সাইদি শরিফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাইদি শরিফ
কাকি বুকিত আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৮০ – ১৯৮৪
পূর্বসূরীআসন প্রতিষ্ঠিত
উত্তরসূরীচ্যু হেং চিং
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু. ১৯৪১
মৃত্যু১৪ জানুয়ারি ২০২০ (বয়স ৭৯)
রাজনৈতিক দলপিপলস অ্যাকশন পার্টি
প্রাক্তন শিক্ষার্থীহাল বিশ্ববিদ্যালয়

সাইদি শরিফ (আনু. ১৯৪১ – ১৪ জানুয়ারি ২০২০) একজন সিঙ্গাপুরীয় রাজনীতিবিদ ছিলেন। তিনি সিঙ্গাপুরীয় আইনসভার একজন সদস্য ছিলেন।

জীবনী[সম্পাদনা]

সাইদি শরিফ ইয়ায়াসান মেন্দাকি নামের এক স্বনির্ভর গোষ্ঠীর একজন সদস্য ছিলেন।[১] ষাটের দশকে তিনি ন্যাশনাল কমিউনিটি লিডারশিপ ট্রেনিং ইন্সটিটিউটে কাজ করেছেন। ১৯৮০ সালে তিনি কাকি বুকিত আসন থেকে সিঙ্গাপুরীয় আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত হন।[২]

সংসদীয় জীবন শেষে সাইদি শরিফ যুবনেতাদের ক্লাস নেওয়া শুরু করেন। এরপর, ৫৬ বছর বয়সে তিনি হাল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।[১] ২০০২ সালে তিনি ইয়ায়াসান মেন্দাকির সহকারী পরিচালকের পদ থেকে অবসরগ্রহণ করেন।

সাইদি শরিফ ২০২০ সালের ১৪ জানুয়ারি ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Former Kaki Bukit MP Saidi Shariff dies, aged 79"The Straits Times। ১৪ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০ 
  2. "5th Parliament"Parliament of Singapore। ১৪ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০ 
  3. "Mantan AP Kaki Bukit Saidi Shariff meninggal dunia"Berita Harian (মালয় ভাষায়)। ১৪ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০ 
  4. "Bekas ahli Parlimen Singapura, Saidi Shariff meninggal dunia"Sinar Harian (মালয় ভাষায়)। ১৫ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০