ভবতোষ ভট্টাচার্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভবতোষ ভট্টাচার্য
ভবতোষ ভট্টাচার্য
জন্ম
মৃত্যু১৯৪৮
জাতীয়তাব্রিটিশ ভারতীয়, ভারতীয়
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
 ভারত
পরিচিতির কারণচট্টগ্রামের অস্ত্রগার আক্রমণের ব্যক্তি
রাজনৈতিক দলঅনুশীলন সমিতি
আন্দোলনভারতের বিপ্লবী স্বাধীনতা আন্দোলন
পিতা-মাতা
  • বিপিন ভট্টাচার্য (পিতা)

ভবতোষ ভট্টাচার্য (? - ১৯৪৮) ছিলেন ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব। যুগান্তর বিপ্লবী দলের সদস্য হিসেবে ১৮ এপ্রিল, ১৯৩০ সালে চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেন। ৪ দিন পর সংগঠিত জালালাবাদ পাহাড়ের যুদ্ধে বিজয়ী বিপ্লবী বাহিনীর অন্যতম ছিলেন এবং যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতে সক্ষম হন।[১][২]

গোপন জীবন[সম্পাদনা]

জালালাবাদ পাহাড়ের যুদ্ধক্ষেত্র থেকে ভবতোষ ভট্টাচার্য আত্মগোপনে চলে যান এবং ৮-৯ মাস আত্মগোপনে থাকেন। নেতা সূর্যসেনের নির্দেশে সহযোদ্ধা হরিপদ মহাজনের সঙ্গে ব্রহ্মদেশে যান। এখানে প্রতিকূল অবস্থায় নানা বেশে দিন কাটান। হরিপদ ব্রহ্মদেশে ১৯৪২ সালে মারা যান। ১৯৪৫ খ্রিস্টাব্দে চট্টগ্রামে ফিরলে ধরা পড়ে যান ভবতোষ ভট্টাচার্য। কয়েকমাস জেলে কাটান। দেশবিভাগের পর পশ্চিমবঙ্গে চলে যান এবং কিছুদিন পর ১৯৪৮ খ্রিস্টাব্দে মারা যান তিনি।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৫১২। আইএসবিএন 978-8179551356 
  2. রায়, প্রকাশ (২০২০)। বিস্মৃত বিপ্লবীচেন্নাই: নোশনপ্রেস তামিলনাড়ুআইএসবিএন 978-1-63873-011-8