মিরিয়াম রড্রিগেজ মার্টিনেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিরিয়াম রড্রিগেজ মার্টিনেজ
মৃত্যু১০ মে, ২০১৭
মৃত্যুর কারণআততায়ীর হাতে বাড়িতে হত্যা
মৃতদেহ আবিস্কারনিজ বাড়িতে
জাতীয়তামেক্সিকান
নাগরিকত্বমেক্সিকো
পেশামানবাধিকারকর্মী
পরিচিতির কারণঅপহরণের শিকারদের অনুসন্ধান
উপাধিহারানো শিশুদের অভিভাবক

মিরিয়াম রড্রিগেজ মার্টিনেজ (মৃত্যু: ১০ মে, ২০১৭, সান ফার্নান্দো, তামাউলিপাস, মেক্সিকো), একজন মেক্সিকান মানবাধিকারকর্মী। তার কন্যা অপহরণ এবং হত্যার শিকার হওয়ার পর তিনি "হারানো শিশুদের অভিভাবক" হিসেবে পরিচিত পান। ২০১৭ সালের ২০ মে একদল আততায়ী তার বাড়িতে ঢুকে তাকে হত্যা করে।[১]

অবদান[সম্পাদনা]

রড্রিগেজ মেক্সিকোর সান ফার্নান্দোতে বসবাস করতেন। মেক্সিকোর মাতৃদিবস তথা ২০১৭ সালের ১০ মে তাকে হত্যা করা হয়। প্রথমে বাড়িতে গুলির আঘাতে তীব্র আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।[২]

সান ফার্নান্দো সম্প্রদায় তামাউলিপাসে অবস্থিত, যা কীনা মেক্সিকোর সবচেয়ে অপরাধপ্রবণ অঞ্চলসমূহের মধ্যে একটি। সরকারি তথ্যমতে এই জনসংখ্যার মধ্যেই সবচেয়ে বেশি সংখ্যক অপহরণের ঘটনা ঘটেছে।[৩]

মিরিয়ামের কন্যা ক্যারেন আলেজান্দ্রা ২০১২ সালে অপহরণের শিকার হন। প্রায় দুইবছর ধরে মিরিয়াম তাকে খুঁজে বেড়ায়। এরপর ২০১৪ সালে এক অজানা কবরে তিনি মেয়ের লাশ খুঁজে পান। তিনি উর্ধ্বমহলকে এ ব্যাপারে জানান। অপহরণের ঘটনায় কিছু মানুষকে গ্রেপ্তারও করা হয়, যারা গ্রেপ্তারের পর জেল থেকে পালিয়ে যায়। এরপর প্রায়ই মিরিয়াম হত্যার হুমকি পেতেন। সরকার তাকে রক্ষা করছে বলেও তিনি জানান।[৩] নিজের মেয়েকে খুঁজে বের করার পাশাপাশি ঐ সময়ে তিনি অন্যান্য পিতামাতাকেও তাদের সন্তানকে খুঁজে পেতে সহায়তা করতেন। এভাবে তিনি "অদৃশ্যদের ভাণ্ডার" (The Vanished collection) খ্যাতি লাভ করেন।

মিরিয়ামের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবাদকারীরা মেক্সিকা, ইউএস এবং ফেডেরাল সরকারের কাছে দাবি জানায় মানবাধিকার সংরক্ষণকারীরা যেন যথাযথ নিরাপত্তা লাভ করে।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mexican woman who uncovered cartel murder of daughter shot dead"The Guardian। ১২ মে ২০১৭। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২০ 
  2. "La trágica historia de la madre que fue ejecutada luego de encontrar a los asesinos de su hija"Infobae (স্পেনীয় ভাষায়)। ১০ মে ২০১৯। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২০ 
  3. "Gunmen Kill Mexican Activist for Parents of Missing Children"nytimes। ১২ মে ২০১৭। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২০ 
  4. "Justice for Miriam Rodriguez" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২০