শ্রীনগর ইউনিয়ন, রায়পুরা

স্থানাঙ্ক: ২৩°৫৮′২″ উত্তর ৯০°৫২′৩১″ পূর্ব / ২৩.৯৬৭২২° উত্তর ৯০.৮৭৫২৮° পূর্ব / 23.96722; 90.87528
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রীনগর
ইউনিয়ন
শ্রীনগর ইউনিয়ন পরিষদ।
শ্রীনগর ঢাকা বিভাগ-এ অবস্থিত
শ্রীনগর
শ্রীনগর
শ্রীনগর বাংলাদেশ-এ অবস্থিত
শ্রীনগর
শ্রীনগর
বাংলাদেশে শ্রীনগর ইউনিয়ন, রায়পুরার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৮′২″ উত্তর ৯০°৫২′৩১″ পূর্ব / ২৩.৯৬৭২২° উত্তর ৯০.৮৭৫২৮° পূর্ব / 23.96722; 90.87528 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলানরসিংদী জেলা
উপজেলারায়পুরা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ইউনিয়নশ্রীনগর ইউনিয়ন পরিষদ।
আয়তনএকর
 • মোট৫,৮৪৬ বর্গকিমি (২,২৫৭ বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড১৬৩০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

শ্রীনগর ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার রায়পুরা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

শ্রীনগর ইউনিয়ন (Sreenagar) ঢাকা বিভাগের নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা উপজেলার মেঘনা নদীর তীরে অবস্থিত রায়পুরা উপজেলার তৃতীয় বৃহত্তম ইউনিয়ন। শ্রীনগর ইউনিয়ন এর জিও কোড নং-৯১

শ্রীনগর ইউনিয়ন এর উওরে রায়পুরা উপজেলার রায়পুরা পৌরসভা এবং রায়পুরা ইউনিয়ন দক্ষিণে রায়পুরা উপজেলার চর মধুয়া ইউনিয়ন পূর্বে রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়ন পশ্চিমে রায়পুরা উপজেলার চর সুবুদ্ধি ইউনিয়ন

ইতিহাস[সম্পাদনা]

শ্রীনগর ইউনিয়ন টির বিভিন্ন গ্রামের যাতায়াত ব্যবস্থা মোটামুটি ভাল। অটো যোগে বা রিক্সাযোগে বা মোটর সাইকেল বা নৌকা দিয়ে বা পায়ে হেটে ইউনিয়ন এর প্রায় সব গ্রামে যাতায়াত করা যায়। রায়পুরা উপজেলা পরিষদ থেকে অটো যোগে বা রিক্সাযোগে-প্রান্থশালা ফেরীঘাট থেকে নৌকা যোগে সরাসরি শ্রীনগর ইউনিয়ন পরিষদ এ যাওয়া যায়। শ্রীনগর ইউনিয়নের প্রায় ১৯টি গ্রাম হইতে ইউনিয়ন পরিষদে আসতে হয নৌকা বা কাঁচা রাস্থা দিয়ে। তবে ইউনিয়ন এ প্রায় ৩ কি।মি পাকা রাস্তা আছে।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

"শ্রীনগর ইউনিয়ন" রায়পুরা উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রায়পুরা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২০৩নং নির্বাচনী এলাকা নরসিংদী-৫ এর অংশ।

আয়তন[সম্পাদনা]

শ্রীনগর ইউনিয়ন এর আয়তনঃ ৫৮৪৬ একর

জনসংখ্যা[সম্পাদনা]

গ্রাম ভিত্তিক জনসংখ্যাঃ গ্রামের নাম জনসংখ্যা ১। শ্রীনগর ৩৩৬৫ ২। সায়দাবাদ ৩৪২৯ ৩।গজারিয়াকান্দি ২৫৬৪ ৪। ভেলুয়ারচর পশ্চিম পাড়া ৩১৪৬ ৫। ভেলুয়ারচর পূর্ পাড়া ৩০২০ ৬। ব্রজনাথপুর ১৪২০ ৭। কানাইনগর ৫৪০ ৮। ফকিরেরচর ২২১২ ৯। প্রান্থশালা ৩২০ ১০। মরশিদাবাদ ১২৩০ ১১। রংপুর ২০৪০ ১২। আব্দুল্লারচর ২২৭০ ১৩। ইসলামপুর ৫২০ ১৪। কালিপুর ২২৮০ ১৫। সোনাকান্দা ৮৩০ ১৬। নোয়াবপুর ৩১৬ ১৭। গোপিনাথপুর ১৬৪৯ ১৮।পলাশতলী ১২১০ ১৯। বাঘাইকান্দি ১৪০০ মোট পরিবার ৫৩৫৪ টি।

তথ্য সূত্র- আদমশুমারী ২০১১ প্রতিবেদন।

শিক্ষার হার[সম্পাদনা]

শিক্ষার হার : ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী শ্রীনগর ইউনিয়ন এর সাক্ষরতার হার ২৮.৩%।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

শ্রীনগর ইউনিয়ন এর দর্শনীয় স্থান হছে পান্থশালা। রায়পুরা উপজেলা পরিষদ থেকে রিকশা বা অটো বা সিএনজি যোগে পান্থশালা যাওয়া যায়। মেঘনা নদী পাড়ে পান্থশালা হচ্ছে রায়পুরা উপজেলার অন্যতম পর্যটক স্পট। পর্যটকরা নৌকা বা স্পিডবোট দিয়ে মেঘনা নদীর পাড়ের বাঘাইকান্দি, শ্রীনগর, রংপুর গ্রামে বেড়াতে আসে/ভ্রমণ করে। পান্থশালায় ফেরিঘাটও আছে। সবসময় পান্থশালা পর্যটকদের ভীর থাকে। অনেক দূর-দূরান্ত থেকে পর্যটকরা পান্থশালা-ফেরিঘাট এ বেড়াতে আসে।

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

শ্রীনগর ইউনিয়ন এর কৃতি সন্তান মেজর এ.এন.এম.নুরুজ্জামান ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার।

জনপ্রতিনিধি[সম্পাদনা]

বর্তমান চেয়ারম্যান-

রিয়াজ মুর্শেদ খান(রাসেল)
চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১ আলহাজ্ব মোমরাজ খান ১৯৫৯-১৯৬৪ খ্রিঃ
০২ আমানত খান ১৯৮৪-১৯৮৯ খ্রিঃ
০৩ আব্দুল বাছেদ চৌধুরী ১৯৮৯ – ১৯৯৩ খ্রিঃ
০৪ মোঃ শাহ আলম চৌধুরী ১৯৯৩-১৯৯৮ খ্রিঃ
০৫ রেজাউল করিম খান (বাচ্চু) ০৭-০২-১৯৯৮-২৩-০১-২০০৩ খ্রিঃ
০৬ আজিজুল হক(শাহ আলম) ১০-০৪-২০০৩-১২-০৮-২০১১ খ্রিঃ
০৭ রিয়াজ মুর্শেদ খান(রাসেল) ২০১১-২০১৬ খ্রিঃ
০৮ আসাদুজ্জামান চৌধুরী(আযান) ১৮-০৮-২০১৬-১১-১২-২০২১খ্রিঃ
০৯ রিয়াজ মুর্শেদ খান(রাসেল) ১১-১২-২০২১ হইতে বর্তমান

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

একেএম আনিসুজ্জামান ভুইয়া, বাগাইকান্দি, শ্রীনগর, রায়পুরা, নরসিংদী

  1. "শ্রীনগর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০ 
  2. "রায়পুরা উপজেলা"বাংলাপিডিয়া। ৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০