কসবা রেলওয়ে স্টেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কসবা রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থানকসবা উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা, চট্টগ্রাম বিভাগ
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতবাংলাদেশ রেলওয়ে
লাইন
ট্রেন পরিচালকপূর্বাঞ্চল রেলওয়ে
নির্মাণ
গঠনের ধরননাজুক
পার্কিংনাই
সাইকেলের সুবিধানাই
প্রতিবন্ধী প্রবেশাধিকারনাই
ইতিহাস
চালু১৮৯৬
অবস্থান
মানচিত্র

কসবা রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় অবস্থিত উপজেলার প্রধান রেলওয়ে স্টেশন[১][২]

ইতিহাস[সম্পাদনা]

১৮৯২ সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। ১৮৯৫ সালের ১ জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা ১৫০ কিমি মিটারগেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত ৬৯ কিমি রেললাইন জনসাধারণের জন্য খোলা হয়। ১৮৯৬ সালে কুমিল্লা-আখাউড়া-শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয়।[৩] কুমিল্লা -আখাউড়া -শাহবাজপুর লাইনের স্টেশন হিসেবে কসবা রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।

পরিষেবা[সম্পাদনা]

কসবা রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকা নিম্নে দেওয়া হলো:

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কসবা রেলওয়ে স্টেশনে জাল টিকেট বিক্রিকালে আটককৃত যুবকেরপলায়ন,থানায় মামলা"The voice of Brahmanbaria || Local news means the world is। ২০১৯-০৮-২৯। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৫ 
  2. "কসবায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৫ 
  3. "রেলওয়ে - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৪