কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি
ধরনতালিকাভুক্ত
শিল্পব্যাংকিং
প্রতিষ্ঠাকাল১১ সেপ্টেম্বর ২০১৯; ৪ বছর আগে (2019-09-11) ঢাকা, বাংলাদেশ
সদরদপ্তরপুলিশ প্লাজা কনকর্ড, গুলশান ১,
ঢাকা
,
বাংলাদেশ
প্রধান ব্যক্তি
মোহাম্মদ জাবেদ পাটোয়ারি (চেয়ারম্যান)
মশিহুল হক চৌধুরী (এমডিসিইও)
পণ্যসমূহব্যাংকিং সেবা
ওয়েবসাইটcommunitybankbd.com

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশের একটি তালিকাভুক্ত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।[১] ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশের ৫৯তম বাণিজ্যিক ব্যাংক হিসেবে কমিউনিটি ব্যাংক এর যাত্রা শুরু হয়। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট এই ব্যাংকটি পরিচালনা করে।[২] তাদের পরিচালনা পর্ষদে র‌্যাব সদস্যরাও আছে।[৩] বর্তমানে ব্যাংকটি ৬৭ টি শাখার মাধ্যমে ব্যাংকিং সেবা দিচ্ছে। [৪] ব্যাংকটির প্রধান কার্যালয় পুলিশ প্লাজা কনকর্ড, গুলশান ১, ঢাকায় অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

বাংলাদেশ পুলিশ বাণিজ্যিকভাবে এই ব্যাংক প্রতিষ্ঠা করতে ২০১৭ সাল থেকে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মূলধনের ৪০০ কোটি টাকা সংগ্রহ শুরু করে। পুলিশ সদস্যদের কাছ থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মূলধন সংগ্রহ শেষ হয়। ৪০০ কোটি টাকা অনুমোদিত এবং ১০০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে গঠিত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০১৮ সালের ২৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পায়।[৫] ১ নভেম্বর ব্যাংকটিকে তফসিলি ব্যাংকের অন্তর্ভুক্ত করে এর শেয়ার ধারণের ক্ষেত্রে ব্যাংক কম্পানি আইনের ১৯৯১ (সংশোধিত ২০১৩) আরোপিত সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট ধারায় বলা হয়েছে, ১৪ক (১) ‘কোনো ব্যক্তি, কম্পানি বা একই পরিবারের সদস্যদের মধ্যে ব্যাংকের শেয়ার কেন্দ্রীভূত করা যাইবে না এবং কোনো ব্যক্তি, কম্পানি বা কোনো পরিবারের সদস্যরা একক, যৌথ বা উভয়ভাবে কোনো ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার ক্রয় করিবেন না।’ ৪ নভেম্বর ব্যাংকটি তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয়।[৬]

পরিচালনা[সম্পাদনা]

পদাধিকার বলে কমিউনিটি ব্যাংকের প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান বা র‍্যাবের বর্তমান মহাপরিচালক বেনজীর আহমেদ সহ ৯ জন এবং এছাড়াও স্বাধীন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় শিক্ষা অনুষদের বর্তমান ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম[৭] সহ ৩ জন। অন্যদিকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মশিহুল হক চৌধুরী, যিনি এর আগে মিডল্যান্ড ব্যাংকের ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন।।[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "BB approves Community Bank"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "Central bank approves Community Bank Bangladesh Ltd" (ইংরেজি ভাষায়)। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৯ অক্টোবর ২০১৮। ১১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "Community Bank Bangladesh"communitybankbd.com। ২০২১-১২-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১৬ 
  4. "Community Bank Bangladesh"www.communitybankbd.com। ২০২০-০২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১২ 
  5. হরমচি, আবদুর রহিম। "Bangladesh Bank gives police nod for Community Bank, rejects three other banks"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০ 
  6. "Community Bank Bangladesh of police becomes 59th scheduled bank"নিউ এজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০ 
  7. "ঢাবি ব্যবসায় অনুষদে রেকর্ড: চতুর্থবারের মতো ডিন শিবলী রুবাইয়াত"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১২ 
  8. "'Our aim is to provide credit small and medium sized enterprises and encourage entrepreneurship'"ঢাকা ট্রিবিউন। ৬ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]