চার্লস মিলস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চার্লস মিলস
১৯০৫ সালের সংগৃহীত স্থিরচিত্রে চার্লস মিলস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামচার্লস হেনরি মিলস
জন্ম২৬ নভেম্বর, ১৮৬৭
পেকহাম, ইংল্যান্ড
মৃত্যু২৬ জুলাই, ১৯৪৮
সাউথওয়ার্ক, ইংল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাঅল-রাউন্ডার, কোচ
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ২০)
১৯ মার্চ ১৮৯২ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ২৫ ১৬০
ব্যাটিং গড় ১২.৫০ ১২.৩০
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ২১ ৩১
বল করেছে ১৪০ ১১৭৮
উইকেট ২৯
বোলিং গড় ৪১.৫০ ১৫.৫৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ২/৮৩ ৫/৩৬
ক্যাচ/স্ট্যাম্পিং ২/- ১১/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৭ মার্চ ২০২০

চার্লস হেনরি মিলস (ইংরেজি: Charles Mills; জন্ম: ২৬ নভেম্বর, ১৮৬৭ - মৃত্যু: ২৬ জুলাই, ১৯৪৮) পেকহাম এলাকায় জন্মগ্রহণকারী ইংরেজ বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ও কোচ ছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৮৯২ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে সারে এবং দক্ষিণ আফ্রিকান কিম্বার্লি ও ওয়েস্টার্ন প্রভিন্স দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিং করতেন চার্লস মিলস

প্রথম-শ্রেণীর ক্রিকেট[সম্পাদনা]

১৮৮৮ সাল থেকে ১৮৯৪-৯৫ মৌসুম পর্যন্ত চার্লস মিলসের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ইংরেজ বংশোদ্ভূত এই দক্ষিণ আফ্রিকান অল-রাউন্ডার হিসেবে খেলতেন।

লন্ডনে জন্মগ্রহণকারী চার্লস মিলস ডালউইচ কলেজে পড়াশোনা সম্পন্ন করেন। বিদ্যালয় জীবন ত্যাগ করার পর সংক্ষিপ্ত সময়ের জন্যে শিল্পকলা বিষয়ে অধ্যয়ন করেন। এরপর পেশাদারী ক্রিকেটের দিকে ধাবিত হন।[১] মিডিয়াম-পেস বোলিং করতেন। এছাড়াও অবিচলিত চিত্তে ব্যাট হাতে মাঠে নামতেন তিনি। ১৮৮৫ থেকে ১৮৮৬ সময়কালে সারে ক্লাবে খেলেন। অধিকাংশ সময়ই ক্লাবের দ্বিতীয় একাদশে তাকে খেলতে দেখা যেতো। তাসত্ত্বেও, ১৮৮৮ সালে দুইটি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়েছিলেন তিনি।[২]

দক্ষিণ আফ্রিকা গমন[সম্পাদনা]

সারের দলীয় সঙ্গী বিল ব্রোকওয়েলের সাথে তিনিও ১৮৮৯-৯০ মৌসুমে দক্ষিণ আফ্রিকার পথে পাড়ি জমান। কোচ হিসেবে কাজের আশায় তারা উভয়েই উত্তর কেপের কিম্বার্লিতে নিযুক্তি লাভ করেন।[১] কিম্বার্লি ক্লাবের পক্ষে প্রথম খেলায় ২৯৭ রান তুলেন। এ পর্যায়ে তার এ ইনিংসটি দক্ষিণ আফ্রিকায় রেকর্ড হিসেবে চিত্রিত হয়েছিল।[১] ঐ মৌসুমের শেষদিকে গ্রিকুয়াল্যান্ডের সদস্যরূপে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশ নেন। নাটালের বিপক্ষে ইনিংসে ব্যবধানে জয়ী হওয়া খেলায় ১০ উইকেট লাভ করেন তিনি।[৩]

১৮৯০-৯১ মৌসুমে কেপ টাউনে কোচ হিসেবে নিযুক্ত হন। চার বছর অবস্থান করেন। ১৮৯৩-৯৪ মৌসুমে কারি কাপ প্রতিযোগিতায় ওয়েস্টার্ন প্রভিন্সের পক্ষে খেলে দলের শিরোপা বিজয়ে ভূমিকা রাখেন।[৪]

আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন চার্লস মিলস। ১৯ মার্চ, ১৮৯২ তারিখে কেপ টাউনে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার।[৫] এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।

১৮৯১-৯২ মৌসুমে ইংরেজ দল দক্ষিণ আফ্রিকা গমন করে। মার্চ, ১৮৯২ সালে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট খেলায় অংশ নেন তিনি। ৪ ও ২১ রান তুলেন। ২৪ রানই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ছিল।[৬] ১৮৯৪ সালে দক্ষিণ আফ্রিকা দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। সফরটিতে কোন প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলার আয়োজন করা হয়নি। এ সফরে ১৪.৫৮ গড়ে ৪৫২ রান ও ২৩.৭১ গড়ে ২৮ উইকেট লাভ করেছিলেন তিনি।[৭]

অবসর[সম্পাদনা]

১৮৯৪ সালে দক্ষিণ আফ্রিকা থেকে ইংল্যান্ডে প্রত্যাবর্তন করেন। এরপর ফিলাডেলফিয়া ও স্কটল্যান্ডে কোচিং করানোসহ হেইরিবারি, ব্রাডফিল্ড ও মিল হিলে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন।[১] ১৯০৪ সাল থেকে ১৯০৬ সময়কালে মাইনর কাউন্টিজে আম্পায়ারের দায়িত্বে ছিলেন। অধিকাংশ খেলাতেই নরফোকের সম্পৃক্ততা ছিল।[৮]

২৬ জুলাই, ১৯৪৮ তারিখে ৮০ বছর বয়সে ইংল্যান্ডের সাউথওয়ার্ক এলাকায় চার্লস মিলসের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. W. A. Bettesworth, "Chats on the Cricket Field: C. Mills", Cricket, 1 June 1905, pp. 161-62.
  2. "Miscellaneous matches played by Charles Mills"অর্থের বিনিময়ে সদস্যতা প্রয়োজন। CricketArchive। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "Kimberley v Natal 1889-90"অর্থের বিনিময়ে সদস্যতা প্রয়োজন। CricketArchive। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "Western Province v Natal 1893-94"অর্থের বিনিময়ে সদস্যতা প্রয়োজন। CricketArchive। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২০ 
  5. "Charles Mills"। cricketarchive.com। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১২ 
  6. "Only Test, England tour of South Africa at Cape Town, Mar 19-22 1892"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২০ 
  7. Cricket, 23 August 1894, p. 350.
  8. "Charles Mills as Umpire in Minor Counties Championship Matches"অর্থের বিনিময়ে সদস্যতা প্রয়োজন। CricketArchive। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২০ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]