উইলিয়াম কেলিন জুনিয়র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইলিয়াম কেলিন জুনিয়র
জন্ম (1957-11-23) ২৩ নভেম্বর ১৯৫৭ (বয়স ৬৬)
নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
নাগরিকত্বযুক্তরাষ্ট্র
শিক্ষা
দাম্পত্য সঙ্গীডক্টর ক্যারোলিন কেলিন
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রকর্কটবিজ্ঞান (ক্যানসারবিজ্ঞান)
প্রতিষ্ঠানসমূহ

উইলিয়াম "বিল" জি. কেলিন জুনিয়র (জন্ম ১৯৫৭) হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের একজন অধ্যাপক। তিনি অক্সিজেনের প্রাপ্যতার সাথে কোষগুলি কীভাবে খাপ খাইয়ে নিতে পারে তার রহস্য উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি বেসিক মেডিক্যাল রিসার্চ এর জন্য ২০১৬ সালে লাসকার পুরস্কার এবং অ্যাসকো সায়েন্স অব অনকোলজি ও এএসিআর প্রিন্সেস অ্যাওয়ার্ড লাভ করেন।[২][৩] ২০০৮ সালে তিনি হার্ভার্ড ক্যান্সার সেন্টারের বেসিক সায়েন্স বিভাগের সহকারী পরিচালক হন।

গবেষণা[সম্পাদনা]

উইলিয়াম ক্যালিন, জুনিয়র ১৯৯৫ সালে ভন হিপ্পেল-লিন্ডা(VHL) টিউমার দমনকারী জিনের গবেষণায় জড়িত ছিলেন এবং জিনের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ক্লোনটি বিচ্ছিন্ন করার পরে দেখিয়েছিলেন যে এটি VHL(von Hippel-Lindao) মিউট্যান্ট টিউমারিজেনিক সেল লাইনে টিউমার বৃদ্ধি দমন করতে পারে।[৪]

তার গবেষণায় তিনি "ডানা-ফার্বার" এ মূলত ক্যান্সার প্রকল্পের উন্নয়নে টিউমারের জিন দমনে মিউটেশন বা প্রকরণে মূল ভূমিকা রাখেন। তার প্রধান কাজ ছিলো রেটিনোব্লাস্টোমা, ভন হিপ্পেল-লিন্ডা (VH ও পি৫৩ টিউমার দমন জিন নিয়ে কাজ করা। তার গবেষণার কাজে ন্যাশনাল ইন্সটিটউট অব হেলদ, আমেরিকান ক্যান্সার সোসাইটি, ডোরিস ডিউক চ্যারিটেবল ফাউন্ডেশন ও অন্যান্য সংস্থাসমূহ তহবিল দিয়ে থাকে।[৫]

কেলিন ডিউক ইউনিভার্সিটি থেকে গণিত ও রসায়নে স্নাতক উপাধি অর্জন করেন।[১] ১৯৯২ সালে তিনি DFCI ডাউনে নিজস্ব ল্যাব স্থাপন করেন, যেখান থেকে তিনি ক্যান্সারের বংশগতি সংক্রান্ত গবেষণা করেন। ২০০২ সালে তিনি হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক নিযুক্ত হন[৬] তিনি এলি লিলি নামক পরিচালকমন্ডলীদের বোর্ডের একজন সদস্য।[৬][৭]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তিনি স্তন ক্যান্সার সার্জন ডাক্তার ক্যারোলিন কেলিনকে ১৯৮৮ সালে বিবাহ করেন। তার স্ত্রী ক্যারোলিন ২০১৫ সালে ক্যান্সারে মৃত্যুবরণ করেন। তাদের দুই সন্তান রয়েছে।[৮]

প্রাপ্ত পুরস্কারসমূহ[সম্পাদনা]

  • এনআইএইচ পিজিসিয়ান-সায়েনিটস্ট অ্যাওয়ার্ড (১৯৯০)[৩]
  • জেমস এস. ম্যাকডুনেল স্কলার অ্যাওয়ার্ড (১৯৯৩)
  • পল মার্কস ক্যান্সার গবেষণা পুরস্কার (২০০১)
  • রিচার্ড অ্যান্ড হিন্ডা রোজেনথাল ফাউন্ডেশন অ্যাওয়ার্ড (২০০৬)
  • ডরিস ডিউক ডিসটিনগাইসড ক্লিনিক্যাল ইনভেস্টিগেটর অ্যাওয়ার্ড (২০০৬)
  • ডিউক ইউনিভার্সিটি স্কুল অ্যালামনাই অ্যাওয়ার্ড (২০০৭)
  • ইন্সটিটিউট অব মেডিসিন এর সদস্য নির্বাচিত (২০০৭)
  • এআইসিআর কুলিন থমসন পদক (২০০৮)
  • কানাডা গায়ার্ডনার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড (২০১০[৯]
  • ন্যাশনাল একাডেমি অব সায়েন্স এর সদস্য নির্বাচিত (২০১০
  • ক্যান্সার জেনেটিকে আলফ্রেড নুডসন অ্যাওয়ার্ড (২০১১)
  • স্ট্যানলি জে. করসমেয়ের অ্যাওয়ার্ড (২০১২)
  • গ্র্যান্ড প্রিক্স সায়েন্টিফিক অ্যাওয়ার্ড (২০১২)[১০]
  • বায়োমেডিক্যালে উইলি পুরস্কার লাভ (২০১৪)
  • এএসিআর একাডেমির ফেলো নির্বাচিত (২০১৪)
  • স্টিভেন সি. বেয়ারিং অ্যাওয়ার্ড (২০১৪)[১১]
  • অনকোলজি অ্যাওয়ার্ড (২০১৬)
  • লাসকার পুরস্কার (২০১৬)
  • মাসরি পুরস্কার (২০১৮)
  • চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার (২০১৯)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "William G. Kaelin, Jr., MD - HHMI.org"hhmi.org। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৭ 
  2. "Dr. William G. Kaelin, Jr., to Receive 2016 Science of Oncology Award"asco.org। ২৬ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৭ 
  3. "About William Kaelin"harvard.edu। ৭ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৭ 
  4. । nobelprize committee https://www.nobelprize.org/prizes/medicine/2019/press-release/। সংগ্রহের তারিখ 08 October 2019  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য); |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  5. "Home page kaelin lab"harvard.edu। ২০ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৭ 
  6. "William G. Kaelin, Jr., M.D."lilly.com। ৭ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৭ 
  7. "William G. Kaelin Jr., MD"aacr.org। ১০ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৭ 
  8. Grady, Denise (৯ আগস্ট ২০১৫)। "Carolyn Kaelin, Breast Cancer Surgeon, Patient Advocate and Patient, Dies at 54"। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৭ – NYTimes.com-এর মাধ্যমে। 
  9. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯ 
  10. "William G. Kaelin"Institut de France. Grands Prix des Fondations। ২০১৫-০৪-২১। সংগ্রহের তারিখ ২০১৭-১২-১২ 
  11. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১১ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯