খোলাহাটী ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়

স্থানাঙ্ক: ২৫°৩৯′১৭.৪″ উত্তর ৮৮°৫৮′৪০″ পূর্ব / ২৫.৬৫৪৮৩৩° উত্তর ৮৮.৯৭৭৭৮° পূর্ব / 25.654833; 88.97778
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, বি,ইউ,এস,এম,এস
ঠিকানা
মানচিত্র

৫২৫০

বাংলাদেশ
স্থানাঙ্ক২৫°৩৯′১৭.৪″ উত্তর ৮৮°৫৮′৪০″ পূর্ব / ২৫.৬৫৪৮৩৩° উত্তর ৮৮.৯৭৭৭৮° পূর্ব / 25.654833; 88.97778
তথ্য
ধরনউচ্চ বিদ্যালয়
নীতিবাক্যজ্ঞানই আলো
প্রতিষ্ঠাকাল১৯৯৪ (1994)
বিদ্যালয় জেলামাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর
বিদ্যালয় নম্বর১২০৯৫৩
প্রধান শিক্ষকমোঃ মীর মাসুদ চৌধুরী
শিক্ষকমণ্ডলীপ্রায় ২২ জন
শ্রেণীশিশু-এস এস সি
লিঙ্গবালক ও বালিকা
বয়সসীমা৫-১৬
শিক্ষার্থী সংখ্যাপ্রায় ৫০০ জন
ভাষাবাংলা
ক্যাম্পাসের ধরনসেনানিবাস
রংসাদা     , নেভী     , আসমানী     
ক্রীড়াফুটবল,ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন
ডাকনামখোলাহাটি ক্যান্ট বোর্ড স্কুল, বিইউএসএমএস, খোলাহাটি, পার্বতীপুর, দিনাজপুর
সংবাদপত্রপ্রতীক্ষা
ওয়েবসাইটhttp://cbhsbusms.edu.bd/

ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, বি,ইউ,এস,এম,এস একটি সেনাবাহিনী নিয়ন্ত্রিত স্কুল যার অবস্থান বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস, পার্বতীপুর, দিনাজপুর। এখানে শিশু থেকে এস এস সি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান ও মেধাবিকাশের সুব্যবস্থা রয়েছে ।

প্রতিষ্ঠা[সম্পাদনা]

১৯৯৪ খ্রিষ্টাব্দে উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় । পরবর্তীতে এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর [১] তথা উত্তরবঙ্গের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।

পাঠ্যক্রম[সম্পাদনা]

এ কলেজে শিশু থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ছাত্রদের পাঠদান করা হয়। মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞানমানবিক শাখা এবং ব্যবসায় শিক্ষা শাখার হিসাববিজ্ঞান বিষয়ে শিক্ষার্জনের সুযোগ রয়েছে।

পাঠদান পদ্ধতি[সম্পাদনা]

এ কলেজে ছাত্র-শিক্ষক সম্পর্ক অত্যন্ত নিবিড় থাকায় ছাত্রদেরকে হাতে-কলমে যত্নসহকারে পাঠদান করা হয়। প্রাইমারি ও জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রদেরকে সুপরিকল্পিতভাবে প্রস্তুতি গ্রহণে সহায়তা করা হয়। প্রধানশিক্ষক ও সহকারী প্রধানশিক্ষক শ্রেণী শিক্ষকের মাধ্যমে ছাত্রদের পাঠন্নতি নিয়মিতভাবে তদারকি করেন।

ফলাফল[সম্পাদনা]

প্রতিষ্ঠানটি পি.এস.সি, জে.এস.সি, এস.এস.সি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করছে এবং জেলার অন্যতম সেরা স্কুলের মধ্যে অবস্থান করছে।

ক্যাম্পাস[সম্পাদনা]

স্কুল ক্যাম্পাসটি বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসের পশ্চিম-উত্তর কোণে অবস্থিত । সমন্বিত স্কুল ভবনটি যৌথভাবে পাঠদান ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হয় । এর সামনের অংশে একটি বড় খেলার মাঠ আছে । শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য একটি ক্যান্টিন আছে । নিকটেই প্রধান শিক্ষকের বাংলো ও শিক্ষকদের জন্য বাসভবন রয়েছে ।

গ্রন্থাগার[সম্পাদনা]

স্কুলে একটি সমৃদ্ধ গ্রন্থাগার আছে। গ্রন্থাগারে মাসিক পত্র-পত্রিকা ছাড়াও প্রায় বিভিন্ন ধরনের বই আছে। গ্রন্থাগারকে ক্রমাগত সমৃদ্ধ করা হচ্ছে ।

সহ পাঠ্যক্রম ব্যবস্থা[সম্পাদনা]

এ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে দৈহিক ও মানসিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে সহ-পাঠ্যক্রম কর্মসূচির ব্যবস্থা করা হয়। এছাড়া আন্তঃহাউস খেলাধুলা ও প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীরা কাব ও স্কাউটিং এ অংশগ্রহণ করে । বাৎসরিক আন্তঃক্যান্টনমেন্ট বিতর্ক প্রতিযোগিতা, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনভলিবল খেলা অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]