বেমরতা ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেমরতা
ইউনিয়ন
বেমরতা ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাবাগেরহাট জেলা
উপজেলাবাগেরহাট সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠাকাল১৯৬১
আয়তন
 • মোট৯৯.৮৭ বর্গকিমি (৩৮.৫৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩২,৬২০
 • জনঘনত্ব৩৩০/বর্গকিমি (৮৫০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটbamortaup.bagerhat.gov.bd

বেমরতা ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ[১] এটি ৯৯.৮৭ কিমি২ (৩৮.৫৬ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৩২৬২০ জন।[২]

ইতিহাস[সম্পাদনা]

ভৈরবের তীরে গড়ে ওঠা হয়রত পীর খাজা খান জাহান আলী (রঃ) স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলার অন্তর্গত বাগেরহাট সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো বেমরতা ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ কাড়াপাড়া ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্নক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছে।

দর্শনীয় স্থান[সম্পাদনা]

বাংলাদেশের ২য় চিংড়ি গেবেষনা কেন্দ্র এই ইউনিয়নে অবস্থিত। এখানে চিংড়ি চাষের উপর বিভিন্ন প্রকার গবেষণা ধর্মী প্রশিক্ষন সহ চিংড়ি চাষীদের যাবতীয় বিজ্ঞান সম্মত সহয়তা প্রদান করা হয়।

গ্রামসমূহ[সম্পাদনা]

  1. কোন্ডলা
  2. সুলতানপুর
  3. বেমরতা
  4. রাজাপুর
  5. রামচন্দ্রপুর
  6. বিজয়পুর
  7. রহমতপুর
  8. কাঠিপাড়া
  9. জয়গাছি
  10. রঘুনাথপুর
  11. খালকুলিয়া
  12. বৈখালী
  13. রামনগর
  14. সাতগাছিয়া
  15. চরগ্রাম
  16. ভদ্রপাড়া
  17. বৈটপুর
  18. চিতলী
  19. ফতেপুর
  20. কলাবাড়িয়া
  21. অর্জুনবহর
  22. ধানাগাতি
  23. আনারডাঙ্গা
  24. কাপালীবন্দর
  25. মৌজারডাঙ্গা
  26. বদনহালদারের বেড়
  27. খাড়াসম্বল
  28. বেড়গজালিয়া
  29. দত্তকাঠী
  30. বিষ্ণুপুর

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বেমরতা ইউনিয়ন"বাগেরহাট সদর উপজেলার ইউনিয়ন। bamortaup.bagerhat.gov.bd। ২০২০। 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬