নাজিরপুর ইউনিয়ন, কলমাকান্দা

স্থানাঙ্ক: ২৫°৫′২″ উত্তর ৯০°৫৩′৩৭″ পূর্ব / ২৫.০৮৩৮৯° উত্তর ৯০.৮৯৩৬১° পূর্ব / 25.08389; 90.89361
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাজিরপুর
ইউনিয়ন
নাজিরপুর ইউনিয়ন পরিষদ।
নাজিরপুর ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
নাজিরপুর
নাজিরপুর
নাজিরপুর বাংলাদেশ-এ অবস্থিত
নাজিরপুর
নাজিরপুর
বাংলাদেশে নাজিরপুর ইউনিয়ন, কলমাকান্দার অবস্থান
স্থানাঙ্ক: ২৫°৫′২″ উত্তর ৯০°৫৩′৩৭″ পূর্ব / ২৫.০৮৩৮৯° উত্তর ৯০.৮৯৩৬১° পূর্ব / 25.08389; 90.89361 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলানেত্রকোণা জেলা
উপজেলাকলমাকান্দা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

২ নং নাজিরপুর ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]

অবস্থান[সম্পাদনা]

এ ইউনিয়নের পূর্বে খারনৈই ইউনিয়ন, পশ্চিমে চন্ডিঘর ইউনিয়ন, উত্তরে লেঙুড়া ইউনিয়ন, দক্ষিণে কইলাটি ইউনিয়ন।

সীমানা[সম্পাদনা]

ইতিহাস[সম্পাদনা]

ইউনিয়ন এর বাংলাদেশের মুক্তিযুদ্দের ইতিহাস এ একটি গুরুত্তপুর্ন ভুমিকা রয়েছে। রয়েছে স্বাধীনতা যোদ্ধে গৌরবোজ্জল ভুমিকা।

নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার নাজিরপুর ইউনিয়ন এ ১৯৭১ সাল এর ২৬ জুলাই এক রক্তক্ষয়ী সম্মুখ যুদ্ধে ৭ জন বীরযোদ্ধা শহীদ হন। তাদের স্বরনে আজও কালের সাক্ষী হয়ে মাথা উচু করে দাড়িয়ে আছে নাজিরপুর বাজার শহীদ মিনার। এ যুদ্ধে নেত্রিত্ব দেন জনাব নাজমুল হক তারা।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

নাজিরপুর ইউনিয়ন কলমাকান্দা উপজেলার আওতাধীন ২নং নাজিরপুর ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কলমাকান্দা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১৫৭নং নির্বাচনী এলাকা নেত্রকোনা-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

কুট্টাকান্দা

হাটশিরা শিবনগর

কান্দাপাড়া

বরইউন্দ

নাজিরপুর

ভবানীপুর

সেইছাহানী

আতকাপাড়া

উলুকান্দা

কয়ড়া

আমতলা

লাকি রাশি

রাতকান্দা

বকাটিয়া

বেতুয়া

হরিপুর

আনন্দপুর

ফকির চান্দুয়াইল

দিলুরা

গাছতলা

পাচকাঠা

সন্ধ্যাহলা

গাংধরকান্দা

ধনুন্দ

গনিয়ার গাও

নলছাপ্রা

ভেলুয়াতলী

কুয়ারপুর

কান্তপুর

রামপুর

রহিমপুর

গাখাজুড়া

নদ-নদী[সম্পাদনা]

নাজিরপুর ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে বাকলা এবং উবধাখালী নদী।

আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]

৯ টি ওয়ার্ড ৩২ টি গ্রাম নিয়ে নাজিরপুর ইউনিয়ন

শিক্ষা[সম্পাদনা]

শিল্প সাহিত্য এবং শিক্ষাদীক্ষায় নাজিরপুর ইউনিয়ন সবচেয়ে এগিয়ে

শিক্ষার হার :

শিক্ষা প্রতিষ্ঠান

নাজিরপুর পল্লী জাগরণ উচ্চ বিদ্যালয় (নাজিরপুর বাজার)

নাজিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় (নাজিরপুর বাজার)

স্বরনীকা উচ্চ বিদ্যালয় (সন্ধ্যাহলা)

নলচাপ্রা উচ্চ বিদ্যালয় (নলচাপ্রা)

রহিমপুর দাখিল মাদ্রাসা (রহিমপুর)

শিবনগর কান্দাপাড়া দাখিল মাদ্রাসা (কান্দাপাড়া)

সেতু বন্ধন কিন্ডার গার্টেন (ভবানীপুর)

ইকরা কিন্ডার গার্টেন (কান্দাপাড়া)

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

নেত্রকোনা জেলা শহর থেকে সরাসরি সড়ক পথে সিত্রনজি ও মোটর সাইকেল যোগে সহজেই যাতায়াত করা যায়। নেত্রকোনা জেলা শহর থেকে নাজিরপুর ইউনিয়ন পরিষদ ২৭ কিলোমিটার দূরত্ব ।

হাট-বাজার[সম্পাদনা]

নাজিরপুর ইউনিয়নের উল্লেখযোগ্য হাট/বাজারগুলো হল নাজিরপুর বাজার, আনন্দপুর বাজার, পাচঁকাটা বাজার, বেতুয়া বাজার, ফকির চান্দুয়াইল বাজার,হরিপুর বাজার, কান্দাপাড়া বাজার, নলচাপ্রা বাজার,রামপুর বাজার এবং রহিমপুর বাজার।

দর্শনীয় স্থান[সম্পাদনা]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]

জনপ্রতিনিধি[সম্পাদনা]

বর্তমান চেয়ারম্যান- জনাব আব্দুল আলী

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১ জনাব নোয়াব আলী আমিন ১৯৭৩- ১৯৭৭ ইং
০২ জনাব আব্দুল গফুর ১৯৭৮ - ১৯৮৩ ইং
০৩ জনাব আব্দুর রশিদ ১৯৮৪ - ১৯৮৮ ইং
০৪ জনাব মোঃ ইসলাম উদ্দিন ১৯৮৮ - ১৯৯১ ইং
০৫ জনাব আব্দুর রশিদ ১৯৯১-১৯৯৬ ইং
০৬ জনাব মোঃ  জালাল উদ্দিন ১৯৯৭- ২০০২ ইং
০৭ জনাব মোঃ শামছুল হুদা ২০০৩- ২০১১ ইং
০৮ জনাব আব্দুল কুদ্দুস বাবুল ২০১২- ২০২১ ইং
০৯ জনাব আব্দুল আলী ২০২২ ইং-

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "নাজিরপুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০ 
  2. "কলমাকান্দা উপজেলা"বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ২৫ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০