ফরিদকোট লোকসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফরিদকোট লোকসভা কেন্দ্র
পাঞ্জাবের ফরিদকোট লোকসভা কেন্দ্র
অস্তিত্ব১৯৭৭-বর্তমান
সংরক্ষণতফসিলি জাতির জন্য সংরক্ষিত
বর্তমান সাংসদমুহাম্মদ সাদিক
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
নির্বাচনের বছর২০১৯
রাজ্যপাঞ্জাব
বিধানসভা কেন্দ্র৯ টি

ফরিদকোট লোকসভা কেন্দ্রহল উত্তর ভারতের পাঞ্জাব রাজ্যের ১৩ টি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি এবং ১৯৭৭ সাল থেকে এই লোকসভা কেন্দ্রটি তৈরি হয়েছে। এই লোকসভা কেন্দ্রের আসনটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত এবং মোট ৯ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। বর্তমান সংসদ সদস্য হলেন। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল পাঞ্জাবি।

পাঞ্জাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলির মধ্যে অন্যতম হল লোকসভা ফরিদকোট আসনটি। এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে লোকসভার কেন্দ্রের মেয়াদ আরও একবছর বাড়ানো যায় আবার বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন করা যায়, যা উপনির্বাচন নামে পরিচিত।

বিধানসভা কেন্দ্রসমূহ[সম্পাদনা]

লোকসভা কেন্দ্রটি পাঞ্জাব রাজ্যের ১১৭ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৯ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য পাঞ্জাব বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৯ টি বিধানসভা কেন্দ্রে সর্বশেষ ২০১৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই লোকসভা কেন্দ্রের মধ্যে ৯টি বিধানসভা কেন্দ্রই তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত। বিধানসভা কেন্দ্র গুলি হলঃ-[১][২] বর্তমানে ফরিদকোট লোকসভা কেন্দ্রটি ৯ টি বিধানসভা আছে যেমন- [৩]

নিহাল সিংওয়ালা বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি পাঞ্জাব রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৭১ নং বিধানসভা কেন্দ্রের।

ভাগা পুরাণা বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি পাঞ্জাব রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৭২ নং বিধানসভা কেন্দ্রের।

মোগা বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি পাঞ্জাব রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৭৩ নং বিধানসভা কেন্দ্রের।

ধরমকোট বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি পাঞ্জাব রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৭৪ নং বিধানসভা কেন্দ্রের।

গিদ্দেরবাহা বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি পাঞ্জাব রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৮৪ নং বিধানসভা কেন্দ্রের।

ফরিদকোট বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি পাঞ্জাব রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৮৭ নং বিধানসভা কেন্দ্রের।

কোটকাপুরা বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি পাঞ্জাব রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৮৮ নং বিধানসভা কেন্দ্রের।

জয়তু বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি পাঞ্জাব রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৮৯ নং বিধানসভা কেন্দ্রের।

রামপুরা ফুল বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি পাঞ্জাব রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৯০ নং বিধানসভা কেন্দ্রের।

বর্তমান ও প্রাক্তন বিজয়ী সাংসদদের তালিকা[সম্পাদনা]

ফরিদকোট কেন্দ্র বিজয়ী বর্তমান সাংসদ ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সদস্য মুহাম্মদ সাদিক [৪][৫][৬] এবং প্রাক্তন সংসদ ছিলেন আম আদমি পার্টি দলের সদস্য সাধু সিংহ।[৭]

  • ২০০৯: পরমজিৎ কৌর গুলশান, শিরোমণি আকালি দল
  • ২০১৪: সাধু সিংহ, আম আদমি পার্টি
  • ২০১৯: মুহাম্মদ সাদিক, ভারতীয় জনতা পার্টি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Parliamentary/Assembly Constituency wise Electors in Final Roll 2009" (পিডিএফ)। Chief Electoral Officer, Haryana। ৯ এপ্রিল ২০০৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "Delimitation Commission Order" (পিডিএফ)। Government of Panjab। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৪ 
  3. "List of Parliamentary & Assembly Constituencies"। Chief Electoral Officer, Punjab website। 
  4. "Sadiq won't sing in Bhadaur"ChandigarhThe Tribune। ৯ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ৪ মে ২০১২ 
  5. "A song on their lips, aprayer in their hearts"ChandigarhThe Tribune। ১১ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ৪ মে ২০১২ 
  6. "Artistes mourn Kuldeep Manak's demise"LudhianaThe Tribune। ১ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ৪ মে ২০১২ 
  7. "Constituencywise-All Candidates"। ১৭ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৪ 

আরও পড়ুন[সম্পাদনা]

  • Surjit S. Bhalla. Citizen Raj: Indian Elections 1952-2019 (2019 [১]
  • Prannoy Roy, Dorab R. Sopariwala . he Verdict:Decoding India's Elections (2019) [২]

বহিঃসংযোগ[সম্পাদনা]