জাস্টিন ল্যাঙ্গার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাস্টিন ল্যাঙ্গার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজাস্টিন লি ল্যাঙ্গার
জন্ম (1970-11-21) ২১ নভেম্বর ১৯৭০ (বয়স ৫৩)
পার্থ, পশ্চিম অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া
ডাকনাম"আলফি",[১] "জেএল"[২]
উচ্চতা১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৩৫৪)
২৩ জানুয়ারি ১৯৯৩ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টেস্ট৫ জানুয়ারি ২০০৭ বনাম ইংল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ১১৭)
১৪ এপ্রিল ১৯৯৪ বনাম শ্রীলঙ্কা
শেষ ওডিআই২৫ মে ১৯৯৭ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯১-২০০৮ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া (জার্সি নং ৭)
১৯৯৮-২০০০মিডলসেক্স
২০০৬-২০০৯সমারসেট (জার্সি নং ৫)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১০৫ ৩৬০ ২৩৯
রানের সংখ্যা ৭,৬৯৬ ১৬০ ২৮,৩৮২ ৭,৮৭৫
ব্যাটিং গড় ৪৫.২৭ ৩২.০০ ৫০.২৩ ৩৮.৬০
১০০/৫০ ২৩/৩০ ০/০ ৮৬/১১০ ১৪/৫৩
সর্বোচ্চ রান ২৫০ ৩৬ ৩৪২ ১৪৬
বল করেছে ৩৮৬ ১৯৩
উইকেট
বোলিং গড় ৪২.০০ ৩০.৭১
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ২/১৭ ৩/৫১
ক্যাচ/স্ট্যাম্পিং ৭৩/– ২/১ ৩২২/– ১১৩/২
উৎস: ক্রিকইনফো, ১৪ জানুয়ারি ২০১৭

জাস্টিন লি ল্যাঙ্গার, এএম (ইংরেজি: Justin Langer; জন্ম: ২১ নভেম্বর, ১৯৭০) পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেটার। তিনি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেন। বামহাতি ব্যাটসম্যান জাস্টিন ল্যাঙ্গার অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন। জাতীয় দলে খেলার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, ইংরেজ কাউন্টি চ্যাম্পিয়নশীপে মিডলসেক্সসমারসেট দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। যে-কোন অস্ট্রেলীয় ক্রিকেটারের তুলনায় প্রথম-শ্রেণীর ক্রিকেটে সর্বাধিক রান করার গৌরব অর্জন করেছেন। বর্তমানে তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে পার্থ স্কর্চার্সের কোচের দায়িত্ব পালন করছেন।

আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]

জানুয়ারি, ১৯৯৩ সালে অ্যাডিলেড ওভালে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে।[৩] শক্তিশালী ওয়েস্ট ইন্ডিয়ান পেস বোলিং আক্রমণ রুখে দিয়ে দলের বাদ-বাকী অস্ট্রেলীয় দলের অন্যান্যদের সাথে মিশ্র অভ্যর্থনা পান।[৪] প্রথম ইনিংসে মাত্র ২০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৫৪ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। ঐ খেলায় অস্ট্রেলিয়া মাত্র ১ রানের ব্যবধানে পরাভূত হয়। সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১১ রান করেন। ঐ টেস্টে কার্টলি অ্যামব্রোসইয়ান বিশপের আধিপত্য ছিল।

নভেম্বর, ১৯৯৯ সালে হোবার্টের বেলেরিভ ওভালে অ্যাডাম গিলক্রিস্টের সাথে টেস্ট জয়ী ২৩৮ রানের জুটি গড়েন। পাকিস্তানের বিপক্ষে ৩৬৯ রানের জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়া দল এক পর্যায়ে ৫ উইকেটে ১২৬ রান করে পরাজয়ের দিকে অগ্রসর হলে এ জুটি বাঁধা হয়ে দাঁড়ায়।[৫] তার এ ইনিংসে সেঞ্চুরি ৩৮৮ মিনিটে সংগৃহীত হয় যা সবচেয়ে মন্থরতম অস্ট্রেলীয় রেকর্ড হিসেবে বিবেচিত।[৬]

সম্মাননা[সম্পাদনা]

২০০১ সালে অ্যান্ডি ক্যাড্ডিক, মার্টিন বিকনেল, ড্যারেন লেহম্যানমার্ক অ্যালিয়েনের সাথে তিনিও উইজডেন কর্তৃক পাঁচজন বর্ষসেরা ক্রিকেটারদের একজনরূপে মনোনীত হন।[৭]

অবসর[সম্পাদনা]

১ জানুয়ারি, ২০০৭ তারিখে ল্যাঙ্গার টেস্ট ক্রিকেট থেকে তার অবসরের ঘোষণা দেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্ট শুরুর পরেরদিন তার এ ঘোষণা আসে। ড্যামিয়েন মার্টিনের দলে আকস্মিক প্রত্যাবর্তনের তিন টেস্টের পর তিনি এ সিদ্ধান্ত নেন।[৮]

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও তিনি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা চালিয়ে যেতে থাকেন। একই দিনে সমারসেট কর্তৃপক্ষ জানায় যে, তিনি ২০০৭ সাল পর্যন্ত সমারসেট দলের অধিনায়কত্ব হতে রাজী হয়েছেন। ২০০৭-০৮ মৌসুমে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সাথে চূড়ান্ত মৌসুম অতিবাহিত করেন।[৯]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Warne set to miss Sharjah"The Mirror। London: MGN LTD। ১৯৯৮-০৪-১৩। ২০১২-১১-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৪-১৭ 
  2. "Justin Langer Cricinfo biography"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০১০-১২-০৮ 
  3. "Justin Langer"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০০৯-০৮-০৮ 
  4. Shead, Phil। "West Indies in Australia, Nov 1992-Feb 1993 - Tour Summary"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-১৫ 
  5. Parr, Maurice (১৯৯৯-১১-২৩)। "Gilchrist and Langer mount record recovery"। The Independent। সংগ্রহের তারিখ ২০০৯-০৮-০৭ 
  6. "Martyn extends Aussie lead"। BBC Sport। ২০০৪-০৩-১৮। সংগ্রহের তারিখ ২০০৯-০৮-০৭ 
  7. Wisden editorial report of 2001 Wisden Cricketers of the Year
  8. "Langer joins SCG retirement list"। Cricinfo। ২০০৭-০১-০১। সংগ্রহের তারিখ ২০০৯-০৮-০৭ 
  9. "Somerset reveal Langer captaincy"। BBC Sport। ২০০৭-০১-০১। সংগ্রহের তারিখ ২০০৯-০৮-০৭ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
ইয়ান ব্ল্যাকওয়েল
সমারসেট কাউন্টি ক্রিকেট অধিনায়ক
২০০৭-২০০৯
উত্তরসূরী
মার্কাস ট্রেসকোথিক
পূর্বসূরী
মার্ক রামপ্রকাশ
মিডলসেক্স কাউন্টি ক্রিকেট অধিনায়ক
২০০০
উত্তরসূরী
অ্যাঙ্গাস ফ্রেজার