স্থলবেষ্টিত রাষ্ট্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

যদি কোন দেশের কোনরুপ জলসীমা না থাকে, অন্য কথায়, যদি কোন একটি দেশের চারদিকের সীমানা অন্যান্য দেশের সাথে থাকে তাকে স্থলবেষ্টিত দেশ বলা হয়। এই সমস্ত দেশ গুলোকে পার্শ্ববর্তী দেশের সমূদ্রবন্দর ব্যবহার করতে হয় মালামাল পরিবহনের জন্য।

বিশ্বে স্থলবেষ্টিত দেশের সংখ্যা ৪৫ টি। এই দেশসমূহের নিজস্ব সমুদ্রবন্দর নেই। এগুলো হলো-তা হল

এশিয়ার দেশ[সম্পাদনা]

নেপাল, ভুটান, আফগানিস্তান, লাওস, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তানতুর্কমেনিস্তান

আফ্রিকার দেশ[সম্পাদনা]

মালি, নাইজার, উগান্ডা, বতসোয়ানা, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, বুরুন্ডি, মালাউই, জাম্বিয়া, ইথিওপিয়া, চাদ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, লেসোথো, বুর্কিনা ফাসো, ইসোয়াতিনি, দক্ষিণ সুদান

ইউরোপের দেশ[সম্পাদনা]

অস্ট্রিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, কসোভো, মলদোভা, বেলারুশ, স্লোভাকিয়া, সার্বিয়া, ভ্যাটিকান সিটি, অ্যান্ডোরা, উত্তর মেসিডোনিয়া, সান মারিনো, লিশটেনস্টাইন, লুক্সেমবার্গ, হাঙ্গেরি (ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ।)

দক্ষিণ আমেরিকা[সম্পাদনা]

বলিভিয়াপ্যারাগুয়ে

তথ্যসূত্র[সম্পাদনা]