জাফর ওয়াজেদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলী ওয়াজেদ জাফর
জাতীয়তাবাংলাদেশি
পরিচিতির কারণসাংবাদিক, সম্পাদক
পুরস্কারএকুশে পদক (২০২০)

আলী ওয়াজেদ জাফর (যিনি জাফর ওয়াজেদ নামে বেশি পরিচিত) একজন বাংলাদেশি সাংবাদিক। তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) দায়িত্বাধীন মহাপরিচালক।[১] সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।[২]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

জাফর কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে তার নানা বাড়িতে জন্মগ্রহণ করেন।[৩] তার পৈতৃক নিবাস একই জেলার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামে। মো. ইছমত আলী ও মোসাম্মৎ রোকেয়া বেগম দম্পতির সাত সন্তানের মধ্যে জাফর ষষ্ঠ। তিনি বাংলা সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ১৯৮৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।[৪] শিক্ষার্থী থাকাবস্থায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন।[৪]

সাংবাদিকতা[সম্পাদনা]

জাফর শিক্ষাজীবন শেষ করে সাংবাদিকতায় প্রবেশ করেন।[৩] কর্মজীবনে তিনি বাংলাবাজার পত্রিকা ও দৈনিক মুক্তকণ্ঠের প্রধান প্রতিবেদক, দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক এবং দৈনিক জনকণ্ঠ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সহসভাপতি ও ঢাকা সাংবাদিক ইউনিয়েনের সহসভাপতি ছিলেন। [৪] তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন।[১] ২০১৯ সালের ২১ এপ্রিল বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক হিসেবে নিয়োগ প্রাদান করে।[১]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

জাফর ব্যক্তিগত জীবনে দিলশান আরা লাকির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৪] লাকি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারোর পরিসংখ্যান তদন্ত কর্মকর্তা।[৪] এই দম্পতির দুই কন্যা সন্তান রয়েছে।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "জাফর ওয়াজেদ"প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০n 
  2. "একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি চিকিৎসা বিজ্ঞানী ডা. সায়েবা"যুগান্তর। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "একুশে পদক পেলেন সাংবাদিক জাফর ওয়াজেদ"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "সাংবাদিকতায় একুশে পদক পাচ্ছেন চান্দিনার জাফর ওয়াজেদ"যুগান্তর। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২০