সৈয়দ জামাত আলী শাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাজী হাফিজ পীর সৈয়দ জামাত আলী শাহ
ব্যক্তিগত তথ্য
জন্ম
আলীপুর শরীফ শিয়ালকোট, ব্রিটিশ ভারত (বর্তমান পাকিস্তান)
ধর্মইসলাম, বিশেষভাবে নকশবন্দিয়া সুফি তরিকার
ঊর্ধ্বতন পদ
ভিত্তিকআলীপুর সৈয়দান শরীফ

সৈয়দ জামাত আলী শাহ সাহিব মুহাদ্দিস আলীপুরী ( ১৮৩৪–১৯৫১) পাকিস্তানের শিয়ালকোটের আলীপুর শরীফে জন্মগ্রহণ করে, নকশবন্দিয়া সুফি দরবেশ এবং দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী বেরলভী মুসলিমের গণনেতা ছিলেন। তিনি সুন্নি বেরলভী সংগঠন নিখিল ভারত সুন্নি কনফারেন্সের সভাপতি ও শহিদ গঞ্জে মসজিদের প্রধান নেতা ছিলেন। সুন্নি সুফি অনুসারীদের মধ্যে তাঁর অবস্থানের মাধ্যমে তিনি সরাসরি পাকিস্তান আন্দোলনে সমর্থন দিয়েছিলেন এবং এইজন্য তিনি পাকিস্তান আন্দোলনের প্রধান ধর্মীয় নেতাদের মধ্যে অন্যতম।[১][২]

বই[সম্পাদনা]

তাঁর দ্বারা[সম্পাদনা]

  • মালফুজাত-ই-আমিরুল মিল্লাত: আ'লা হযরত পীর সাইয়্যিদ জামাত আলি শাহ মুহাদ্দিস আলিপুরী, উপদেশ।
  • আমির-ই-মিল্লাত আউর অল ইন্ডিয়া সুন্নি কনফারন্স, পাকিস্তান আন্দোলনের সমর্থনে, ১৯২৫-১৯৪৬ সালে ভারতে অনুষ্ঠিত বিভিন্ন সুন্নি কনফারেন্সে দেওয়া বক্তব্যগুলি।
  • জরুরত-ই মুর্শিদ : ইরশাদাত, ইসলামি দৃষ্টিতে একজন 'মুর্শিদের' দরকার, একটি অ্যাধাত্মিক তরিকার অ্যাধাত্মিক নেতা।

তাঁর সম্পর্কে[সম্পাদনা]

  • মুহাম্মদ সাদিক কাসুরি দ্বারা ফয়যান-ই আমির মিল্লাত, পীর সৈয়দ জামাত আলী শাহের বিশিষ্ট কিছু শিষ্যের জীবনীসংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ।
  • মুহাম্মদ সাদিক কাসুরি দ্বারা মাকতাব-ই আমির-ই মিল্লাত, কিছু শিষ্যের চিঠিপত্র।
  • মুহাম্মদ সাদিক কাসুরি দ্বারা ইকবাল আউর আমির মিল্লাত, কবি-দার্শনিক মুহাম্মদ ইকবালের সাথে সম্পর্ক।
  • সৈয়দ ইরতিজা আলী কিরমানি এবং খালিদ ইউসুফ আবিদী দ্বারা সিরাত-ই পাক হযরত পীর সৈয়দ জামাত আলি শাহ লাসানি, একটি জীবনী অধ্যয়ন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. THE RELIGIOUS AND REFORMATIVE SERVICES OF RENOWNED SUFIS OF SILSILA-E-NAQSHBANDIA MUJADIDIA (1841-2000) Hussain, Mehrban (2008) PhD thesis, University of Karachi, Karachi
  2. "Biographical Encyclopedia of Pakistan"google.co.in 

আরও দেখুন[সম্পাদনা]