missosology.com। ২১ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৫ 
  6. https://www.telegraphindia.com/states/bihar/bakarganj-girl-takes-flight-for-japanese-ramp-glory/cid/1326963

বহিঃসংযোগ[সম্পাদনা]

পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
ঝাটালেকা মালহোত্রা
মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল
২০১৫
উত্তরসূরী
রেবতী চেত্রী
পূর্বসূরী
প্রথম গ্লামানন্দ মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল
গ্লামানন্দ মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল
২০১৫
উত্তরসূরী
--