মহানন্দা এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহানন্দা এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনমেইল ট্রেন
প্রথম পরিষেবা১ জানুয়ারি ২০০২
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরু
শেষচাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন
যাত্রার গড় সময়১০ ঘন্টা ১৫ মিনিট
রেল নং১৫/১৬
যাত্রাপথের সেবা
শ্রেণীশোভন
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানাই
অটোরেক ব্যবস্থানাই
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধানাই
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
গাড়িসম্ভারমেইল ট্রেন কোচ
ট্র্যাক গেজব্রডগেজ ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)

মহানন্দা এক্সপ্রেস (ট্রেন নাম্বার-১৫/১৬) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি ব্রডগেজে চলাচলকারী মেইল ট্রেন। মহানন্দা এক্সপ্রেস খুলনা থেকে রহনপুর (চাঁপাইনবাবগঞ্জ) যাত্রাপথে যশোর জেলা, ঝিনাইদহ জেলা, চুয়াডাঙ্গা জেলা, কুষ্টিয়া জেলা, পাবনা জেলা, নাটোর জেলারাজশাহী জেলাকে সংযুক্ত করেছে। এই ট্রেনটি বর্তমানে নকশীকাঁথা কমিউটার এর সাথে রেক শেয়ার করে চলাচল করে।[১]

যাত্রাপথ[সম্পাদনা]

মহানন্দা এক্সপ্রেস খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুর থেকে খুলনা রেলপথে চলাচল করে[২] এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়। মহানন্দা এক্সপ্রেসে  কম্পার্টমেন্ট আছে মোট ৬টি যার মাঝে সবগুলি কম্পার্টমেন্টই নরমাল এবং আসনের ধরন হচ্ছে শোভন । এবং কোনো আসন নম্বর নাই।

স্টেশন তালিকা[সম্পাদনা]

মহানন্দা এক্সপ্রেস যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে কিছু স্টেশনের নাম উল্লেখ করা হলো

সময়সূচি[সম্পাদনা]

  • মহানন্দা এক্সপ্রেস খুলনা থেকে ছাড়ে সকাল ১১ টায়, চাঁপাইনবাবগঞ্জ পৌঁছায় রাত ৯:৪০ মিনিটে। মহানন্দা এক্সপ্রেস ট্রেনের কোনো বন্ধের দিন নাই। (চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনটি লোকাল ট্রেন হয়ে রহনপুর পৌঁছায়)
  • মহানন্দা এক্সপ্রেস রহনপুর থেকে ছাড়ে ভোর ৬.০০ মিনিটে, খুলনা পৌছায় বিকাল ৪:৪০ মিনিটে।

দুর্ঘটনা[সম্পাদনা]

  • ১৬ই অক্টোবর, ২০২০: যশোরের নয়াপাড়ায় একটি অরক্ষিত লেভেল ক্রসিং-এ লোকোমোটিভ ৬১১৭ যুক্ত মহানন্দা এক্সপ্রেসের সাথে একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে আনুমানিক ৪ জন নিহত হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মহানন্দা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত : ট্রেন চলাচল বন্ধ"www.jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৯ 
  2. "অবশেষে মহানন্দা এক্সপ্রেস ট্রেন চালু"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৯