ভগবতী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোডুঙ্গালুর ভগবতী মন্দির

ভগবতী (দেবনাগরী : भगवती) সংস্কৃত উৎসের একটি শব্দ, যা হিন্দুধর্মে নারী দেবদেবীদের সম্বোধন করার জন্য বা সম্মানের উপাধি হিসাবে ব্যবহার করা হয়।

ভগবতীর সমতুল্য পুরুষ ভগবান[১][২] "ভগবতী" শব্দটি দেবী বা ঈশ্বরীর পরিবর্তে ব্যবহার করা যেতে পারে।

ভগবতী মন্দির[সম্পাদনা]

ভারতে[সম্পাদনা]

ভগবতী মন্দিরগুলি সমগ্র ভারতে বিভিন্ন স্থানে অবস্থিত, উদাহরণস্বরূপ,

কর্ণাটক[সম্পাদনা]

ভগবতী মন্দির সসিহিতলু ম্যাঙ্গালোর । আরব সাগরের তীরে কর্ণাটকের একটি বিখ্যাত মন্দির। গুলিগা এখানে প্রধান দেবতা (দৈব)।

কেরল[সম্পাদনা]

কেরালাতে এই দেবীমন্দিরগুলিকে ভগবতী ক্ষেত্রম বলে অভিহিত করা হয়। কেরালার কয়েকটি জনপ্রিয় ভাগবতী মন্দির হল

  1. অট্টুকাল মন্দির
  2. কালিকটের কারাপারাম্বায় কালুভেট্টু কুঝিক্কাল ভগবতী ক্ষেত্রম
  3. ছোট্টানিক্কার মন্দির
  4. চেটিকুলাঙ্গারা দেবী মন্দির
  5. মাদায়ি কভু
  6. কোডুঙ্গলুর ভগবতী মন্দির
  7. পরমেক্কাভু ভগবতী মন্দির, ত্রিশুর
  8. শঙ্করনকুলাঙ্গারা ভগবতী মন্দির, ত্রিশুর
  9. ওলারিক্কার ভগবতী মন্দির, ত্রিশুর
  10. শ্রী কাট্টুকুলাঙ্গারা ভগবতী মন্দির, মামপাড, পালাক্কাড
  11. পেরুর কভু ভগবতী
  12. কদমপুঝা দেবী মন্দির
  13. পিশারিকাভু
  14. কাভাসেরি ভগবতী মন্দির
  15. মঙ্গোত্তু ভাগবতী মন্দির
  16. তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার কোলাচলের মন্ডাইকৌড ভগবতী মন্দির ।
  17. কোঝিকোড় জেলার ভাতাকরায় লোকানরকাভু (লোকমালায়র কাভু) মন্দির।
  18. কলাইম্বেলি মন্দির, কোঝিকোড় জেলা।
  19. ত্রিশুর জেলায় উথরালিক্কাভু ভগবতী মন্দির ।
  20. শ্রী সসিহিথুলু ভগবতী মন্দির, কর্ণাটকের হালিঙ্গাদি।
  21. কুতিয়ানকাভু মন্দির, মিনালুর, অথানী, ত্রিশুর জেলা
  22. থেচিক্কোটুকাভু মন্দির, পেরামঙ্গালাম, ত্রিশুর জেলা
  23. থেচানাথুকাভু মন্দির, পার্লিকাদ, ওয়াদাকানচেরি, ত্রিশুর জেলা
  24. তিরুভানিক্কাভু ভগবতী মন্দির, মাচাড, ওয়াদাকানচেরি, ত্রিশুর জেলা
  25. তিরুমন্ডামকুন্নু মন্দির, অঙ্গাদিপুরম, পেরিন্থালমানা, মালাপ্পুরাম

গোয়া[সম্পাদনা]

গোয়াতে অনেক ভগবতী মন্দির দেখা যায় । এখানে গৌড় সারস্বত ব্রাহ্মণ, দৈভাদন্য ব্রাহ্মণ, ভান্ডারী সম্প্রদায়গুলির দ্বারা দেবতাকে মূলত মহিষাসুরমর্দিনী রূপে পূজা করা হয়। ভগবতীকে বেশিরভাগ গোয়ান মন্দিরে পঞ্চায়েতন দেবতা হিসাবে পূজা করা হয়। ভগবতীর জন্য বিশেষভাবে উৎসর্গীকৃত তীর্থগুলি হল:

  • ভগবতী (পার্নেম)
  • ভগবতী হালডোনকনারিন (খান্দোলা, গোয়া)
  • ভগবতী চিমুলাকারিন (মার্সেলা, গোয়া)
  • ভগবতী (পার্সে, গোয়া)
  • ভগবতী (মুলগাও, গোয়া)

পশ্চিমবঙ্গ[সম্পাদনা]

পশ্চিমবঙ্গে এই দেবীমন্দিরগুলিকে দেবী পূজার প্রধান ক্ষেত্র বলে অভিহিত করা হয়। পশ্চিমবঙ্গের কয়েকটি জনপ্রিয় ভাগবতী মন্দির হল

  1. কালীঘাট কালী মন্দির
  2. দক্ষিণেশ্বর ভবতারিণী কালীবাড়ি
  3. মা তারা মন্দির, তারাপীঠ
  4. অন্নপূর্ণা দেবী মন্দির
  5. নলাটেশ্বরী কালী মন্দির
  6. আদ্যাপীঠ ভগবতী মন্দির
  7. লেক কালী মন্দির

আরও দেখুন[সম্পাদনা]

  • কেরালায় হিন্দু মন্দিরগুলির তালিকা
  • গোয়ায় মন্দিরগুলির তালিকা
  • গোয়ান মন্দির
  • পানোরকাভু

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Friedhelm Hardy (1990), The World's Religions: The Religions of Asia, Routledge, আইএসবিএন ৯৭৮-০৪১৫০৫৮১৫৫, page 84
  2. Sarah Caldwell (1998), Bhagavati, in Devi: Goddesses of India (Editors: John Stratton Hawley, Donna Marie Wulff), Motilal Banarsidass, আইএসবিএন ৯৭৮-৮১২০৮১৪৯১২, pages 195-198

বহিঃসংযোগ[সম্পাদনা]