কামরুল আহসান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কামরুল আহসান রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত।[১] তিনি মস্কো থেকে একই সাথে বেলারুশ ও কাজাকিস্তানেও বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে কানাডা ও সিঙ্গাপুরে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী পেশাদার এই কূটনীতিক বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন।

শিক্ষা জীবন[সম্পাদনা]

তিনি কুমিল্লার আওয়ার লেডি অফ ফাতিমা হাই স্কুলে প্রাথমিক ও কুমিল্লা জিলা স্কুলে মাধ্যমিক শিক্ষা লাভ করেন। তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্ত্তি হন। ১৯৮৪ সালে তিনি পুরকৌশলে স্নাতক ডিগ্রী লাভ করেন।[২] পরবর্তীকালে তিনি বেইজিং ল্যাংগুয়েজ ও কালচারাল ইউনিভার্সিটি এবং যুক্তরাষ্ট্রের হাওয়াইতে অবস্থিত এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ থেকে উচ্চতর শিক্ষা লাভ করেন।[৩]

কর্মজীবন[সম্পাদনা]

তিনি প্রথমে একটি উপদেষ্টা প্রতিষ্ঠানে ও পরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সহকারী প্রকৌশলী হিসাবে কর্ম জীবন শুরু করেন।

তিনি ১৯৮৮ সালে বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারে যোগদান করেন। তিনি ২০০৭ সাল থেকে ২০১২ সাল এবং ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত পর্যায়ক্রমে সিংগাপুর ও কানাডায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।[৪][৫][৬] কানাডা থেকে তিনি একই সময়ে আর্জেন্টিনা, কিউবা, ভেনিজুয়েলা ও জামাইকাতেও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। তিনি ২০১৬ সালে সচিব পদে পদোন্নতি লাভ করেন।[৭]

কামরুল আহসান তার কর্মজীবনে বেজিং (গণচীন), ওয়াশিংটন ডিসি (যুক্তরাষ্ট্র) ও লন্ডনে (যুক্তরাজ্য) অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৩ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বাংলাদেশের কনস্যাল জেনারেল ছিলেন।[৮][৯]

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ১৯৯৯-২০০১ সময় কালে তিনি পরিচালক (দক্ষিণ এশিয়া ও সার্ক), পরিচালক (সংস্থাপন) ও পরিচালক (পররাষ্ট্র সচিবের দপ্তর) হিসাবে দায়িত্ব পালন করেন। নভেম্বর ২০১৬ সালে সচিব পদে পদোন্নতি লাভের পূর্বে তিনি অতিরিক্ত পররাষ্ট্র সচিবের পদে কর্মরত ছিলেন।

সম্মননা[সম্পাদনা]

কামরুল আহসান সিংগাপুরে কূটনৈতিক ও কনস্যুলার কোরের ডীন এবং কানাডায় এশিয়া প্যাসিফিক কূটনৈতিক কোরের ডীন হিসাবে দায়িত্ব পালন করেন।[১০]

তিনি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর লাইফ ফেলো এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ—এর বোর্ড অব গভর্নরসের একজন সদস্য। [১১] সিংগাপুরের ইনিস্টিটিউট পাবলিক পলিসি থেকে প্রকাশিত ‘The Little Red Dot: Reflections Of Foreign Ambassadors On Singapore - Volume III’ বইতে সিংগাপুরে বিভিন্ন সময়ে নিযুক্ত ৪১টি দেশের ৫৮ জন রাষ্ট্রদূতের সাথে তারও একটি স্মৃতিচারনমূলক লেখা সংযোজিত হয়েছে ।[১২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "রাশিয়ায় নতুন রাষ্ট্রদূত কামরুল আহসান"প্রথম আলো। ১৪ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "Kamrul Ahsan made envoy to Canada"bdnews24.com। ২৫ জুলাই ২০১২। 
  3. "Currents - Alumni Promotions" (পিডিএফ)Asia-Pacific Center for Security Studies। Spring ২০১৩। 
  4. Karim, Rezaul (৩০ জুন ২০১২)। "Major changes in foreign office"The Daily Star। Dhaka। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৪Kamrul Ahsan, high commissioner in Singapore, has been transferred to Canada. 
  5. "International Enterprise Singapore: Activity Calendar (Singapore Business Events)"। Iesingapore.eventshub.sg। ৪ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৪ 
  6. "Asian Migration News: UAE"। Scalabrini Migration Center। ১৮ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৪ 
  7. Correspondent, bdnews24.com (১৪ নভেম্বর ২০১৯)। "Kamrul Ahsan new Bangladesh Ambassador to Russia"bdnews24 
  8. "Bangladesh to take part in International Autumn Fair 2004"। AME Info। ১ ডিসেম্বর ২০০৪। ৩০ জুন ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৪ 
  9. "UAQ Ruler receives Bangladeshi consul"Emirates News Agency। ১৯ এপ্রিল ২০০৪। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. "H.E. Kamrul Ahsan, Bangladesh High Commissioner to Singapore"। High Commission of Bangladesh, Singapore। ৬ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৪ 
  11. "Board of Governors"Bangladesh Institute of International and Strategic Studies। ৩ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২০ 
  12. "The Little Red Dot : Reflections of Foreign Ambassadors on Singapore Volume III"World Scientific