ভঠেলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভঠেলিতে তৈরি করা পাউরা
পৃষ্ঠপোষক(গণ)হিন্দু ধর্মাবলম্বী লোক

ভঠেলি (ইংরেজি: Bhatheli) হল হিন্দু ধর্মে প্রচলিত বাঁশ গাছক দেবতা জ্ঞান করে করা এক ধরনর পূজা। প্রধানত নিম্ন আসামে এই পূজার প্রচলন দেখা যায়।

লোকবিশ্বাস[সম্পাদনা]

প্রাচীন কাল থেকেই ভারত-এর বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন গাছ পূজার প্রচলন আছে। বিশ্বাস অনুসারে স্থান ভেদে মানুষ বিভিন্ন গাছকে পূজা করে। ভারত-এর হিন্দু ধর্মাবলম্বী লোকরা বছরটির বিভিন্ন সময়ে বিভিন্ন গাছ-গাছালিকে দেব-দেবীর প্রতীক হিসাবে মেনে পূজা করে[১]বহাগ বিহুকে কেন্দ্র করে আসামে বাঁশ গাছকে করা পূজাই ভঠেলি উৎসব বলে পরিচিত। বিশেষত নিম্ন আসাম-এর কামরূপ নলবাড়ি এবং বাক্সা জেলায় বৈশাখ মাসে এই উৎসব ধুমধাম করে পালন করা হয়[২]

কয়েকটি উল্লেখযোগ্য ভঠেলি উৎসব[সম্পাদনা]

  1. কামরূপ জেলার রামদেয়ার কুরিদিনীয়া ভঠেলি উৎসব।
  2. নলবাড়ি জেলার বেলশরের কুরিদিনীয়া ভঠেলি উৎসব।
  3. বরনর্দীর ষোল দিনের ভঠেলি উৎসব।
  4. বাটসরের চোদ্দ দিনের ভঠেলি উৎসব[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ভঠেলি বা বাঁশ পূজা : নগেন তালুকদার, বৈভব, আজির দৈনিক বাতরি, ১৫ মে' ২০১২
  2. আসাম ট্রিবিউন, ২৪ এপ্রিল, ২০০৯[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]