রথীন দত্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রথীন দত্ত
জন্ম১৯৩১
মৃত্যু২৭ জানুয়ারি ২০২০ (বয়স ৮৮)
পেশাচিকিৎসক
পুরস্কারপদ্মশ্রী (১৯৯২)
মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (২০১২)

রথীন দত্ত (১৯৩১ – ২৭ জানুয়ারি ২০২০) ভারতের ত্রিপুরার একজন চিকিৎসক ছিলেন। তাকে ১৯৯২ সালে পদ্মশ্রী ও ২০১২ সালে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়েছিল।

জীবনী[সম্পাদনা]

রথীন দত্ত ১৯৩১ সালে আসামের মঙ্গলদৈয়ে জন্মগ্রহণ করেছিলেন।[১][২] তিনি শিলংয়ের বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন।[৩] পরবর্তীতে, তিনি ডিব্রুগড়ের আসাম মেডিকেল কলেজ থেকে স্নাতক হন।[১] তিনি বিধান চন্দ্র রায়ের অধীনে ইন্টার্নি করেছিলেন।[৩] পরবর্তীতে তিনি এফআরসিএসের জন্য লন্ডন গমন করেন।[১]

দেশে ফিরে আসার পর ষাটের দশকের শেষভাগে তিনি ত্রিপুরায় কর্মজীবন শুরু করেন।[৩] বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও ভারতীয় সৈন্যদের চিকিৎসা পরিষেবা প্রদান করেছেন। তিনি ১৯৭১ সালে বহু মানুষের জীবন বাঁচিয়েছিলেন।[৪] তিনি ১৯৯২ সালে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিবের দায়িত্ব থেকে অবসর নেন।[১]

চিকিৎসাক্ষেত্রে অবদানের জন্য ১৯৯২ সালে রথীন দত্তকে পদ্মশ্রী প্রদান করা হয়েছিল।[৫] তিনি ত্রিপুরার দ্বিতীয় ব্যক্তি হিসেবে পদ্মশ্রী লাভ করেছিলেন।[৬] ২০১২ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য তাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়েছিল।[৭]

রথীন দত্ত ২০২০ সালের ২৭ জানুয়ারি কলকাতায় নিজ বাসভবনে প্রয়াত হন।[২][৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Rathin Datta, who saved lives in Bangladesh Liberation War, dies"India TV। ২৭ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০ 
  2. "Tripura doctor honoured in India, Bangladesh for his role in 1971 war, dies"Hindustan Times। ২৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০ 
  3. "Padma Shri Dr Rathin Datta, known for his service during 1971 Indo-Pak War, passes away"The Indian Express। ২৭ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০ 
  4. "Doctor Rathin Datta who saved many lives in Bangladesh liberation war, dead"The Sentinel। ২৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০ 
  5. "Padma Awards Directory (1954–2014)" (পিডিএফ)। Ministry of Home Affairs (India)। ২১ মে ২০১৪। ১৫ নভেম্বর ২০১৬ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৬ 
  6. "Tripura's legendary surgeon Dr Rathin Datta passes away"NE Now। ২৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০ 
  7. "যা লেখা আছে সম্মাননাপত্রে"কালের কণ্ঠ। ২৮ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০ 
  8. "'মুক্তিযুদ্ধের বন্ধু' প্রয়াত"আনন্দবাজার পত্রিকা। ২৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০