রসুলপুর ইউনিয়ন, গফরগাঁও

স্থানাঙ্ক: ২৪°২৫′২″ উত্তর ৯০°৩২′৪৪″ পূর্ব / ২৪.৪১৭২২° উত্তর ৯০.৫৪৫৫৬° পূর্ব / 24.41722; 90.54556
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রসুলপুর
ইউনিয়ন
১নং রসুলপুর ইউনিয়ন পরিষদ
রসুলপুর ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
রসুলপুর
রসুলপুর
রসুলপুর বাংলাদেশ-এ অবস্থিত
রসুলপুর
রসুলপুর
বাংলাদেশে রসুলপুর ইউনিয়ন, গফরগাঁওয়ের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°২৫′২″ উত্তর ৯০°৩২′৪৪″ পূর্ব / ২৪.৪১৭২২° উত্তর ৯০.৫৪৫৫৬° পূর্ব / 24.41722; 90.54556 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
উপজেলাগফরগাঁও উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

রসুলপুর ইউনিয়ন বাংলাদেশের য়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[১][২]

আয়তন[সম্পাদনা]

রসুলপুর ইউনিয়নের আয়তন ৪৫৮৬ একর (১৮.৫৫ বর্গ কিলোমিটার)।[৩]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রসুলপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ২৩,৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ১১,৩৯৬ এবং মহিলা ১২,০৪৭ জন। মোট পরিবার ৫,৩৮৯টি।[৩]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

গফরগাঁও উপজেলার উত্তরাংশে রসুলপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে বড়বাড়িয়া ইউনিয়ন, দক্ষিণে যশরা ইউনিয়ন, পশ্চিমে ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়ন ও উত্তরে ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়ন অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

পূর্বনাম রঞ্জনপুর। রঞ্জনপুর পরিবর্তিত হয়ে রসুলপুর হয়। ধারণা করা হয় রাসুল (সাঃ) এর পা মোবারকের ছাপ বিশিষ্ট পাথর জনৈক ব্যক্তি সৌদি থেকে এ অঞ্চলে নিয়ে আসার পর থেকে এ জনপদের নাম রাখা হয় রসুলপুর।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

শিক্ষা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রসুলপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৩৮.৯%। এ ইউনিয়নে ১টি কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১০টি প্রাথমিক বিদ্যালয়, ৫টি দাখিল ও ১টি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

কলেজ
  • র‍্যাংলার কিরণ দে মডেল কলেজ
মাধ্যমিক বিদ্যালয়
  • রসুলপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়
  • শহীদ লেঃ আতিকুর রহমান উচ্চ বিদ্যালয়
  • রসুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কদম রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছয়ানী রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বরভরা নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বরভরা টানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আলহাজ্ব মঈন সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দরগাভিটা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাদ্রাসা
  • দারুল ইসলাম মডেল মাদরাসা
  • রসুলপুর ইউসুফিয়া দাখিল মাদ্রাসা
  • রসুলপুর বালিকা দাখিল মাদ্রাসা
  • সান্দিয়াইন দাখিল মাদ্রাসা
  • ছয়ানী আনিছুর রহমান বালিকা দাখিল মাদ্রাসা
  • দারুন নাজাত মাদানী ক্যাডেট মাদ্রাসা
  • কদম রসুলপুর হোসাইনিয়া মাদ্রাসা
  • কদম রসুলপুর মাহমুদুল উলূম মাদ্রাসা
  • সুলতানুল ক্বোরা হোসাইনিয়া মডেল মাদ্রাসা
  • বরভরা দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা
  • বরভরা রাহেলা খাতুন (রা.) মহীলা মাদ্রাসা

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • আমলিতলা বাজার
  • ঐতিহ্যবাহী তেতুলতলা
  • রসুলপুর কেন্দ্রীয় জামে মসজিদ
  • বরভরা হাদাইরা বিল
  • শহীদ লেঃ আতিকুর রহমান গেটের সামনে প্রাকৃতিক মনোমুগ্ধকর স্থান

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]

  • মরহুম ছিদ্দিকুর রহমান –– বীর মুক্তিযোদ্ধা /মাস্টার (রসুলপুর,গফরগাঁও )
  • সুলতান বাদশাহ –– জমিদার।
  • খন্দকার আফাজ উদ্দিন –– উকিল, (গফরগাঁও এর ১ম গ্রাজুয়েট ও ময়মনসিংহের ১ম মুসলিম এডভোকেট)।
  • র‍্যাংলার কিরণ চন্দ্র দে –– গণিতবিদ।
  • আকবর আলী বাদশাহ –– জমিদার।
  • আব্দুল হাই মাস্টার –– বীর মুক্তিযোদ্ধা
  • ময়েজ উদ্দিন মাস্টার –– বীর মুক্তিযোদ্ধা।
  • নুরুল হুদা –– বীর মুক্তিযোদ্ধা।
  • শহীদ আতিকুর রহমান –– লেফটেন্যান্ট।

জনপ্রতিনিধি[সম্পাদনা]

  • বর্তমান চেয়ারম্যান- মঈনুল হক মঈন সরকার।
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম মেয়াদ
০১
০২
০৩
০৪ মোঃ শাহিদ
০৫ এ বি সিদ্দিকুর রহমান
০৬ খাইরুল ইসলাম
০৭ মঈনুল হক মঈন সরকার
০৮ আলহাজ্ব সাইফুল আলম ২০১৬-২০২২
০৯ মঈনুল হক মঈন সরকার ২০২২-বর্তমান

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "রসুলপুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১১ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০ 
  2. "গফরগাঁও উপজেলা"বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ২৭ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০ 
  3. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২২