ব্যবহারকারী আলাপ:রং

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ০৪:২৪, ২৯ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

পরীক্ষামূলক সম্পাদনা[সম্পাদনা]

স্বাগতম, আমি Al Riaz Uddin Ripon। আমি লক্ষ্য করেছি যে সম্প্রতি আপনি পাতায় এক বা একাধিক পরীক্ষামূলক সম্পাদনা করেছেন। অভিনন্দন আপনার সম্পাদনা সংরক্ষিত হয়েছিল, আপনি যদি আরও পরীক্ষা নিরীক্ষা করতে চান, তবে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনার পরীক্ষামূলক সম্পাদনা অপসারণ করা হয়েছে। আপনি যদি মনে করেন, যে এই কাজটি ভুল হয়েছে অথবা এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদআল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৯:২৭, ২৯ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সতর্কবার্তা[সম্পাদনা]

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। এটি আপনার সতর্কবার্তা; আপনি যদি উইকিপিডিয়ায় এরকম ধ্বংসপ্রবণ সম্পাদনা করেন, যা আপনি এই লক্ষণাবন্দ ইউনিয়ন পাতা সহ আরও কয়েকটি পাতায় করেছেন, তবে পরবর্তী আপনাকে সম্পাদনা করা থেকে বাধাদান করা হতে পারে। কিভাবে এই বিশ্বকোষে অবদান রাখা যায়, তা জানতে আমাদের স্বাগত পাতাটি দেখে নিন, এবং আপনি যদি কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চান, অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। --নাবিল (✉) ২১:০১, ২৯ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

নাঈম আহমেদ নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য নাঈম আহমেদ পাতায় একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি৭ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। কারণ এই নিবন্ধের বিষয় একজন ব্যক্তি, প্রতিষ্ঠান (ব্যান্ড, ক্লাব, কোম্পানি, ইত্যাদি) অথবা ওয়েব সাইট সম্পর্কিত। কিন্তু নিবন্ধের কোথাও উল্লেখ করা হয়নি নির্দিষ্ট কি কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য, যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্রুত অপসারণের বিচারধারা অনুযায়ী এই নিবন্ধটি যে কোনো সময় অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা দেখুন

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। গোলাম মুকিত(আলাপ)১০:১৬, ৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ক্ষুদ্র ও পরীক্ষামূলক পাতা[সম্পাদনা]

আপনার তৈরি তালগাছ নিবন্ধটি অতিক্ষুদ্র ও তথ্যসূত্র বিহীন। এই ধরনের পরীক্ষামূলক পাতা তৈরি থেকে বিরত থাকা উচিৎ, কারণ অতিক্ষুদ্র ও তথ্যসূত্র বিহীন নিবন্ধ পরে অপসারণ করা হয়ে থাকে। ... খাঁ শুভেন্দু (আলাপ) ০৪:৪৭, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

একাধিক একাউন্টের ব্যবহার[সম্পাদনা]

হ্যালো, রং, উইকিপিডিয়ায় স্বাগতমআপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনার সম্পাদনার ধরনের মাধ্যমে বুঝা যাচ্ছে যে, আপনি উইকিপিডিয়ায় একাধিক একাউন্ট ব্যবহার অথবা উইকিপিডিয়া বহির্ভূত ব্যক্তির সহায়তায় সম্পাদনা করতেছেন। আমাদের নীতিমালায় উইকিপিডিয়া একাধিক একাউন্ট ব্যবহার সম্পর্কিত আপনার কাজটি সচরাচর সমর্থন করে না। যদি আপনি সরাসরি একাধিক একাউন্ট পরিচালনা অথবা অন্য ব্যক্তির সহায়তায় কাজটি করে থাকেন, অনুগ্রহ করে তা করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে।আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৪:৫১, ১৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

জ্বি না ভাই রং আমার একাউন্ট আমি অন্য কোনো একাউন্ট বব‌্যহা্র করি না আর এখন থেকে অযথা সম্পাদনা থেকে বিরত থাকব ধন্যবাদ নাঈম আহমেদ ২০:১৯, ২০ এপ্রিল ২০২০ (ইউটিসি)রং
সুধী, ব্যবহারকারী:Nahimbd~ নামক একাউন্টটি আপনার কিনা একটু বলবেন। যদি হ্যা হয়, তবে যেকোনো একটি একাউন্ট থেকে সম্পাদনা করুন। অন্যথায়, সকপাপেট নীতির কারণে আপনাকে সম্পাদনা করা থেকে বাধা প্রদান করা হতে পারে। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ২২:৪৩, ২০ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
সুপ্রিয় ভাই আল রিয়াজ উদ্দীন উইকিপিডিয়ায় আমি একটি মাএ একাউন্ট বব্যহার করি আর অন্য কোনো একাউন্ট বব‌্যহা্র করি না Nahimbd~ (আলাপ) ০৩:৫৯, ২১ এপ্রিল ২০২০ (ইউটিসি)nahimbd~[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon: আমার মনে হয় একই ব্যক্তি। nahimbd~ তেও ব্যক্তি তার নাম দিয়েছিলো নাঈম আহমেদ, রং এও দিয়েছে নাঈম আহমেদ; কাজকর্মও একই রকম। কিন্তু উনি অস্বীকার যাচ্ছেন, তাই আমার কিছু বলার নেই। IP অ্যাড্রেস চেক করতে পারেন। ~ নাহিয়ান আলাপ ০৫:৪৯, ২১ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nahian~bnwiki: সুধী, উইকিপিডিয়ায় সকপাপেট তদন্তের পাতায় অনুরোধ ব্যতীত সচরাচর কারো আইপি ঠিকানা যাচাই করা হয় না। তবে, আইপি ঠিকানা যাচাই করতে চাইলে ব্যবহারকারী পরীক্ষক অধিকার প্রাপ্ত উইকিপিডিয়ানরাই করতে পারে, যেটি আমার নেই। উল্লেখ্য, উক্ত একাউন্ট দুটির অবদান দেখে বুঝা যাচ্ছে একই ব্যবহারকারী, তাই একাউন্ট দুটি থেকে সম্পাদনা করতে দেখলে সকপাপেট তদন্ত পাতায় অনুরোধ জানাতে পারেন। সুপ্রিয়, রং তথা নাঈম আপনি যদিও একাধিক একাউন্টের পরিচালনার কাজটি অস্বীকার করছেন কিন্তু উইকিপিডিয়া চাইলে সেটি যাচাই করে দেখতে পারে। তাই অনুরোধ থাকবে যেকোনো একটি একাউন্ট ব্যবহার করে উইকিপিডিয়ায় গঠনমূলক সম্পাদনা করুন। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৬:০৮, ২১ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
থামুন আইকন
আপনাকে সম্পাদনা করা থেকে অনির্দিষ্টকালের জন্য বাধাদান করা হয়েছে কারণ আপনি একাধিক অ্যাকাউন্টের অপব্যবহার করেছেন। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেওয়ার জন্য ভালো কারণ রয়েছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেওয়ার জন্য আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}। আফতাবুজ্জামান (আলাপ) ২১:৩৮, ২৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ[সম্পাদনা]

সুপ্রিয় রং,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]