হাবুল চক্রবর্তী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাবুল চক্রবর্তী
আসাম বিধানসভা
কাজের মেয়াদ
২০১১ – ২০১৬
পূর্বসূরীভীমানন্দ তাঁতি
উত্তরসূরীঅশোক সিংহল
সংসদীয় এলাকাঢেকীয়াজুলি
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৬০-০২-০১)১ ফেব্রুয়ারি ১৯৬০
ঢেকীয়াজুলি, শোণিতপুর, আসাম, ভারত
মৃত্যু১৬ ফেব্রুয়ারি ২০২০(2020-02-16) (বয়স ৬০)
তেজপুর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতাল, শোণিতপুর, আসাম, ভারত
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস

হাবুল চক্রবর্তী (১ ফেব্রুয়ারি ১৯৬০ – ১৬ ফেব্রুয়ারি ২০২০) ভারতের আসামের একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ ছিলেন যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি আসাম বিধানসভার একজন বিধায়ক ছিলেন।

জীবনী[সম্পাদনা]

হাবুল চক্রবর্তী ১৯৬০ সালের ১ ফেব্রুয়ারি শোণিতপুরের ঢেকীয়াজুলিতে জন্মগ্রহণ করেন।[১] তার বাবার নাম দিলীপ কুমার চক্রবর্তী ও মায়ের নাম ছায়া রানী চক্রবর্তী। তিনি ২০১১ সালে ঢেকীয়াজুলি থেকে আসাম বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[২]

হাবুল চক্রবর্তী ১৯৯৩ সালের ২ মে রূপালী চক্রবর্তীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[১] তাদের এক ছেলে ও এক মেয়ে ছিল।

হাবুল চক্রবর্তী ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি তেজপুর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে প্রয়াত হন।[৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "SHRI HABUL CHAKRABORTY"Assam Legislative Assembly। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "Members 2011-2016"Assam Legislative Assembly। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Assam Congress leader passes away"NE Now। ১৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "প্রয়াত প্রাক্তন বিধায়ক বরিষ্ঠ কংগ্রেস নেতা হাবুল চক্রবর্তী"যুগশঙ্খ। ১৬ ফেব্রুয়ারি ২০২০। ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০