আল-বারা' ইবনে আযিব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আল-বারা' ইবনে আযিব (আরবি: البراء بن عازب) মুহাম্মদের একজন অন্যতম সাহাবী এবং হাদিসের বর্ণনাকারী ছিলেন।[১]

জীবনী[সম্পাদনা]

তিনি অল্প বয়সেই ইসলাম গ্রহণ করেছিলেন এবং খাইবার যুদ্ধসহ পনেরোটি যুদ্ধে নবীর সংঙ্গে পাশাপাশি যুদ্ধ করেছিলেন[২], যেখান থেকে তিনি হাদীস বর্ণনা করেছেন [৩] উসমানের খিলাফতের সময় ২৪/৬৪৫ খ্রিস্টাব্দে তাকে আল-রে (পারস্যে) গভর্নর করা হয়েছিল সবশেষে তিনি কুফায় অবসর গ্রহণ করেন এবং সেখানেই তিনি ৭১/৬৯০ সালে মৃত্যুবরণ করেন। [৪]

তাৎপর্যপূর্ণ ঘটনা[সম্পাদনা]

  • তিনি খুমমের পুকুরের হাদীসটির বর্ণনা দিয়েছেন [৫] এবং মুসলিম ও বুখারীর সংগ্রহশালায় তার অসংখ্য হাদীস রয়েছে।
  • উমর (রা) যখন ফাতিমার বাড়িতে ছিলেন, আল-বারা তখন সেখানে ছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Hadith Books
  2. "Al-Baraa bin Isaib"islamweb.net (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১১-০৩ 
  3. see Hadith of prohibition of Mut'ah at Khaybar
  4. Khatib Baghdadi, Tarikh Baghdad, vol.1, pg.177
  5. shianews.com ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ জুলাই ২০০৭ তারিখে quoting Imam Ahmad ibn Hanbal in his Musnad, al Matbaat al Maymaniyyah, Egypt, 1313, from al Bara' ibn Azib (iv, 281)