বাহিরগোলা রেলওয়ে স্টেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাহিরগোলা রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থানসিরাজগঞ্জ জেলা রাজশাহী বিভাগ
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতবাংলাদেশ রেলওয়ে
লাইনঈশ্বরদী-সিরাজগঞ্জ লাইন
প্ল্যাটফর্মনাই
ট্রেন পরিচালকপশ্চিমাঞ্চল রেলওয়ে
নির্মাণ
গঠনের ধরনপরিত্যাক্ত
পার্কিংনাই
সাইকেলের সুবিধাআছে
প্রতিবন্ধী প্রবেশাধিকারনাই
ইতিহাস
চালু১৯১৬
বন্ধ হয়?
পরিষেবা
বন্ধ

বাহিরগোলা রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার একটি অব্যবহৃত রেলওয়ে স্টেশন। ১৯৯৮ সালে বঙ্গবন্ধু সেতু চালু করা হলে এই স্টেশন সহ সিরাজগঞ্জ ঘাট রেলওয়ে স্টেশন বন্ধ হয়ে যায়।[১]

ইতিহাস[সম্পাদনা]

ঈশ্বরদী-সিরাজগঞ্জ লাইনটি ১৯১৫-১৬ সালের মধ্যে সারা-সিরাজগঞ্জ রেলওয়ে কোম্পানি দ্বারা নির্মিত হয়।[২][৩] এসময় বাণিজ্যিক গুরুত্ব বিবেচনা করে একমাত্র সিরাজগঞ্জ শহরেই রায়পুর, বাজার স্টেশন , বাহিরগোলা এবং যমুনার ঘাট নামে চারটি রেল স্টেশন ছিল। কালের বিবর্তনে বাহিরগোলা ও সিরাজগঞ্জ ঘাট বন্ধ হয়ে যায়। সেই সাথে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর সিরাজগঞ্জ শহর অনেকাংশেই রেল সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।[৪]

পরিষেবা[সম্পাদনা]

বাহিরগোলা রেলওয়ে স্টেশনে ১৯৯৮ সালের পর থেকে কোনো ট্রেন পরিষেবা নেই।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সিরাজগঞ্জে রেলওয়ে স্টেশনের সমস্যা দূরীকরণে নতুন উদ্যোগ"Protidiner Sangbad। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৩ 
  2. "Brief History"। বাংলাদেশ রেলওয়ে। ২০১১-১২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১১ 
  3. "Railways in colonial Bengal"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৯ 
  4. "সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ সহ আন্তঃনগর ট্রেন বৃদ্ধির দাবিতে গণমিছিল"The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৩