তুংখঙিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তুংখঙিয়া বা তিংখঙিয়া ফৈদ ছিল আহোম রাজবংশের একটি শাখা। এই বংশের চাওফা ১৬৮১ সাল থেকে আরম্ভ করে নবম শতকের প্রারম্ভ পর্যন্ত আহোম রাজ্যে শাসন করেছিলেন।[১] তিংখং স্থানটি থেকে তুংখঙিয়া শব্দটি সৃষ্টি হয়েছে বলে জানা যায় ।

আরও দেখুন[সম্পাদনা]

টীকা[সম্পাদনা]

  1. (বড়ুয়া ১৯৯৩, পৃ. ২৮৬-২৮৭)

তথ্যসূত্র[সম্পাদনা]

  • বড়ুয়া, এস. এল. (১৯৯৩), Last Days of Ahom Monarchy, মুন্সিরাম মনোহরলাল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, নয়াদিল্লি