রামভদ্রপুর ইউনিয়ন, ফুলপুর

স্থানাঙ্ক: ২৪°৫৬′৫২″ উত্তর ৯০°২০′৫৭″ পূর্ব / ২৪.৯৪৭৭৮° উত্তর ৯০.৩৪৯১৭° পূর্ব / 24.94778; 90.34917
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


রামভদ্রপুর
ইউনিয়ন
২নং রামভদ্রপুর ইউনিয়ন পরিষদ
রামভদ্রপুর ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
রামভদ্রপুর
রামভদ্রপুর
রামভদ্রপুর বাংলাদেশ-এ অবস্থিত
রামভদ্রপুর
রামভদ্রপুর
বাংলাদেশে রামভদ্রপুর ইউনিয়ন, ফুলপুরের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৫৬′৫২″ উত্তর ৯০°২০′৫৭″ পূর্ব / ২৪.৯৪৭৭৮° উত্তর ৯০.৩৪৯১৭° পূর্ব / 24.94778; 90.34917 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
উপজেলাফুলপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড২১৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

২ নং রামভদ্রপুর ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[১][২]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

উত্তরে ১ নং ছনধরা ইউনিয়ন দক্ষিণে ব্রহ্মপুত্র নদ পূর্বে ৩ নং ভাইটকান্দি ইউনিয়ন এবং পশ্চিমে নকলা উপজেলা।

== ইতিহাস ==অধিকাংশ এলাকা হালকা চরাঞ্চল হওয়ায়এখানকার মানুষ তুলনামূলক ধনী। প্রতি মৌসুমে এখানকার জনগণ অনেক টাকার ধান এবং আবাদি ফসল বিক্রি করে থাকে।

প্রশাসনিক এলাকাসমূহ[সম্পাদনা]

১.দেওখালী

২.খড়িয়াপাড়া

৩.মিচকিপাড়া

৪.জাটিয়া

৫.গাইরা

৬.গোয়াডাঙ্গা

৭.বাঘেধরা

৮.টুপারকান্দা

৯.চরগোয়াডাঙ্গা

১০.চরনিয়ামত

১১.বেলতলী

১২.সিংগীমারি

১৩.রামভদ্রপুর

১৪.চরবাহদুরপুর

১৫.চরআশাবট

১৬.চরস্বল্পা

আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]

শিক্ষা[সম্পাদনা]

শিক্ষার হার :

শিক্ষা প্রতিষ্ঠান

উচ্চ বিদ্যালয়সমূহঃ

১.বাঘেধরা উচ্চ বিদ্যালয়।

২.চরমিয়ামত আদর্শ উচ্চ বিদ্যালয়।

৩.গোয়াডাঙ্গা আবেদুজ্জামান খান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়।

৪.রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়।

৫.মিচকিপাড়া নৌজুয়ান হাই স্কুল।

৬.গোয়াডাঙ্গা প্রি-ক্যাডেট স্কুল।

______________________________________

মাদ্রাসাসমূহঃ

১.চরগোয়াডাঙ্গা  ফাযিল ডিগ্রি মাদরাসা।

২.খড়িয়াপাড়া দাখিল মাদরাসা।[মহিলা]

৩.খড়িয়াপাড়া দাখিল মাদরাস।

______________________________________

প্রাথমিক বিদ্যালয়সমূহঃ

১.৯ং চরগোয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

২.খড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৩।মিচকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৪.গোয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৫.বাঘেধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৬.চরনিয়ামত সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৭.রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৮.বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৯.চরবাহদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

১০.রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

১১.চর স্বল্পা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

১২.শেখ ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। [চর স্বল্পা]

১৩.চর আশাবট সরকারি প্রাথমিক বিদ্যালয়

দর্শনীয় স্থান[সম্পাদনা]

১.রামভদ্রপুর পুরাতন ব্রহ্মপুত্র নদী।

২.নলবাড়ি বিল।

৩.চরগোয়াডাঙ্গা ঐতিহ্যবাহী খেলার মাঠ।

৪.চরগোয়াডাঙ্গা  ফাযিল ডিগ্রি মাদরাসা।

৫.কুকড়া ডোবা বিল।

৬.চরনিয়ামত বড় জামে মসজিদ

৭. চরনিয়ামত লাল ব্রীজ

৮.চর আশাবট, চর বাহাদুরপুর বাইয়া মৃত ফাঁসি ডোবা।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]

১.রোকনুজ্জামান রোকন, সফল চেয়ারম্যান

২.দুলু ডাক্তার [ মুক্তিযুদ্ধা]

৩.মো.ততল মিয়া [ মুক্তিযুদ্ধা]

৪.দুলু  [ মুক্তিযুদ্ধা]

৫.জামাল মাস্টার [ মুক্তিযুদ্ধা]

৬.দুদু [ মুক্তিযুদ্ধা]

৭.গিয়াসউদ্দিন [ মুক্তিযুদ্ধা]

৮.মৃতঃ হক চেয়ারম্যান

৯.হাসেন মেম্বার

১০.কদ্দুস দারোগা

১১.নায়েব

১২.মৃতঃ আব্দুল করিম[মুক্তিযোদ্ধা]

১৩.মজিবুর রহমান মুক্তিযুদ্ধা (চর আশাবট উত্তর পাড়া)

১৪.দেলোয়ার হোসেন দৌলত (চর আশাবট কলিম মন্ডল বাড়ি)

১৫.এমদাদুল হক,প্রভাষক আনন্দমোহন কলেজ (চর আশাবট উত্তর পাড়া)

১৬.আশরাফুল আলম,৪০তম বিসিএস শিক্ষা ক্যাডার (চর আশাবট কলিম মন্ডল বাড়ি)

১৭.মিজানুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (চর আশাবট বড় বাড়ি)

জনপ্রতিনিধি[সম্পাদনা]

বর্তমান চেয়ারম্যান-

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১
০২
০৩
০৪ সাইফুল ইসলাম
০৫ সাইফুল ইসলাম
০৬ মো.রোকনুজ্জামান রোকন
০৭ মো.রোকনুজ্জামান রোকন বর্তমান-2024 মো:রোকনুজ্জামান রোকন

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "রামভদ্রপুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০ 
  2. "ফুলপুর উপজেলা"বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০