রমাকান্ত চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রমাকান্ত চৌধুরী
জন্ম১৮৪৬
মৃত্যু১৮৮৯
পেশালেখক
ভাষাঅসমীয়া
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারতীয়
ধরনঅসমীয়া সাহিত্য
উল্লেখযোগ্য রচনাবলিঅভিমন্যু বধ

রমাকান্ত চৌধুরী (১৮৪৬-১৮৮৯) অরুণোদয় যুগের একজন অসমীয়া কবি এবং নাট্যকার। তিনি আধুনিক অসমীয়া কাব্যজগতৈর প্রথম বর্ণনাত্মক কাব্যের রচয়িতা। তাঁকে অসমীয়া পৌরাণিক নাটকের জনক বলেও অভিহিত করা হয়।[১]

রমাকান্ত চৌধুরীর বাবা লক্ষ্মীকান্ত চৌধুরী। ১৮৭০ সালে তিনি কলেজিয়েট স্কুল থেকে এফ এ উত্তীর্ণ হয়ে গুয়াহাটীতে উপায়ুক্তের কার্যালয়ে কেরানির চাকরিতে যোগদান করেন। এরপর তিনি গোয়ালপারা এবং ধুবড়িতেও কাজ করেন। শেষে গুয়াহাটীতে এসে তিনি সেরেস্তাদারের চাকরি করেন।

প্রখ্যাত বাঙালী লেখক মাইকেল মধুসুদন দত্তের অনুসরণে অমিত্রাক্ষর ছন্দে লেখা তাঁর প্রথম কবিতার বই "অভিমন্যু বধ" ১৮৭৫ সালে প্রকাশ পায়।[২] ৯৮ পৃষ্ঠার এই কবিতায় ভীষ্মের নেতৃত্বে মহাভারতের যুদ্ধের আরম্ভ থেকে অভিমন্যুর মৃত্যু পর্যন্ত কাহিনী চিত্রিত হয়েছে। ১৯শ শতকের শেষদিকে তিনি "সীতাহরণ" এবং "রাবণ বধ" নামের দুটি নাটক লেখেন। অবশ্য এর একটি বইও বর্তমানে উপলব্ধ নয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Datta, Amaresh (Editor) (১৯৮৭)। "Encyclopaedia of Indian Literature: A-Devo"। Sahitya Akademi। পৃষ্ঠা 667। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৯ 
  2. Sarma, Satyendranath (১৯৭৬)। "Assamese Literature"। Otto Harrassowitz Verlag। পৃষ্ঠা 77। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৯