আলাপ:সত্রপ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উইকিঅভিধানের ভুক্তি।--বেলায়েত ১৪:৪৪, ২৬ নভেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

প্রাচীন পারস্যের এই প্রশাসনিক পদটি 'সত্রপ' বা 'ক্ষত্রপ' নামে পরিচিত। ইংরেজি থেকে অনুবাদ করতে গিয়ে সম্ভবত ভুল করে এখানে 'সাত্রাপ' লেখা হয়েছে। এই কারণেই আমি কিছুতেই পাতাটি খুঁজে পাচ্ছিলাম না। যাইহোক, এই কারণেই আমি পাতাটি 'সত্রপ' নামে স্থানান্তর করছি, যাতে সকলেই খুঁজে পায়। পুরনো নামের লিঙ্কটি স্বাভাবিকভাবেই তাতেও থেকে যাবে। ফলে ঐ নামে কেউ খুঁজলেও পাতাটির খোঁজ পাওয়া যাবে।
দ্বিতীয়ত 'সত্রপ' প্রশাসনিক পদটির সাথে 'খলিফা'দের কোনও সম্পর্ক নেই। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে হাখমানেশি সাম্রাজ্যের আমলে এই পদটির প্রবর্তন ঘটে। আলেকজান্ডার পরবর্তী ব্যাকট্রিয় গ্রিক, পার্থিয়, কুষাণ ও সাসানিদ আমলেও পদটি বজায় ছিল। কিন্তু খলিফাদের সময়ে ইতিমধ্যেই পদটি অবলুপ্ত হয়েছিল। আধুনিক ফার্সি ভাষায় শব্দটির মানেও পরিবর্তিত হয়ে গেছে। ফলে 'সত্রপ' নামাঙ্কিত কোনও পাতা - যা প্রাচীন পারস্যের প্রশাসনের সাথে যুক্ত - তার সাথে 'খলিফা' পাতাটির সরাসরি কোনও যোগ নেই। তাই রিলেটেড পাতা হিসেবে 'খলিফা' পাতাটির উল্লেখের কোনও যুক্তিও আমি দেখতে পাচ্ছি না। --Arindam Maitra (আলাপ) ০৪:৫৭, ৩১ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]