রিচার্ড কাউচ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রিচার্ড কাউচ (১৮১৭ — ১৯০৫) একজন ব্রিটিশ ভারতীয় বিচারক। তিনি কলকাতা উচ্চ আদালতের দ্বিতীয় প্রধান বিচারপতি নিযুক্ত হন।

কর্মজীবন[সম্পাদনা]

১৮৬৬ সালে বোম্বে উচ্চ আদালতের প্রধান বিচারপতি নিযুক্ত হন স্যার কাউচ। চার বছর সেই পদে কাজ করার পরে তিনি কলকাতায় আসেন ও কলিকাতা হাইকোর্টের প্রদান বিচারপতি নিযুক্ত হন স্যার বার্নেস পিককের পরে। ১৮৭০ থেকে ১৮৭৫ সাল অব্দি তিনি কলিকাতা হাইকোর্টে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পরে ১৮৮১ সালে প্রিভি কাউন্সিলে নির্বাচিত হন তিনি।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sir RICHARD COUCH"bombayhighcourt.nic.in। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২০