বালাজী মোশন পিকচার্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বালাজী মোশন পিকচার্স
ধরনব্যক্তিগত
শিল্পবিনোদন
প্রতিষ্ঠাকাল২০০১; ২৩ বছর আগে (2001)
প্রতিষ্ঠাতাজিতেন্দ্র কাপুর
সদরদপ্তর,
প্রধান ব্যক্তি
শোভা কাপুর
একতা কাপুর
রুচিকা কাপুর
নচিকেত পান্তবৈদ্য
পণ্যসমূহচলচ্চিত্র
সঙ্গীত
মার্কাসমূহএএলটি এন্টারটেইনমেন্ট
এএলটি ডিজিটাল মিডিয়া এন্টারটেইনমেন্ট
মালিকবালাজী টেলিফিল্মস লিমিটেড
মাতৃ-প্রতিষ্ঠানবালাজী টেলিফিল্মস
ওয়েবসাইটbalajitelefilms.com/movies.php

বালাজী মোশন পিকচার্স হচ্ছে বালাজী টেলিফিল্মস লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন একটি সহায়ক কোম্পানি, যা শোভা কাপুর এবং তার মেয়ে একতা কাপুর দ্বারা প্রতিষ্ঠিত একটি ভারতীয় চলচ্চিত্র প্রযোজনা এবং বিতরণ কোম্পানি।[১] মুম্বই ভিত্তিক এই কোম্পানিটি মূলত হিন্দি চলচ্চিত্রের প্রযোজনা এবং বিতরণ করে। এই কোম্পানির চেয়ারম্যান হলেন প্রাক্তন বলিউড অভিনেতা জিতেন্দ্র কাপুর

কার্যক্রম[সম্পাদনা]

মুম্বইয়ের অন্ধেরি পশ্চিমের নিউ লিঙ্ক রোডের বালাজী হাউসে মুম্বইয়ের বালাজী মোশন পিকচার্সের কার্যালয় অবস্থিত। এটি অন্ধেরি পশ্চিমের প্রধান কার্যালয় থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে; এছাড়াও ফিল্ম সিটি এবং মুম্বইয়ের অন্যান্য অবস্থানে এদের স্টুডিও রয়েছে। স্টুডিও সুবিধার ক্ষেত্রে, বালাজী মোশন পিকচার্স মুম্বইয়ের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান।

পুরস্কার[সম্পাদনা]

  • দ্য গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি অনার্স

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Balaji Motion Pictures"balajitelefilms.com (ইংরেজি ভাষায়)। বালাজী মোশন পিকচার্স। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]