চ (ইন্ডিক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Ca
বাংলা দেবনাগরী গুরুমুখী গুজরাটি ওড়িয়া
Ca Ca Ca
তামিল তেলুগু কন্নড় মালয়ালম সিংহলী
থাই লাও তিব্বতি বর্মী খমের
 
বায়বায়িন হানুনো বুহিদ তাগবানওয়া লোনতারা
- - - -
বালী সুন্দা লিম্বু তাই লে নয়া তাই লু
Limbu 'Ca'
লেপছা সৌরাষ্ট্র রেজং জাভাই চাম
থাই থম থাই ভিয়েত কায়াঽ লি ফাগ্‌স-পা সিদ্ধং
-   Siddhaṃ 'Ca'
মহাজনি খোজকি খোদাবাদি সিলেটি মেইতেই
𑅙 𑈎 𑋀
Modi তিরহুতা কৈথি সোরা গ্রন্থ
𑘓 𑒔 𑂒 𑃓 𑌚
চাকমা শারদা তাকরি খরোষ্ঠী ব্রাহ্মী
𑄌 𑆖 𑚏 𐨕 Brahmi 'Ca'
ধ্বনিগ্রামিক প্রতিনিধি: /t͡ʃ/
আসলিব প্রতিবর্ণীকরণ: ca
ইসকি কোড পয়েন্ট: B8 (184)

হলো ভারতীয় আবুগিদার ষষ্ঠ ব্যঞ্জন বর্ণ। আধুনিক ভারতীয় লিপিতে, চ ব্রাহ্মী বর্ণ ng থেকে উদ্ভূত হয়েছে যা সম্ভবত উত্তর সেমিটিক বর্ণ সেড (আরামাইক "ts") থেকে উদ্ভূত হয়েছিল এবং এর বিপরীতে আরও বেশ কয়েকটি ডেরিভেটিভে দেখা যায়,[১] যা গুপ্ত বর্ণ -এর মধ্য দিয়ে পরিবর্তিত হয়েছে।

গণিতে च (চ)[সম্পাদনা]

আর্যভট্টের ব্যবহার[সম্পাদনা]

ভারতীয় সংখ্যা প্রণালী সৃষ্টির পেছনে আর্যভট্টের দেবনাগরী অক্ষর সমূহকে প্রায় গ্রীকদের দ্বারা সংখ্যা লেখার মতো ব্যবহার করা হত। च’র বিভিন্ন রূপের মানসমূহ নিচে দেয়া হল:[২]

  • [t͡ʃə] = ৬ (६)
  • चि [t͡ʃɪ] = ৬০০ (६००)
  • चु [t͡ʃʊ] = ৬০,০০০ (६० ०००)
  • चृ [t͡ʃri] = ৬,০০০,০০০ (६० ०० ०००)
  • चॢ [t͡ʃlə] = ৬×১০ (६०)
  • चे [t͡ʃe] = ৬×১০১০ (६०१०)
  • चै [t͡ʃɛː] = ৬×১০১২ (६०१२)
  • चो [t͡ʃoː] = ৬×১০১৪ (६०१४)
  • चौ [t͡ʃɔː] = ৬×১০১৬ (६०१६)

অসমীয়া-বাংলা চ[সম্পাদনা]

হল অসমীয়া ও বাংলা ভাষার ষষ্ঠ ব্যঞ্জনবর্ণ এবং বাংলা বর্ণমালার ১৭তম বর্ণ।

ব্যবহার[সম্পাদনা]

স্বরবর্ণ 'চ'র সাথে যুক্ত হলে
চা
চি
চী
চু
চূ
চৃ
চে
চৈ
চো
চৌ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Bühler, Georg (১৮৯৮)। On the Origin of the Indian Brahma Alphabet। পৃষ্ঠা 68। 
  2. Ifrah, Georges (২০০০)। The Universal History of Numbers. From Prehistory to the Invention of the Computer (ইংরেজি ভাষায়)। নিউ ইয়র্ক: John Wiley & Sons। পৃষ্ঠা 447–450। আইএসবিএন 0-471-39340-1