ব্যবহারকারী আলাপ:Nokib Sarkar/সংগ্রহশালা/১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

সুপ্রিয় Nokib Sarkar,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Nokib Sarkar। আলাপ:তত্ত্বাবধানে জ্ঞানার্জন পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৭:৪৫, ৭ জুলাই ২০১৯ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪৫, ৭ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ পরিষ্কারকরণ[সম্পাদনা]

প্রিয় নকিব ভাই, আপনার তৈরিকৃত নিবন্ধগুলোর কিছু অসম্পূর্ণ এবং ব্যাকরণগত ভুল প্রত্যক্ষ করেছি৷ সেগুলো ঠিক করবেন বলে আশা করছি৷ আর আপনার অ্যাবডাক্টিভ লজিক প্রোগ্রামিং পাতাটি পরীক্ষিত করে দিয়েছি৷ আশা করছি এটিও সম্পূর্ণ করবেন। আর info box এ নিবন্ধ সংখ্যার সঠিক তথ্য দিলে কেউ বিভ্রান্ত হবে না৷ ধন্যবাদ। —রুহান (আলাপ) ১৬:১৫, ২১ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Wiki Ruhan: ধন্যবাদ। তবে আমার বোধহয় আপনি আমার কর্মকান্ডকে ব্যক্তিগতভাবে নিয়েছেন। আসলে তা একেবারেই নয়। কেননা আপনি লক্ষ্য করবেন আমি শুধুমাত্র আপনার চিত্রগুলোই অপসারণের জন্য আবেদন করি নি, বরং উৎসবিহীন আরো অনেক চিত্রে অপসারণের প্রস্তাবনা করেছি,(যা উইকিপিডিয়া ফাইল নীতিমালা অনুসারে ৭ দিনের মধ্যে অপসারণ হয়ে যাওয়া উচিৎ ছিল), যা আপনি আমার অবদান দেখতে পারেন। এছাড়াও প্রকল্পটির নীতিমালা অনুসারে এই বার্তাটি সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতায় দেয়া উচিত এবং এক্ষেত্রে পরীক্ষিত করা মূলত অধিকারের অপব্যবহার বলে আমি মনে করি। তবুও ত্রুটিগুলো ধরিয়ে দেয়ার আবারো জন্য ধন্যবাদ।নকীব সরকার বলুন... ০৫:০৩, ২২ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]


আপনার তৈরি অ্যাবডাক্টিভ লজিক প্রোগ্রামিং নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় Nokib Sarkar,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি অ্যাবডাক্টিভ লজিক প্রোগ্রামিং নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ~ যুদ্ধমন্ত্রী আলাপ, মঙ্গলবার ১৮:৩৭, ২৩ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

রোলব্যাক অধিকার প্রসঙ্গে[সম্পাদনা]

আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আপনার আবেদনক্রমে অ্যাকাউন্টের সাথে "রোলব্যাক" অধিকার যুক্ত করা হয়েছে। আশাবাদী যে, ধ্বংসপ্রবণতা রোধের উদ্দেশ্যে রোল্যব্যাক অধিকার যথাযথভাবে প্রয়োগ ঘটাবেন। এ অধিকারটি বিশ্বস্ত সম্পাদনা প্রত্যাবর্তন বা ফেরত নেয়ার কাজে অথবা সম্পাদনা যুদ্ধের কাজে ব্যবহার করবেন না। রোলব্যাক অধিকার সম্পর্কিত আরো তথ্যের জন্য - উইকিপিডিয়া:রোলব্যাক পড়ুন। ধন্যবাদ সহযোগে - Suvray (আলাপ) ১১:৫৩, ২৬ জুলাই ২০১৯ (ইউটিসি) ধন্যবাদ[উত্তর দিন]


আপনার তৈরি পূর্ণসংখ্যা শ্রেণীকরণ নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় Nokib Sarkar,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি পূর্ণসংখ্যা শ্রেণীকরণ নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ~ যুদ্ধমন্ত্রী আলাপ, বৃহস্পতিবার ১৯:৪৮, ০১ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]


আপনার তৈরি তত্ত্বাবধানে জ্ঞানার্জন নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় Nokib Sarkar,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি তত্ত্বাবধানে জ্ঞানার্জন নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ~ যুদ্ধমন্ত্রী আলাপ, বৃহস্পতিবার ১৯:৪৮, ০১ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]


আপনার তৈরি অনলাইন পরিচয় নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় Nokib Sarkar,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি অনলাইন পরিচয় নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ~ যুদ্ধমন্ত্রী আলাপ, বৃহস্পতিবার ১৯:৪৯, ০১ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার তৈরি মেয়ার-ভিয়েটারস ক্রম নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় নকীব ভাই,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি মেয়ার-ভিয়েটারস ক্রম নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় যোগাযোগ করুন অথবা সরাসরি ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার শুভযাত্রায় আমি অংশীদার হতে পেরে আনন্দিত!—রুহান (আলাপ) ১২:০৭, ২ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার তৈরি উৎপাদকে বিশ্লেষণ নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় নকীব ভাই,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি উৎপাদকে বিশ্লেষণ নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় যোগাযোগ করুন অথবা সরাসরি ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার শুভযাত্রায় আমি অংশীদার হতে পেরে আনন্দিত! — Wiki Ruhan (আলাপ) ০৫:২২, ২০ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার তৈরি ইউপেক পদ্ধতিতে জৈব রসায়নের নামকরণ নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় নকীব ভাই,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি ইউপেক পদ্ধতিতে জৈব রসায়নের নামকরণ নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় যোগাযোগ করুন অথবা সরাসরি ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার শুভযাত্রায় আমি অংশীদার হতে পেরে আনন্দিত!— Wiki Ruhan (আলাপ) ১৫:২৯, ৩০ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Wiki Ruhan: Congrats on me😁😁😁😁নকীব সরকার বলুন... ০৬:২৪, ৩১ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯[সম্পাদনা]

সুপ্রিয় Nokib Sarkar,

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি অক্টোবর থেকে অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে ডাকযোগে পুরস্কার প্রেরণ শুরু করবে। সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। ১ অক্টোবর থেকে ফর্মে সরবরাহ করা ইমেইল ঠিকানায় যোগাযোগ শুরু হবে। যদি আপনি ইতিমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না (করলে আমাদের কাজ অনেক বৃদ্ধি পাবে)। এই প্রতিযোগিতার আয়োজক ‘উইকিমিডিয়া বাংলাদেশ’ এবং সহযোগী ‘জাগো নিউজ’-এর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। -নাহিদ সুলতান (আলাপ) সোমবার ১৭:৩১, ০২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ভাইয়া, লক্ষ্য করলাম আপনি বাংলা ভাষা নিবন্ধ অনেক ইংরেজি লেখা যোগ করেছেন। বুঝতে পেরেছি যে আপনি তা অনুবাদ করবেন। কিন্তু অনুগ্রহ করে এইভাবে নিবন্ধে ইংরেজি লেখা যোগ করবেন না। বরং এইভাবে কাজ করুন: আপনি যে অংশ অনুবাদ করতে চান তার ইংরেজি লেখা এনে ব্যবহারকারী:Nokib Sarkar/খেলাঘর পাতায় যোগ করুন (আপনি অনুসন্ধান বাক্সের পাশে আইকনে ক্লিক করেও খেলাঘর এ যাবার লিঙ্ক পাবেন)। এবার খেলাঘরে সকল অনুবাদ সম্পন্ন করুন তারপর কাজ শেষ হলে অনূদিত লেখা মূল নিবন্ধে যোগ করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫৪, ৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান: আচ্ছা, ধন্যবাদ। তবে বাংলা উইকিপিডিয়ার প্রথম নিবন্ধ হওয়া সত্ত্বেও এটি এখনো ভালো নিবন্ধই হতে পারলো না, ভাবতেই কেমন লাগে।যদি আরো একটি কমিটি গঠন করে কাজ করা যেত তবে ভালো হতো। নকীব সরকার বলুন... ১৭:৪২, ৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

বট ব্যবহার[সম্পাদনা]

অনুমোদন ছাড়া বট দিয়ে অনেকগুলো সম্পাদনা করা যাবে না। বট অনুমোদনের জন্য উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ-এ অনুরোধ করতে পারেন — Ahmad ০৫:১৩, ১১ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Ahmad Kanik: আমি দুঃখিত। আমি আসলে সময়মত আপনার বার্তা দেখতে পাই নি। আর আমার খেয়াল ছিল না যে অনুমোদন প্রয়োজন। আমি ভেবেছিলাম যে, দশকের নিবন্ধগুলোর মধ্যে সবগুলোই একই লেখা, টেমপ্লেট; যা হাতে করাটা একটু কষ্টকর। তাই আর কি...

নকীব সরকার বলুন... ০৫:২৬, ১১ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]


পরামর্শ[সম্পাদনা]

অনুগ্রহপূর্বক কোনো নতুন নিবন্ধের শেষ সম্পাদনার এক ঘণ্টার মাঝে সেই নিবন্ধে সম্পাদনা করবেন না। তাহলে, নিবন্ধ তৈরিকারী যদি নতুন অংশ সম্পাদনা করে যোগ করেন, তাহলে সেই সম্পাদনা হারিয়ে যাবার সম্ভাবনা থাকে।--S. M. Nazmus Shakib (আলাপ) ১১:৫৪, ১৩ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@S. M. Nazmus Shakib: আমি দুঃখিত। আমি আসলে খেয়াল করি নি।তবে জানানোর জন্য ধন্যবাদ। -নকীব সরকার বলুন... ১১:৫৭, ১৩ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া অ্যাডভেঞ্চারে স্বাগতম![সম্পাদনা]

হাই Nokib Sarkar! আমরা খুবই আনন্দিত যে আপনি আমাদের সম্প্রদায় ও লক্ষ্যের সাথে পরিচিত হওয়ার এই বন্ধুসুলভ ও মজাদার পদ্ধতির খেলাটি খেলে তা শিখতে চেয়েছেন। আমার মতে, এই সংযোগগুলো আপনার শুরু করার ক্ষেত্রে সহায়ক হতে পারে।

-- ১৬:২০, রবিবার ১৫ সেপ্টেম্বর, ২০১৯ (ইউটিসি)

সাহায্য নিন
উইকিপিডিয়া অ্যাডভেঞ্চার সম্পর্কে | তারকামণ্ডলীর বিশ্রামকক্ষে প্রবেশ করুন

উইকিপিডিয়া অ্যাডভেঞ্চারে স্বাগতম![সম্পাদনা]

হাই Nokib Sarkar! আমরা খুবই আনন্দিত যে আপনি আমাদের সম্প্রদায় ও লক্ষ্যের সাথে পরিচিত হওয়ার এই বন্ধুসুলভ ও মজাদার পদ্ধতির খেলাটি খেলে তা শিখতে চেয়েছেন। আমার মতে, এই সংযোগগুলো আপনার শুরু করার ক্ষেত্রে সহায়ক হতে পারে।

-- ১৬:২২, রবিবার ১৫ সেপ্টেম্বর, ২০১৯ (ইউটিসি)

সাহায্য নিন
উইকিপিডিয়া অ্যাডভেঞ্চার সম্পর্কে | তারকামণ্ডলীর বিশ্রামকক্ষে প্রবেশ করুন

অযাচিত সংযোগ তৈরি[সম্পাদনা]

প্রিয় বন্ধু, প্যানগ্রাম পাতায় করা আপনার সম্পাদনা অযাচিত বলে মনে হচ্ছে তাই সম্পাদনা পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। প্যানগ্রাম পাতায় উল্লেখিত "জিকো" এবং আপনার সংযোগকৃত ফুটবলার জিকো একই ব্যক্তি নন। তাই এই এই সংযোগটি অবৈধ। একইভাবে আপনি "আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য পরিষদ" পাঠে সিঙ্গাপুর সাহিত্য সভার সংযোগ দিয়েছেন কিন্তু এদুটো প্রতিষ্ঠান সম্পূর্ণ আলাদা। আমি মনে করি, সংযোগ তৈরিতে আপনার আরো সংযত হওয়া উচিত। একই শব্দ বা নাম হলেও সংযোগ দেওয়া উচিত নয় যদিনা তার বিষয়বস্তু সদৃশ না হয়।

ধন্যবাদ, রেহমান তুষার (আলাপ) ১১:০৯, ১৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Aishik Rehman: ধন্যবাদ ভাইয়া। বুঝতে পেরেছি। তথ্যসূত্র ঠিক আছে? - নকীব সরকার বলুন... ১১:৩৮, ১৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Nokib Sarkar: হ্যাঁ, তথ্যসূত্র ঠিক আছে। ধন্যবাদ, বাংলা উইকিপিডিয়ার সাথে থাকার জন্য।

@Aishik Rehman: ধন্যবাদ, আপনাকেও।তবে লিপোগ্রাম এর বাংলা পরিভাষা করলে ভালো হত। এছাড়াও শুক্তিবাক্য নিবন্ধে আপনি বলেছেন ...এটি একটি লিপোগ্রাম। তাহলে লিপোগ্রাম নিবন্ধে...। তাছাড়া আমার আলাপ পাতায় কষ্ট করে আমাকে পিং না করলেও চলবে। স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়। নকীব সরকার বলুন... ১১:৫৩, ১৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি চিজবার্গার![সম্পাদনা]

ক্ষমা করুন নকিব। Good Boy Nakib (আলাপ) ০৯:২১, ২৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Nokib Sarkar: আপনি বিশাল খানের বার্তা অপছন্দ করবেন ভেবে অপসারণ করেছিলাম। পরে অপছন্দ করবেন না বুঝতে পেরে ফিরিয়ে আনলাম। — Ahmad ০৭:৫১, ৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Ahmad Kanik: ব্যাপারটা কি একটু খোঁচা হয়ে গেল না??? যাই হোক আমি কারো ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেই না। তাছাড়া বার্তাটিতে অনুপযুক্ত কিছুই নেই। শিধুমাত্র উইকিভালোবাসা আছে। সুতরাং এতে আমার কোনো আপত্তি নেই।-ধন্যবাদনকীব সরকার বলুন... ০৮:০১, ৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

বিশাল খান লক্ষ্য করুন[সম্পাদনা]

প্রিয় নামহীন, আশা করি আপনি ভালো আছেন। আপনি সম্প্রতি আমার নামে অ্যাকাউন্ট খোলার পর হয়তো আপনি ভাবছেন আমি রাগ করেছি। আসলে মোটেও তা নয়। রাগ যে একেবারেই হয় নি তা নয়। একটু খারাপ লেগেছিল। কিন্তু পরক্ষণেই ভালো লাগলো, যাক আপনি একজন মানুষ। আমি জানি না আপনি এই লেখাটি পড়ছেন কি না। যদি আপনি না পড়ে থাকেন তবে অন্যদের অনুরোধ করব এটি এড়িয়ে যেতে।আর হ্যাঁ, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আপনি দয়া করে যদি এভাবে অন্যদের নামে (কিংবা আমার নামে) এভাবে অ্যাকাউন্ট খোলা থেকে বিরত থাকেন তবে আমার কাছে খুবই ভালো লাগবে। আমি জানি আপনি ব্যক্তিগত জীবনে অনেকটাই আবেগস্পর্শী [১]। তাছাড়া আপনি একজন ভালো উইকিপিডিয়ান হতে পারতেন। নকীব সরকার বলুন... ১১:২৪, ২৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

যুক্তিসমূহ[সম্পাদনা]

আল আকসা মসজিদ[সম্পাদনা]

ভাই, আল আকসা মসজিদ নিবন্ধটি একটু উইকিফাই করুন এবং পারলে Definition অনুচ্ছেদটি অনুবাদ করে দিয়েন। ধন্যবাদ কায়সার আহমাদ (আলাপ) ১৩:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Kayser Ahmad: দেখি চেষ্টা করে। সময় থাকলে বাংলা ভাষা নিবন্ধটি পর্যালোচনা করুন। ধন্যবাদ।নকীব সরকার বলুন... ১৩:৫২, ২৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Nokib Sarkar:, বালি (কবি) পাতাটিতে পাতাটির ইংরেজি সংস্করণ থেকে চিত্র ডাউনলোড করে বাংলা উইকিতে বিশেষ:আপলোড ব্যবহার করে যথাযথ বিবরণ দিয়ে আপলোড করে দিন; আপনি এখনো আপনার নিজের প্রোফাইল চিত্র পরিবর্তন করেন নি, অনুগ্রহ করে ওটাতে পরিবর্তন আনুন (যেহেতু আমি উইকিপিডিয়া:স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিতকৃত ব্যবহারকারী হইনি তাই আপনার কাছে যাহায্য চেয়েছি, আপনার ইচ্ছে হলে সাহায্য করবেন, না হলে করবেন না)। অরবিন্দ স্বামী (আলাপ) ০৮:১৪, ২৮ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

স্টার প্লাসের লোগো আপলোডের জন্য অনেক ধন্যবাদ নকিব সরকার ভাই[সম্পাদনা]

@Nokib Sarkar:, স্টার প্লাস এর চিত্র আপলোডের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অরবিন্দ স্বামী (আলাপ) ০৯:৫২, ২৮ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@অরবিন্দ স্বামী: স্বাগতম। আপনাকেও ধন্যবাদ।

স্টার ইন্ডিয়া[সম্পাদনা]

@Nokib Sarkar:, নকিব সরকার ভাই, স্টার ইন্ডিয়া পাতাটিতে চিত্র আপলোডের অনুরোধ করছি; পাতাটির ইংরেজি সংস্করণে চিত্র আছে। কামাক্ষা (আলাপ) ০৬:১৭, ২৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

কিশোর কুমার পাতাটিতে উইকিমিডিয়া কমন্সের চিত্র দেওয়া হয়েছে[সম্পাদনা]

@Nokib Sarkar:, কিশোর কুমার পাতাটিতে ব্যবহৃত এই চিত্রটি (অ-উন্মুক্ত)তে অনুগ্রহ করে অপসারণ ট্যাগ লাগান; কিশোর কুমার একজন নামকরা গায়ক, তার ছবি অ-উন্মুক্ত মানায়না, উইকিমিডিয়া কমন্সের চিত্র কিশোর কুমারের ইংরেজি উইকি পাতাতেও ব্যবহৃত হচ্ছে; আর হ্যাঁ কিশোর কুমারের আগে উইকিমিডিয়া কমন্সে চিত্র ছিলোনা তাই আগে অ-উন্মুক্ত চিত্র আপলোড দেওয়া হতো; আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। বিশাল খানের সকপাপেট (আলাপ) ০৬:১৭, ১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@বিশাল খানের সকপাপেট: আপনি হয়তো লক্ষ্য করবেন আমি আপনার ন্যায়সঙ্গত অনুরোধগুলো রাখার চেষ্টা করি। আপনি কি আমার অনুরোধ রাখবেন, প্লিজ।আবারো বলছি, প্লিজ উইকিপিডিয়ায় আপনাকে প্রয়োজন। নকীব সরকার বলুন... ০৬:২০, ১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Nokib Sarkar:, নকিব সরকার ভাই, উইকিপিডিয়াতে আমি ২০১৩ সালে যাত্রা শুরু করেছিলাম (ব্যবহারকারী:Bishal Khan এর আলাপ পাতার অভর্থ্যনা বার্তা দেখুন); আমি ইংরেজি এবং বাংলা দুই উইকিতেই লিখতাম; আমার আগ্রহের বিষয় মূলত ছিলো চলচ্চিত্র (এখনো আছে) এবং সামরিক বাহিনী (এখন নেই বলা যায়); কিন্তু ইংরেজি উইকিতে আমার সম্পাদনা বারবার পূর্বাবস্থায় ফিরিয়ে আনতেন এক বাঙালি উইকিপিডিয়ান (ব্যবহারকারী:Arr4) এবং তিনি ইংরেজি উইকি প্রশাসকদের কাছে আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলতেন, আমি নাকি ভুল সম্পাদনা করি, আমি নাকি ভুল তথ্য ঢোকাই উইকিতে এবং এক তিনি অনেক অভিজ্ঞ (সেই সময়ে) উইকিসম্পাদক হওয়ায় আমার বিরুদ্ধে শক্ত অভিযোগ গড়ে তুলে আমাকে ইংরেজি উইকিতে ব্লক (বাঁধাপ্রদানে) সক্ষম হন; মন খারাপ হয়ে যায়, আমি তখনো বাংলা উইকিতে বাঁধাপ্রাপ্ত হইনি, কিন্তু মনে ঘা ছিলো এবং বাংলা উইকিতে আমি কবে ধ্বংসপ্রবণ কাজ শুরু করি সেটা Bishal Khan এর অবদান দেখুন (দেখুন এখানে), মূলত ক্ষোভ থেকে ধ্বংসতা এবং সকপাপেট আইডি তৈরি শুরু করি আমি; আমার বিভিন্ন সকপাপেট আইডি অনেক নিবন্ধ বাংলা উইকিতে নিয়ে আসে যা আগে বাংলা উইকিতে কেউ আনতে চাইতোনা (যেমনঃ সেনাবাহিনী প্রধান (ভারত) একটা গুরুত্বপূর্ণ নিবন্ধ), তামিল চলচ্চিত্র শিল্পের বিষয়শ্রেণী দেখুন (তামিল ভাষার চলচ্চিত্র) আমি তামিল ভাষার চলচ্চিত্র ৬ টা থেকে ৮০টির উপরে বানিয়ে দিয়েছি (বিভিন্ন সকপাপেট আইডি ব্যবহার করে)।

যাই হোক,নকিব সরকার ভাই, আমি উইকিপিডিয়াকে পছন্দ করি বলেই বারবার বাঁধাপ্রাপ্ত হয়েও চলে আসি। বিশাল খানের সকপাপেট (আলাপ) ০৬:৩৬, ১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@বিশাল খানের সকপাপেট: সম্প্রতি আমি সেটা বুঝতে পেরেছি। আমি আপনাকে ছোট ভাই হিসেবে অনুরোধ করছি, প্লিজ বাংলা উইকির ক্ষতি করে ইংরেজি উইকির কিছুই হবে না। বরং আমাদের এই ছোট্ট উইকিতে আপনি অবদান রাখলেন সেটা ইংরেজি উইকের সেই ব্যবহারকারীর সম্পাদনার বিরুদ্ধে একটি গঠনমূলক জবাব হবে। অর্থাৎ এর মাধ্যমে আপনি তাকে বুঝাতে পারবেন যে "আমার সম্পাদনাঃ ভুল কিংবা ধ্বংসাত্মক ছিল না"। তিনি তো বাংলা উইকিতে অবদান রাখেন না। সুতরাং তার কর্মকান্ডের জন্য প্লিজ আমাদের এই ছোট্ট উইকিতে দায়ী করবেন না। আমি আবার অনুরোধ করছি প্লিজ, উকিপিডিয়ায় আপনাকে প্রয়োজন। আপনি যদি সম্প্রদায়ের কাছে ক্ষমা চেয়ে কোনো বার্তা লেখেন অথবা গঠনমূলক সম্পাদনার প্রতিশ্রুতি দেন তাহলে বোধহয় এই বাংলাউইকি আবারো সমৃদ্ধ হয়ে উঠবে।নকীব সরকার বলুন... ০৬:৪৪, ১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Nokib Sarkar:, বাংলা উইকি সমৃদ্ধ হোক - এটা আমার ২০১৩ সালের ইচ্ছা; যাই হোক আমি উইকিতে যেভাবেই হোক আছি এবং থাকবো - এটাই আমার শেষ কথা; শ্রীলঙ্কা সেনাবাহিনী নারী শাখা আমিই তৈরি করেছিলাম এবং এটার এখন হালনাগাদ দরকার, নতুন চিত্র দরকার যা আমার সকপাপেটের স্বল্প-পরিসরে দেওয়া সম্ভব নয়; আপনি পাতাটি চাইলে ওটির ইংরেজি সংস্করণ অনুযায়ী হালনাগাদ করতে পারেন; আর নাহিদ ভাই আমাকে ব্লক করে কোনো ভুল কাজ করেননা, ওনাকে ব্লক করতে দিন, উনি ওনার দায়িত্ব পালন করেন, বাংলা উইকির নীতিই এরকম; আর হ্যাঁ, Arr4 বাংলা উইকিতে লিখতেন, যেমন ধরুনঃ ব্যবহারকারী:Arr4/খেলাঘর এটা দেখুন। বিশাল খানের সকপাপেট (আলাপ) ০৬:৪৯, ১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Nokib Sarkar: বিমান বাহিনী প্রধান (ভারত) নিবন্ধটি পরিবর্তন করুন, ভারতের নতুন বিমান বাহিনী প্রধান এসেছেন; নিবন্ধটির ইংরেজি ভার্সন দেখুন। 119.30.39.180 (আলাপ) ১৬:০৯, ৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি) (Bishal)[উত্তর দিন]

একটি অনুরোধ এবং পর্যালোচনার আবেদন[সম্পাদনা]

আসসালামু আলাইকুম! আমি উইকিপিডিয়ায় সম্প্রতি বাংলাদেশের কিছু শহর সম্পর্কে কয়েকটি নিবন্ধ তৈরি করেছি। এটা অবশ্যই জানার একটি বিষয় যে পৌরসভা এবং শহর একই বিষয় নয়। কিন্তু সম্প্রতি Mustafakanal নামের একজন ব্যবহারকারী শহরের নামের নিবন্ধ গুলোকে এদের পৌরসভার পাতায় পুনর্নির্দেশ করছেন। যেমন: ফেনী বা ছাগলনাইয়া হলো শহর বা শহরাঞ্চল এবং এ শহরের পৌরসেবা এবং পরিচালনার দায়িত্বে রয়েছে ফেনী পৌরসভা এবং ছাগলনাইয়া পৌরসভা নামক স্থানীয় সরকার সংস্থা। তাহলে ফেনী এবং ফেনী পৌরসভা একই বিষয় নয়! আবার বলা যায়, চট্টগ্রাম একটি শহর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এ শহর পরিচালনার দায়িত্বে আছে এমন একটি সংস্থা। তাহলে চট্টগ্রাম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন কি একই হল? অবশ্যই নয়! আপনার কাছে আমার অনুরোধ রইল আপনি ব্যবহারকারী:MustafaKamal এর পেজটিতে গিয়ে আমি একটি প্রশ্ন করেছি সেটি দেখবেন এবং সে যদি উত্তর দেয় তাও দেখবেন এবং আমি যে পেজগুলো তৈরি করেছি এবং সে এ পেজগুলোকে এদের পৌরসভায় কেন নির্দেশ করেছে? তার একটি তালিকা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনি সে পেজগুলোতে গিয়ে দেখবেন অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা লিখা আছে কিনা অর্থাৎ আপনি পর্যালোচনা, পরীক্ষণ করবেন।

এ পেজগুলোতে আমি তৈরির সময় যথাযথ তথ্যসূত্র উল্লেখ করেছি।

আপনাকে একটি উইকিপিডিয়া টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করা হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় Nokib Sarkar,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য ধন্যবাদস্বরূপ উইকিপিডিয়া টি-শার্টের প্রস্তাবনা পাতায় আপনাকে টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করেছি। ধন্যবাদ।

আপনার উইকিযাত্রা শুভ ও আনন্দময় হোক এই কামনায় -ImranAvenger (আলাপ), বৃহস্পতিবার ১৬:২০, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

দলগত কাজের পদক
সুপ্রিয় Nokib Sarkar,

বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে এক বা একাধিক নিবন্ধ সৃষ্টি করে উইকিপিডিয়া সমৃদ্ধিতে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি। -নাহিদ সুলতান (আলাপ) শুক্রবার ১৮:৫৯, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@NahidSultan: ধন্যবাদ নকীব সরকার বলুন... ০৭:৫৬, ১২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

গুরু এন আলু (তামিল চলচ্চিত্র)[সম্পাদনা]

@Nokib Sarkar:, গুরু এন আলু পাতাটিতে চিত্র আপলোড করে দিন। ডাগমাগ ডিগা (আলাপ) ০৪:১২, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ভালো নিবন্ধ পর্যালোচনা বিষয়ে[সম্পাদনা]

আপনি আলাপ:হট চকলেট পাতায় ভালো নিবন্ধের পর্যালোচক হিসাবে স্বাক্ষর করেছেন। কিন্তু আপনি পর্যালোচনা করেন নি। এটি পর্যালোচক: @RockyMasum: করেছেন, তিনি সম্ভবত ট্যাগ যোগ করতে ভুলে গিয়েছিলেন। কিন্তু নকিব সরকার আপনি নিজে সেখানে স্বাক্ষর করতে পারেন না। আমি আপনার উক্ত সম্পাদনা বাতিল করেছি। মাসুম ভাইকে উক্ত আলাপ পাতায় ট্যাগ যোগ করতে অনুরোধ করছি, কারন সেখানে প্রযোজ্য ট্যাগে স্বয়ংক্রিয় স্বাক্ষর থাকার আমি নিজে যোগ করতে পারছি না। ধন্যবাদ-ShahadatHossain (আলাপ) ১৬:২৫, ২১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@ShahadatHossain: ধন্যবাদ স্বয়ংক্রিয় স্বাক্ষর থাকায় আমার নাম সেখানে যুক্ত হয়ে গেছে। পরীক্ষার ব্যস্ততার কারণে আর ঢোকা হয়ে ওঠেনি। তাই আমি দুঃখিত। আমি খেয়াল করিনি যে সেটা মাসুম ভাইয়া পর্যালোচনা করেছেন বা করবেন। - আমার ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদনকীব সরকার বলুন... ১৬:১৪, ২২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন বট আবেদন প্রসঙ্গে[সম্পাদনা]

অনুগ্রহ করে সুনির্দিষ্ট কারণ ছাড়া পুরোনো আলোচনা মুছে ফেলবেন না তা যেখানেই হোক না কেনো, কারণ এগুলো রেকর্ড হিসেবে থাকা দরকার। নতুন বট আবেদন করতে উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/নকীব বট/২য় আবেদন-এ আবেদন করুন। ধন্যবাদ। — তানভির১১:০৮, ২৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

User:Wikitanvir দুঃখিত। আমি ভেবেছিলাম তা সংকলনে অনুলিপি করা আছে।নকীব সরকার বলুন... ১১:১৩, ২৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নিজের অ্যাকাউন্ট থেকে বট চালানো প্রসঙ্গে[সম্পাদনা]

নকীব, আপনি নিজের অ্যাকাউন্ট থেকে বট সম্পাদনা করছেন। যদি এক্ষুণি তা বন্ধ না করেন তবে আপনার অ্যাকাউন্টকে বাধাপ্রদান করা হবে। — তানভির০৯:২৯, ২৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Wikitanvir: দুঃখিত আসলে আমি বটের পরীক্ষা করছিলাম। কিন্তু নিজ অ্যাকাউন্ট থেকে লগআউট করতে ভুলে গিয়েছি।আমি ক্ষমা প্রার্থনা করছি নকীব বট (আলাপ) ০৯:৪০, ২৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

বসন্তম টিভি[সম্পাদনা]

@Nokib Sarkar:, বসন্তম টিভি পাতাটিতে এর ইংরেজি সংস্করণ থেকে চিত্র আপলোড (লোগো) করে দিন। তুষার শ (আলাপ) ১২:৩৮, ২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

তুষার শ আপনি কি সম্মানিত বিশাল খান? তা এবারের নামটার শানে নুযুল জানতে পারি? ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১২:৫০, ২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Nokib Sarkar:, আমি বিশাল, আর তুষার শ (শামসুল) হচ্ছে আমার এক ফ্রেন্ডের নাম। তামিল চ্যানেল বসন্তম টিভির লোগো আপলোডের জন্য আপনাকে ধন্যবাদ। তুষার শ (আলাপ) ১২:৫১, ২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
তুষার শ স্বাগতম নকীব সরকার বলুন... ১২:৫২, ২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি চিজবার্গার![সম্পাদনা]

তামিল চ্যানেল বসন্তম টিভির লোগোর জন্য উইকি ভালোবাসা বার্তা তুষার শ (আলাপ) ১২:৪৮, ২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

বিষয়শ্রেণী প্রসঙ্গে[সম্পাদনা]

বেশ কিছু নতুন বিষয়শ্রেণী তৈরির জন্য আপনাকে ধন্যবাদ। অনুগ্রহ করে বিষয়শ্রেণী তৈরির সময় যদি সেই বিষয়শ্রেণী ইংরেজি উইকিপিডিয়ায় থাকে এবং আপনি নিশ্চিত যে সেটি বাংলা ঐ বিষয়শ্রেণীর-ই ইংরেজি বিষয়শ্রেণী তবে ইংরেজি বিষয়শ্রেণীটিতে তৈরি সাথে সাথে সংযোগ দেওয়ার অনুরোধ। সেক্ষেত্রে বিষয়বস্তু অনুবাদ ব্যবহার করে নতুন নিবন্ধ তৈরিকারী অবদানকারীগণ স্বয়ংক্রিয়ভাবে বাংলা উইকিপিডিয়ায় ইতোমধ্যেই থাকা বিষয়শ্রেণীটি সম্পর্কে জানতে পারবেন ও যোগও করতে পারবেন। — তানভির১৯:২০, ৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Nokib Sarkar। খাঁ শুভেন্দু-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১১:২৭, ৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।[উত্তর দিন]

আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১১:২৭, ৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় নকীব, আপনার তৈরি করা এই পাতাটি আমার নজরে এলো তাই একটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি যে, বৈজ্ঞানিক নাম সংশ্লিষ্ট নিবন্ধের ক্ষেত্রে অনুবাদ না করে প্রতিবর্ণীকরণ করার অনুরোধ। — তানভির১৪:৫৯, ৫ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

তানভির ভাই,
আপনি কি হতাশ করা ছাড়া আর কিছু বোঝেন না? আমাকে এভাবে হতাশার সাগরে নিমজ্জিত করা কি আপনার উচিত হচ্ছে?😁😁 আসলে নামগুলো বৈশিষ্ট্যের পরিচায়ক এবং এক নজরে সম্পূর্ণ গোষ্ঠীর বৈশিষ্ট্য সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। তাই ভাবলাম লাতিনের পাশাপাশি বাংলাটাও রাখবো। ধন্যবাদ। - নকীব সরকার বলুন... ১৫:৫৮, ৫ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
নকীব, আমি অত্যন্ত দুঃখিত যে আপনার মনে হয়েছে যে আমি আপনাকে ক্রমাগত হতাশার সাগরে নিমজ্জিত করে চলেছি। কিন্তু আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে চাই যে এটি আমার উদ্দেশ্য নয়। এই কথাটি বলার পেছনে আমার উদ্দেশ্য শুধু এ বিষয়ে উইকিপিডিয়ার নীতিমালা মনে করিয়ে দেওয়া ও ভুলক্রমে কোনো কিছু ভুলভাবে তৈরি হলে সেটির সংশোধনে আপনার ও অন্যদের শ্রম বাঁচিয়ে দেওয়াটাই আমার উদ্দেশ্য। লাতিনের পাশাপাশি আপনি অবশ্যই বাংলাটি রাখতে পারবেন তবে তা এক্ষেত্রে হতে হবে নিবন্ধে ভেতরে। আমি এ বিষয়টি-ই আপনাকে আগেভাগে মনে করিয়ে দেওয়া আমার উদ্দেশ্য ছিলো, কারণ অনেক সম্পাদক এরকম নিজস্ব পাতায় তালিকা তৈরি করে পরে নিবন্ধগুলো তৈরি করেন, সেক্ষেত্রে নিবন্ধ তালিকায় ভুল থাকলে তা আগেভাগে মনে করিয়ে দিয়ে তার শ্রম বাঁচানোর চেষ্টাই আমি করেছি। এই কার্যটি আপনার কাছে হতাশ করার মতো মনে হলে সেজন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা প্রার্থনা করছি। আমার লেখার ভঙ্গি আপনার কাছে কাঠখোট্টা ও হতাশাজনক মনে হলেও আমি উইকিপিডিয়ার কোনো কিছুই ব্যক্তিগতভাবে নেই না, ব্যক্তিগত আক্রোশ নিয়েও করি না। তবে যেহেতু আপনি আমাকে দেখতে পাচ্ছেন না, তাই বডি ল্যাংগুয়েজ বা দৈহিক ভাষার মাধ্যমে আমি আমার ইতিবাচকতা বোঝাতে পারি না, এবং সম্ভবত তাই একটি কথার অর্থ লিখে ইতিবাচকভাবে প্রকাশ করতেও ব্যর্থ হয়েছি। আপনি একজন অভিজ্ঞ, দক্ষ, ও পরিপক্ক উইকিপিডিয়ান হয়ে উঠুন, সেটি-ই আমি চাই, অন্য কিছু নয়। — তানভির১৭:৪৩, ৫ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Wikitanvir মজা করছিলাম। আপনারা না থাকলে কীভাবে উইকি সুশৃঙ্খল থাকতো? ছোটরা তো বড়দের কাছ থেকেই শিখবে। এজন্য আপনার (দুঃখিত দুঃখিত বলে) অত দুঃখের সাগরে নিমজ্জিত হওয়ার প্রয়োজন নেই। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৫:২৭, ৬ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নকিব ভাই, তৎসম নিবন্ধটি এশীয় মাসের কোন দেশের তালিকা থেকে অনুবাদ করা হয়েছে একটু জানাবেন। আমি খুঁজে পাচ্ছিলাম না-ShahadatHossain (আলাপ) ১০:০০, ৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ShahadatHossain তালিকাবহির্ভূত করা যায় না? এটা শ্রীলংকার সিংহলী ভাষার সঙ্গে সম্পৃক্ত বলে জমা দিয়েছি। ধন্যবাদ।নকীব সরকার বলুন... ১০:০৭, ৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
তালিকা না থাকাই বাঞ্ছনীয় তবে এশীয়া মাসের ১০ নম্বর নিয়ম অনুযায়ী শুধু তালিকা থেকেই তথ্যসূত্র ও ৩০০ শব্দ সহ সম্পূর্ণ অনুবাদ করতে হবে। তবে আপনি এই বিষয়ে প্রতিযোগিতার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। ধন্যবাদ-ShahadatHossain (আলাপ) ১০:১৪, ৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
ShahadatHossain ১০নং নিয়মে "তালিকা নিবন্ধের" কথা বলা হয়েছে - তালিকা হতে নিবন্ধ নয় (যদি আমার ভুল না হয়)। ধন্যবাদ।নকীব সরকার বলুন... ১০:২২, ৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নকিব ভাই, অনুগ্রহ করে পাকিস্তানি নিবন্ধের তথ্যছক অনুবাদ করুন এবং উৎস সম্পাদনায় অনেক এইচটিএমএল কোড দেখা যাচ্ছে, পরিষ্কারকরণ করা দরকার; সেক্ষেত্রে নিবন্ধকে গৃহীত হিসাবে পর্যালোচনা করতে আমার সুবিধা হবে। ধন্যবাদ-ShahadatHossain (আলাপ) ১০:১৯, ৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

পুনঃনির্দেশ[সম্পাদনা]

নকিব ভাই, আমি আপনার পাকিস্তানের রাষ্ট্রপ্তি নিবন্ধ পাকিস্তানের রাষ্ট্রপতি শিরোনামে তথ্য স্থানান্তর করে পুনঃনির্দেশ করে দিয়েছি। এবং পাকিস্তানের রাষ্ট্রপতি নিবন্ধ আপনি পাকিস্তানের রাষ্ট্রপতিদের তালিকা নিবন্ধে পুনঃনির্দেশ দিয়েছিলেন তা বাতিল করেছি। কারন আপনার নতুন নিবন্ধটি সঠিক শিরোনামে নিতে এটি বাতিল করতে হয়েছে। ধন্যবাদ- Shahadat Hossain (আলাপ)বার্তা পাঠান ১৩:১১, ২১ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Hi, and thank you for your contributions to Wikipedia. It appears that you recently tried to give a page a different title by copying and pasting its content into পাকিস্তানের রাষ্ট্রপতি. This is known as a "cut and paste move", and it is undesirable because it splits the page history, which is needed for attribution and various other purposes.

Unfortunately, we will have to temporarily delete the new article you created under speedy deletion criterion G6, so that the page you intended to move may be properly moved in a way that will preserve its edit history. To avoid this problem in the future, please use the "Move" tab at the top of articles in order to re-title them.

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে visiting নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। Shahadat Hossain (আলাপ)বার্তা পাঠান ০৪:৫৬, ২২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার পাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৯৩ নিবন্ধটি উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় পর্যালোচিত করেছি। আপনাকে আগ্রহ দেখে আমরা আনন্দিত! এবং আপনার পাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৯৩ নিবন্ধটি গৃহীত হয়েছে; নিবন্ধ সম্পর্কে কোন আলোচনা করতে আলাপ:পাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৯৩ পাতায় যান। সাম্প্রতিক সময়ে আপনি উইকিপিডিয়ায় চমৎকার অবদান রাখছেন। আশা করছি আপনি উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় আরও বেশী অবদান রাখবেন। ধন্যবাদ। Shahadat Hossain (আলাপ)বার্তা পাঠান ১৫:১৭, ২২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার পাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৯০ নিবন্ধটি উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় পর্যালোচিত করেছি। আপনাকে আগ্রহ দেখে আমরা আনন্দিত! এবং আপনার পাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৯০ নিবন্ধটি গৃহীত হয়েছে; নিবন্ধ সম্পর্কে কোন আলোচনা করতে আলাপ:পাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৯০ পাতায় যান। সাম্প্রতিক সময়ে আপনি উইকিপিডিয়ায় চমৎকার অবদান রাখছেন। আশা করছি আপনি উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় আরও বেশী অবদান রাখবেন। ধন্যবাদ। Shahadat Hossain (আলাপ)বার্তা পাঠান ১৫:২২, ২২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার পাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৯৭ নিবন্ধটি উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় পর্যালোচিত করেছি। আপনাকে আগ্রহ দেখে আমরা আনন্দিত! এবং আপনার পাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৯৭ নিবন্ধটি গৃহীত হয়েছে; নিবন্ধ সম্পর্কে কোন আলোচনা করতে আলাপ:পাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৯৭ পাতায় যান। সাম্প্রতিক সময়ে আপনি উইকিপিডিয়ায় চমৎকার অবদান রাখছেন। আশা করছি আপনি উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় আরও বেশী অবদান রাখবেন। ধন্যবাদ। Shahadat Hossain (আলাপ)বার্তা পাঠান ১৫:২৪, ২২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় অয়মিয়াকন নিবন্ধের পর্যালোচনা বিষয়ে![সম্পাদনা]

আপনার অয়মিয়াকন নিবন্ধটি উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় পর্যালোচিত করেছি। আপনাকে আগ্রহ দেখে আমরা আনন্দিত! এবং আপনার অয়মিয়াকন নিবন্ধটি গৃহীত হয়েছে; নিবন্ধ সম্পর্কে কোন আলোচনা করতে আলাপ:অয়মিয়াকন পাতায় যান। সাম্প্রতিক সময়ে আপনি উইকিপিডিয়ায় চমৎকার অবদান রাখছেন। আশা করছি আপনি উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় আরও বেশী অবদান রাখবেন। ধন্যবাদ। Shahadat Hossain (আলাপ)বার্তা পাঠান ১৭:০০, ২২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় তৎসম নিবন্ধের পর্যালোচনা বিষয়ে![সম্পাদনা]

আমি আপনার তৎসম নিবন্ধটি উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় পর্যালোচিত করেছি। আপনার আগ্রহ দেখে আমরা আনন্দিত! এবং আপনার তৎসম নিবন্ধটি বাতিল হয়েছে বলে আমি দুঃখিত; নিবন্ধ বাতিলের কোন কারন আলাপ:তৎসম পাতায় পেতে পারেন। এছাড়া আপনার কোন মন্তব্য বা অভিযোগ থাকলে আমার আলাপ পাতায় জানাতে পারেন। ধন্যবাদ। Shahadat Hossain (আলাপ)বার্তা পাঠান ১৭:০৬, ২২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আলাইগাল ওইভাতিল্লাই (চলচ্চিত্র)[সম্পাদনা]

@Nokib Sarkar:, আলাইগাল ওইভাতিল্লাই (চলচ্চিত্র) নিবন্ধটিতে চিত্র আপলোড করে দিন। A.Bishal (আলাপ) ০৮:২২, ২৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ভুল বুঝবেন না[সম্পাদনা]

নকিব ভাই, ছেলেটির অনুবাদ ভালো, তাই গৃহীত করে দিয়েছিলাম। আমরা নবীনদের নিয়ে ডিল করছি, ওদেরকে আটকাবেন না। পারলে না আটকে অনুবাদ সম্পূর্ণ করে দিন। ওরা যাতে উইকিপিডিয়ায় থেকে যায়, উইকিতে আগ্রহী হয়। আমাদের প্রতিযোগিতার এই হলো উদ্দেশ্য। -- আদিভাই (আলাপ) ১৮:১১, ৩০ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নবীন উইকিপিডিয়ান হিসেবে সাহায্য চাইছি[সম্পাদনা]

প্রিয় নকিব ভাই, ইংরেজি উইকিপিডিয়ার যেকোনো নিবন্ধ বাংলায় নেই এবং থাকা প্রয়োজন মনে হলেই কি আমি কোড কপি করে অনুবাদ করে দেব? উইকি ডাটা কিংবা ইংরেজি উইকিপিডিয়ার সাথে সমন্বয়ের কাজ না করেই? উল্লেখ্য, আমি এখনো তাতে অভ্যস্ত হতে পারিনি। আমার মনে হয় যথেষ্ঠ টেকনিক্যাল জ্ঞানার্জনের পূর্ব পর্যন্ত সেটি করাই আমার জন্য সুবিধাজনক (যদি সম্ভব হয়) ধন্যবাদ ❤ - Mrb (আলাপ) ০৬:৩৩, ৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Mrb Rafi: আপনি বিশেষ:বিষয়বস্তু_অনুবাদ ব্যবহার করে ইংলিশ উইকি থেকে যেকোনো পাতা অনুবাদ কতে পারেন (যদি বাংলা উইকিতে না থাকে)। এই সরঞ্জাম স্বয়ংক্রিয় ভাবে উইকিউপাত্তের সাথে সংযোগ করে দিবে। ধন্যবাদ! জনি (আলাপ) ০৬:৪৫, ৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
রাফি ভাই
জ্বি, আপাতত আপনি এভাবেই করুন। ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবেন। অনুবাদ শেষ হলে কোনো অভিজ্ঞ উইকিপিডিয়ানকে নক দিয়ে বলবেন উইকিউপাত্ত সংযোগ ঠিক করে দিতে। আপনি চাইলে আমি আপনাকে একটি তালিকা দিতে পারি। আপনার ব্যবহারকারী পাতা তৈরি করুন (চাইলে আমার মতো) - এটি তুলনামূলক জরুরী। কারণ আপনার সঙ্গে অফলাইনে যাতে অন্যান্যরা যোগাযোগ করতে পারে, আপনি কোন ভাষা বোঝেন/বোঝেন না- এসব মাথায় রেখে করুন। ধন্যবাদ। উইকিপিডিয়ায় পদচারণা (আক্ষ. অঙ্গুলীচারণা) শুভ হোক। - নকীব সরকার বলুন... ০৬:৫০, ৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

চাচী ৪২০ চলচ্চিত্রের পোস্টার[সম্পাদনা]

@Nokib Sarkar:, চাচী ৪২০ নিবন্ধটিতে চিত্র আপলোড করে দিন। রনি শিকদার (আলাপ) ১১:২৮, ৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

মঞ্জিল (১৯৬০ এর চলচ্চিত্র)[সম্পাদনা]

@Nokib Sarkar:, মঞ্জিল (১৯৬০ এর চলচ্চিত্র) নিবন্ধটির কাজ শেষ করুন, অনেক কিছু 'লাল' রয়েছে, যেমনঃ আঁচলা সাচদেব তৈরি করুন। বিশাল জ্যাক (আলাপ) ০৬:৫৫, ৬ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় মেনিন কাজাখস্তানিম নিবন্ধের পর্যালোচনা বিষয়ে![সম্পাদনা]

সুপ্রিয় Nokib Sarkar!
আমি আপনার মেনিন কাজাখস্তানিম নিবন্ধটি উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় পর্যালোচিত করেছি। আপনার আগ্রহ দেখে আমরা আনন্দিত! এবং আপনার মেনিন কাজাখস্তানিম নিবন্ধটি গৃহীত হয়েছে; নিবন্ধ সম্পর্কে কোন আলোচনা করতে আলাপ:মেনিন কাজাখস্তানিম পাতায় যান। সাম্প্রতিক সময়ে আপনি উইকিপিডিয়ায় চমৎকার অবদান রাখছেন। আশা করছি পরবর্তীতে আপনি উইকিপিডিয়া এশীয় মাস প্রতিযোগিতায় আরও বেশী অবদান রাখবেন। ধন্যবাদ। Shahadat Hossain (আলাপ)বার্তা পাঠান ১২:২১, ৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপদক[সম্পাদনা]

উইকিপদক
তুলনামূলকভাবে নতুন অবদানকারী হয়েও বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধিতে অসামান্য অবদানের (৩১২টি মানসম্পন্ন নিবন্ধ তৈরি) সামান্য স্বীকৃতির লক্ষ্যে এই উইকিপদক প্রদান করছি। বাংলা উইকির মানোন্নয়নে আপনার আন্তরিক অবদান অব্যাহত থাকবে এই কামনা করছি। ধন্যবাদ।  – তানভির মোর্শেদ (আলাপ) ১৬:৪৯, ৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পে আমন্ত্রণ[সম্পাদনা]

সুধী,
আমরা কয়েকজন বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে ‘কয়েকটি নিবন্ধ সমৃদ্ধ করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সব উপজেলার নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প। ধন্যবাদ - নাহিদ সুলতান (আলাপ), বৃহস্পতিবার ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

সুন্দর রসবোধ পদক
প্রিয় নকিব, আপনি খুব দ্রুততার সাথে ভালোমানের বেশ কিছু নিবন্ধ তৈরি করেছেন। যা দেখেই খুবই ভালো লাগছে। এছাড়া বিভিন্ন আলাপ পাতায় আপনার বার্তাগুলোও বেশ রসবোধ রয়েছে। নতুনদের জন্যে অনুকরণীয়। তাই আপনাকে এ পদক দিলাম। আপনার স্বেচ্ছাশ্রম শুভ হোক। দেলোয়ার () • ১৯:০৯, ১৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ল্যাপটপ[সম্পাদনা]

সুপ্রিয় নকীব,

গতকাল তোমার সাথে কথা বলার সময় প্রসেসটা বলা হয়নি। ল্যাপটপ এর জন্য আসলে তোমাকে এই পৃষ্ঠাতে যেতে হবে। সেখানে তোমার ইউজারনেম লিখে "Request a laptop" বাটনে ক্লিক করলে একটা ফর্ম আসবে, সেটা ঠিকভাবে পূরণ করতে হবে। এরপর সম্ভবত সেখানে কমিউনিটি এন্ডোর্সমেন্টের প্রয়োজন হবে। এ ব্যাপারে তুমি উইকিমিডিয়া বাংলাদেশের মেইলিং লিস্টে লিখতে পারো, সেটা না করলেও তোমার পক্ষে আমি উইকিপিডিয়ানদের অনুরোধ করতে পারি এন্ডোর্সমেন্টের জন্য। তাই তোমার উচিত হবে দ্রুত ফর্মটা পূরণ করে জমা দেয়া। কোন সমস্যা হলে আমাকে জানাতে পারো। ধন্যবাদ।  – তানভির মোর্শেদ (আলাপ) ০৬:০৩, ২৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

জিনেদিন জিদান নিবন্ধটি কি ভালো নিবন্ধ হিসেবে উত্তীর্ণ[সম্পাদনা]

জিনেদিন জিদান নিবন্ধটি কি ভালো নিবন্ধ হিসেবে উত্তীর্ণ? পর্যালোচনার ইতিহাসে উত্তীর্ণ নাকি অনুত্তীর্ণ এই ব্যাপারে কোন মন্তব্য নেই। কিন্তু আলাপ পাতায় বলা হচ্ছে এটি উত্তীর্ণ। নিবন্ধটিও অসম্পূর্ণ এবং এতে আরো অনেক হালনাগাদ করা দরকার, বিশেষ করে কোচ হিসেবে তার কর্মজীবন। তথ্যসূত্রগুলোও ত্রুটিপূর্ণ। ভালো নিবন্ধের পর্যালোচনার সময় এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কারণ ভালো নিবন্ধের পর্যালোচনা কোন নিবন্ধ প্রতিযোগিতার নিবন্ধ পর্যালোচনার মত নয়। এতে আরো বেশি নিরীক্ষণ ও যাচাইয়ের প্রয়োজন। নিবন্ধগুলো ভালো হিসেবে উত্তীর্ণ হওয়ার যোগ্য না থাকলে নিবন্ধ প্রণেতা বা সেই বিষয়ে আগ্রহী কাউকে বার্তা পাঠান। ধন্যবাদ।--ওয়াকিম (আলাপ) ২১:৫৯, ২৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ওয়াকিম ভাই, বার্তা পাঠানোর জন্য ধন্যবাদ। আসলে কোনো যান্ত্রিকতা কিংবা রচনাশৈলীগত ত্রুটি ছিল না। আর তাছাড়া যেহেতু আপনি বলেছিলেন যে নিবন্ধের আকার ভালো নিবন্ধ পর্যালোচনার ক্ষেত্রে কোন প্রভাব ফেলে না। তাই আমি এদিকে নজর দেইনি। জিনেদিন জিদান কোচ ছিলেন সে সম্পর্কে আমার খেয়াল ছিলনা। পর্যালোচনায় ইতিহাসের আমি ভালো নিবন্ধের টেমপ্লেট যুক্ত করতে ভুলে গিয়েছিলাম। এক্ষেত্রে আমি দায় স্বীকার করছি। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে বাংলায় ভালো নিবন্ধের গুণমানের মানদন্ডের ব্যাপারে সুস্পষ্ট ভাবে মূলনীতিতে উল্লেখ নেই – যেমন একটি পাতার মধ্যে কি কি তথ্য থাকলে সেটা সম্পূর্ণ হিসেবে গণ্য হবে অন্যথায় অসম্পূর্ণ গণ্য হবে। মূলনীতিতে বলা হয়েছিল শুধুমাত্র আলাপ পাতায় টেমপ্লেট যোগ করা। বাকিগুলো বট দ্বারা করা হবে। কিন্তু বাংলা উইকিপিডিয়ায় তেমন কোন বট আমি দেখতে পাচ্ছি না বা থাকলেও কার্যক্রম আমার চোখে পড়েনি। (তাই আমি এ ব্যাপারে উদ্যোগ নিয়েছি। এখন আপাতত সেই বটের উন্নয়নে একটু সময় দিচ্ছি। তাই উত্তর দিতে হয়তো একটু দেরি হয়ে গেল। এজন্য ক্ষমা করবেন। ধন্যবাদ। - নকীব সরকার বলুন... ০৪:২৬, ২৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

শিবাজী (চলচ্চিত্র)[সম্পাদনা]

@Nokib Sarkar:, নকীব সরকার ভাই, শিবাজী (চলচ্চিত্র) নিবন্ধটিতে চিত্র আপলোড করে দিন, নিবন্ধটির ইংরেজি সংস্করণ দেখুন এখানে116.58.202.102 (আলাপ) ০৭:৩৬, ৩১ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

সুপ্রিয় Nokib Sarkar,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Nokib Sarkar। আলাপ:তত্ত্বাবধানে জ্ঞানার্জন পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৭:৪৫, ৭ জুলাই ২০১৯ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪৫, ৭ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ পরিষ্কারকরণ[সম্পাদনা]

প্রিয় নকিব ভাই, আপনার তৈরিকৃত নিবন্ধগুলোর কিছু অসম্পূর্ণ এবং ব্যাকরণগত ভুল প্রত্যক্ষ করেছি৷ সেগুলো ঠিক করবেন বলে আশা করছি৷ আর আপনার অ্যাবডাক্টিভ লজিক প্রোগ্রামিং পাতাটি পরীক্ষিত করে দিয়েছি৷ আশা করছি এটিও সম্পূর্ণ করবেন। আর info box এ নিবন্ধ সংখ্যার সঠিক তথ্য দিলে কেউ বিভ্রান্ত হবে না৷ ধন্যবাদ। —রুহান (আলাপ) ১৬:১৫, ২১ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Wiki Ruhan: ধন্যবাদ। তবে আমার বোধহয় আপনি আমার কর্মকান্ডকে ব্যক্তিগতভাবে নিয়েছেন। আসলে তা একেবারেই নয়। কেননা আপনি লক্ষ্য করবেন আমি শুধুমাত্র আপনার চিত্রগুলোই অপসারণের জন্য আবেদন করি নি, বরং উৎসবিহীন আরো অনেক চিত্রে অপসারণের প্রস্তাবনা করেছি,(যা উইকিপিডিয়া ফাইল নীতিমালা অনুসারে ৭ দিনের মধ্যে অপসারণ হয়ে যাওয়া উচিৎ ছিল), যা আপনি আমার অবদান দেখতে পারেন। এছাড়াও প্রকল্পটির নীতিমালা অনুসারে এই বার্তাটি সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতায় দেয়া উচিত এবং এক্ষেত্রে পরীক্ষিত করা মূলত অধিকারের অপব্যবহার বলে আমি মনে করি। তবুও ত্রুটিগুলো ধরিয়ে দেয়ার আবারো জন্য ধন্যবাদ।নকীব সরকার বলুন... ০৫:০৩, ২২ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]


আপনার তৈরি অ্যাবডাক্টিভ লজিক প্রোগ্রামিং নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় Nokib Sarkar,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি অ্যাবডাক্টিভ লজিক প্রোগ্রামিং নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ~ যুদ্ধমন্ত্রী আলাপ, মঙ্গলবার ১৮:৩৭, ২৩ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

রোলব্যাক অধিকার প্রসঙ্গে[সম্পাদনা]

আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আপনার আবেদনক্রমে অ্যাকাউন্টের সাথে "রোলব্যাক" অধিকার যুক্ত করা হয়েছে। আশাবাদী যে, ধ্বংসপ্রবণতা রোধের উদ্দেশ্যে রোল্যব্যাক অধিকার যথাযথভাবে প্রয়োগ ঘটাবেন। এ অধিকারটি বিশ্বস্ত সম্পাদনা প্রত্যাবর্তন বা ফেরত নেয়ার কাজে অথবা সম্পাদনা যুদ্ধের কাজে ব্যবহার করবেন না। রোলব্যাক অধিকার সম্পর্কিত আরো তথ্যের জন্য - উইকিপিডিয়া:রোলব্যাক পড়ুন। ধন্যবাদ সহযোগে - Suvray (আলাপ) ১১:৫৩, ২৬ জুলাই ২০১৯ (ইউটিসি) ধন্যবাদ[উত্তর দিন]


আপনার তৈরি পূর্ণসংখ্যা শ্রেণীকরণ নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় Nokib Sarkar,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি পূর্ণসংখ্যা শ্রেণীকরণ নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ~ যুদ্ধমন্ত্রী আলাপ, বৃহস্পতিবার ১৯:৪৮, ০১ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]


আপনার তৈরি তত্ত্বাবধানে জ্ঞানার্জন নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় Nokib Sarkar,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি তত্ত্বাবধানে জ্ঞানার্জন নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ~ যুদ্ধমন্ত্রী আলাপ, বৃহস্পতিবার ১৯:৪৮, ০১ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]


আপনার তৈরি অনলাইন পরিচয় নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় Nokib Sarkar,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি অনলাইন পরিচয় নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ~ যুদ্ধমন্ত্রী আলাপ, বৃহস্পতিবার ১৯:৪৯, ০১ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার তৈরি মেয়ার-ভিয়েটারস ক্রম নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় নকীব ভাই,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি মেয়ার-ভিয়েটারস ক্রম নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় যোগাযোগ করুন অথবা সরাসরি ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার শুভযাত্রায় আমি অংশীদার হতে পেরে আনন্দিত!—রুহান (আলাপ) ১২:০৭, ২ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার তৈরি উৎপাদকে বিশ্লেষণ নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় নকীব ভাই,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি উৎপাদকে বিশ্লেষণ নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় যোগাযোগ করুন অথবা সরাসরি ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার শুভযাত্রায় আমি অংশীদার হতে পেরে আনন্দিত! — Wiki Ruhan (আলাপ) ০৫:২২, ২০ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার তৈরি ইউপেক পদ্ধতিতে জৈব রসায়নের নামকরণ নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় নকীব ভাই,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি ইউপেক পদ্ধতিতে জৈব রসায়নের নামকরণ নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় যোগাযোগ করুন অথবা সরাসরি ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার শুভযাত্রায় আমি অংশীদার হতে পেরে আনন্দিত!— Wiki Ruhan (আলাপ) ১৫:২৯, ৩০ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Wiki Ruhan: Congrats on me😁😁😁😁নকীব সরকার বলুন... ০৬:২৪, ৩১ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯[সম্পাদনা]

সুপ্রিয় Nokib Sarkar,

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি অক্টোবর থেকে অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে ডাকযোগে পুরস্কার প্রেরণ শুরু করবে। সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। ১ অক্টোবর থেকে ফর্মে সরবরাহ করা ইমেইল ঠিকানায় যোগাযোগ শুরু হবে। যদি আপনি ইতিমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না (করলে আমাদের কাজ অনেক বৃদ্ধি পাবে)। এই প্রতিযোগিতার আয়োজক ‘উইকিমিডিয়া বাংলাদেশ’ এবং সহযোগী ‘জাগো নিউজ’-এর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। -নাহিদ সুলতান (আলাপ) সোমবার ১৭:৩১, ০২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ভাইয়া, লক্ষ্য করলাম আপনি বাংলা ভাষা নিবন্ধ অনেক ইংরেজি লেখা যোগ করেছেন। বুঝতে পেরেছি যে আপনি তা অনুবাদ করবেন। কিন্তু অনুগ্রহ করে এইভাবে নিবন্ধে ইংরেজি লেখা যোগ করবেন না। বরং এইভাবে কাজ করুন: আপনি যে অংশ অনুবাদ করতে চান তার ইংরেজি লেখা এনে ব্যবহারকারী:Nokib Sarkar/খেলাঘর পাতায় যোগ করুন (আপনি অনুসন্ধান বাক্সের পাশে আইকনে ক্লিক করেও খেলাঘর এ যাবার লিঙ্ক পাবেন)। এবার খেলাঘরে সকল অনুবাদ সম্পন্ন করুন তারপর কাজ শেষ হলে অনূদিত লেখা মূল নিবন্ধে যোগ করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫৪, ৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান: আচ্ছা, ধন্যবাদ। তবে বাংলা উইকিপিডিয়ার প্রথম নিবন্ধ হওয়া সত্ত্বেও এটি এখনো ভালো নিবন্ধই হতে পারলো না, ভাবতেই কেমন লাগে।যদি আরো একটি কমিটি গঠন করে কাজ করা যেত তবে ভালো হতো। নকীব সরকার বলুন... ১৭:৪২, ৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

বট ব্যবহার[সম্পাদনা]

অনুমোদন ছাড়া বট দিয়ে অনেকগুলো সম্পাদনা করা যাবে না। বট অনুমোদনের জন্য উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ-এ অনুরোধ করতে পারেন — Ahmad ০৫:১৩, ১১ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Ahmad Kanik: আমি দুঃখিত। আমি আসলে সময়মত আপনার বার্তা দেখতে পাই নি। আর আমার খেয়াল ছিল না যে অনুমোদন প্রয়োজন। আমি ভেবেছিলাম যে, দশকের নিবন্ধগুলোর মধ্যে সবগুলোই একই লেখা, টেমপ্লেট; যা হাতে করাটা একটু কষ্টকর। তাই আর কি...

নকীব সরকার বলুন... ০৫:২৬, ১১ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]


পরামর্শ[সম্পাদনা]

অনুগ্রহপূর্বক কোনো নতুন নিবন্ধের শেষ সম্পাদনার এক ঘণ্টার মাঝে সেই নিবন্ধে সম্পাদনা করবেন না। তাহলে, নিবন্ধ তৈরিকারী যদি নতুন অংশ সম্পাদনা করে যোগ করেন, তাহলে সেই সম্পাদনা হারিয়ে যাবার সম্ভাবনা থাকে।--S. M. Nazmus Shakib (আলাপ) ১১:৫৪, ১৩ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@S. M. Nazmus Shakib: আমি দুঃখিত। আমি আসলে খেয়াল করি নি।তবে জানানোর জন্য ধন্যবাদ। -নকীব সরকার বলুন... ১১:৫৭, ১৩ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া অ্যাডভেঞ্চারে স্বাগতম![সম্পাদনা]

হাই Nokib Sarkar! আমরা খুবই আনন্দিত যে আপনি আমাদের সম্প্রদায় ও লক্ষ্যের সাথে পরিচিত হওয়ার এই বন্ধুসুলভ ও মজাদার পদ্ধতির খেলাটি খেলে তা শিখতে চেয়েছেন। আমার মতে, এই সংযোগগুলো আপনার শুরু করার ক্ষেত্রে সহায়ক হতে পারে।

-- ১৬:২০, রবিবার ১৫ সেপ্টেম্বর, ২০১৯ (ইউটিসি)

সাহায্য নিন
উইকিপিডিয়া অ্যাডভেঞ্চার সম্পর্কে | তারকামণ্ডলীর বিশ্রামকক্ষে প্রবেশ করুন

উইকিপিডিয়া অ্যাডভেঞ্চারে স্বাগতম![সম্পাদনা]

হাই Nokib Sarkar! আমরা খুবই আনন্দিত যে আপনি আমাদের সম্প্রদায় ও লক্ষ্যের সাথে পরিচিত হওয়ার এই বন্ধুসুলভ ও মজাদার পদ্ধতির খেলাটি খেলে তা শিখতে চেয়েছেন। আমার মতে, এই সংযোগগুলো আপনার শুরু করার ক্ষেত্রে সহায়ক হতে পারে।

-- ১৬:২২, রবিবার ১৫ সেপ্টেম্বর, ২০১৯ (ইউটিসি)

সাহায্য নিন
উইকিপিডিয়া অ্যাডভেঞ্চার সম্পর্কে | তারকামণ্ডলীর বিশ্রামকক্ষে প্রবেশ করুন

অযাচিত সংযোগ তৈরি[সম্পাদনা]

প্রিয় বন্ধু, প্যানগ্রাম পাতায় করা আপনার সম্পাদনা অযাচিত বলে মনে হচ্ছে তাই সম্পাদনা পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। প্যানগ্রাম পাতায় উল্লেখিত "জিকো" এবং আপনার সংযোগকৃত ফুটবলার জিকো একই ব্যক্তি নন। তাই এই এই সংযোগটি অবৈধ। একইভাবে আপনি "আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য পরিষদ" পাঠে সিঙ্গাপুর সাহিত্য সভার সংযোগ দিয়েছেন কিন্তু এদুটো প্রতিষ্ঠান সম্পূর্ণ আলাদা। আমি মনে করি, সংযোগ তৈরিতে আপনার আরো সংযত হওয়া উচিত। একই শব্দ বা নাম হলেও সংযোগ দেওয়া উচিত নয় যদিনা তার বিষয়বস্তু সদৃশ না হয়।

ধন্যবাদ, রেহমান তুষার (আলাপ) ১১:০৯, ১৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Aishik Rehman: ধন্যবাদ ভাইয়া। বুঝতে পেরেছি। তথ্যসূত্র ঠিক আছে? - নকীব সরকার বলুন... ১১:৩৮, ১৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Nokib Sarkar: হ্যাঁ, তথ্যসূত্র ঠিক আছে। ধন্যবাদ, বাংলা উইকিপিডিয়ার সাথে থাকার জন্য।

@Aishik Rehman: ধন্যবাদ, আপনাকেও।তবে লিপোগ্রাম এর বাংলা পরিভাষা করলে ভালো হত। এছাড়াও শুক্তিবাক্য নিবন্ধে আপনি বলেছেন ...এটি একটি লিপোগ্রাম। তাহলে লিপোগ্রাম নিবন্ধে...। তাছাড়া আমার আলাপ পাতায় কষ্ট করে আমাকে পিং না করলেও চলবে। স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়। নকীব সরকার বলুন... ১১:৫৩, ১৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি চিজবার্গার![সম্পাদনা]

ক্ষমা করুন নকিব। Good Boy Nakib (আলাপ) ০৯:২১, ২৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Nokib Sarkar: আপনি বিশাল খানের বার্তা অপছন্দ করবেন ভেবে অপসারণ করেছিলাম। পরে অপছন্দ করবেন না বুঝতে পেরে ফিরিয়ে আনলাম। — Ahmad ০৭:৫১, ৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Ahmad Kanik: ব্যাপারটা কি একটু খোঁচা হয়ে গেল না??? যাই হোক আমি কারো ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেই না। তাছাড়া বার্তাটিতে অনুপযুক্ত কিছুই নেই। শিধুমাত্র উইকিভালোবাসা আছে। সুতরাং এতে আমার কোনো আপত্তি নেই।-ধন্যবাদনকীব সরকার বলুন... ০৮:০১, ৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

বিশাল খান লক্ষ্য করুন[সম্পাদনা]

প্রিয় নামহীন, আশা করি আপনি ভালো আছেন। আপনি সম্প্রতি আমার নামে অ্যাকাউন্ট খোলার পর হয়তো আপনি ভাবছেন আমি রাগ করেছি। আসলে মোটেও তা নয়। রাগ যে একেবারেই হয় নি তা নয়। একটু খারাপ লেগেছিল। কিন্তু পরক্ষণেই ভালো লাগলো, যাক আপনি একজন মানুষ। আমি জানি না আপনি এই লেখাটি পড়ছেন কি না। যদি আপনি না পড়ে থাকেন তবে অন্যদের অনুরোধ করব এটি এড়িয়ে যেতে।আর হ্যাঁ, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আপনি দয়া করে যদি এভাবে অন্যদের নামে (কিংবা আমার নামে) এভাবে অ্যাকাউন্ট খোলা থেকে বিরত থাকেন তবে আমার কাছে খুবই ভালো লাগবে। আমি জানি আপনি ব্যক্তিগত জীবনে অনেকটাই আবেগস্পর্শী [২]। তাছাড়া আপনি একজন ভালো উইকিপিডিয়ান হতে পারতেন। নকীব সরকার বলুন... ১১:২৪, ২৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

যুক্তিসমূহ[সম্পাদনা]

আল আকসা মসজিদ[সম্পাদনা]

ভাই, আল আকসা মসজিদ নিবন্ধটি একটু উইকিফাই করুন এবং পারলে Definition অনুচ্ছেদটি অনুবাদ করে দিয়েন। ধন্যবাদ কায়সার আহমাদ (আলাপ) ১৩:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Kayser Ahmad: দেখি চেষ্টা করে। সময় থাকলে বাংলা ভাষা নিবন্ধটি পর্যালোচনা করুন। ধন্যবাদ।নকীব সরকার বলুন... ১৩:৫২, ২৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Nokib Sarkar:, বালি (কবি) পাতাটিতে পাতাটির ইংরেজি সংস্করণ থেকে চিত্র ডাউনলোড করে বাংলা উইকিতে বিশেষ:আপলোড ব্যবহার করে যথাযথ বিবরণ দিয়ে আপলোড করে দিন; আপনি এখনো আপনার নিজের প্রোফাইল চিত্র পরিবর্তন করেন নি, অনুগ্রহ করে ওটাতে পরিবর্তন আনুন (যেহেতু আমি উইকিপিডিয়া:স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিতকৃত ব্যবহারকারী হইনি তাই আপনার কাছে যাহায্য চেয়েছি, আপনার ইচ্ছে হলে সাহায্য করবেন, না হলে করবেন না)। অরবিন্দ স্বামী (আলাপ) ০৮:১৪, ২৮ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

স্টার প্লাসের লোগো আপলোডের জন্য অনেক ধন্যবাদ নকিব সরকার ভাই[সম্পাদনা]

@Nokib Sarkar:, স্টার প্লাস এর চিত্র আপলোডের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অরবিন্দ স্বামী (আলাপ) ০৯:৫২, ২৮ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@অরবিন্দ স্বামী: স্বাগতম। আপনাকেও ধন্যবাদ।

স্টার ইন্ডিয়া[সম্পাদনা]

@Nokib Sarkar:, নকিব সরকার ভাই, স্টার ইন্ডিয়া পাতাটিতে চিত্র আপলোডের অনুরোধ করছি; পাতাটির ইংরেজি সংস্করণে চিত্র আছে। কামাক্ষা (আলাপ) ০৬:১৭, ২৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

কিশোর কুমার পাতাটিতে উইকিমিডিয়া কমন্সের চিত্র দেওয়া হয়েছে[সম্পাদনা]

@Nokib Sarkar:, কিশোর কুমার পাতাটিতে ব্যবহৃত এই চিত্রটি (অ-উন্মুক্ত)তে অনুগ্রহ করে অপসারণ ট্যাগ লাগান; কিশোর কুমার একজন নামকরা গায়ক, তার ছবি অ-উন্মুক্ত মানায়না, উইকিমিডিয়া কমন্সের চিত্র কিশোর কুমারের ইংরেজি উইকি পাতাতেও ব্যবহৃত হচ্ছে; আর হ্যাঁ কিশোর কুমারের আগে উইকিমিডিয়া কমন্সে চিত্র ছিলোনা তাই আগে অ-উন্মুক্ত চিত্র আপলোড দেওয়া হতো; আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। বিশাল খানের সকপাপেট (আলাপ) ০৬:১৭, ১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@বিশাল খানের সকপাপেট: আপনি হয়তো লক্ষ্য করবেন আমি আপনার ন্যায়সঙ্গত অনুরোধগুলো রাখার চেষ্টা করি। আপনি কি আমার অনুরোধ রাখবেন, প্লিজ।আবারো বলছি, প্লিজ উইকিপিডিয়ায় আপনাকে প্রয়োজন। নকীব সরকার বলুন... ০৬:২০, ১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Nokib Sarkar:, নকিব সরকার ভাই, উইকিপিডিয়াতে আমি ২০১৩ সালে যাত্রা শুরু করেছিলাম (ব্যবহারকারী:Bishal Khan এর আলাপ পাতার অভর্থ্যনা বার্তা দেখুন); আমি ইংরেজি এবং বাংলা দুই উইকিতেই লিখতাম; আমার আগ্রহের বিষয় মূলত ছিলো চলচ্চিত্র (এখনো আছে) এবং সামরিক বাহিনী (এখন নেই বলা যায়); কিন্তু ইংরেজি উইকিতে আমার সম্পাদনা বারবার পূর্বাবস্থায় ফিরিয়ে আনতেন এক বাঙালি উইকিপিডিয়ান (ব্যবহারকারী:Arr4) এবং তিনি ইংরেজি উইকি প্রশাসকদের কাছে আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলতেন, আমি নাকি ভুল সম্পাদনা করি, আমি নাকি ভুল তথ্য ঢোকাই উইকিতে এবং এক তিনি অনেক অভিজ্ঞ (সেই সময়ে) উইকিসম্পাদক হওয়ায় আমার বিরুদ্ধে শক্ত অভিযোগ গড়ে তুলে আমাকে ইংরেজি উইকিতে ব্লক (বাঁধাপ্রদানে) সক্ষম হন; মন খারাপ হয়ে যায়, আমি তখনো বাংলা উইকিতে বাঁধাপ্রাপ্ত হইনি, কিন্তু মনে ঘা ছিলো এবং বাংলা উইকিতে আমি কবে ধ্বংসপ্রবণ কাজ শুরু করি সেটা Bishal Khan এর অবদান দেখুন (দেখুন এখানে), মূলত ক্ষোভ থেকে ধ্বংসতা এবং সকপাপেট আইডি তৈরি শুরু করি আমি; আমার বিভিন্ন সকপাপেট আইডি অনেক নিবন্ধ বাংলা উইকিতে নিয়ে আসে যা আগে বাংলা উইকিতে কেউ আনতে চাইতোনা (যেমনঃ সেনাবাহিনী প্রধান (ভারত) একটা গুরুত্বপূর্ণ নিবন্ধ), তামিল চলচ্চিত্র শিল্পের বিষয়শ্রেণী দেখুন (তামিল ভাষার চলচ্চিত্র) আমি তামিল ভাষার চলচ্চিত্র ৬ টা থেকে ৮০টির উপরে বানিয়ে দিয়েছি (বিভিন্ন সকপাপেট আইডি ব্যবহার করে)।

যাই হোক,নকিব সরকার ভাই, আমি উইকিপিডিয়াকে পছন্দ করি বলেই বারবার বাঁধাপ্রাপ্ত হয়েও চলে আসি। বিশাল খানের সকপাপেট (আলাপ) ০৬:৩৬, ১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@বিশাল খানের সকপাপেট: সম্প্রতি আমি সেটা বুঝতে পেরেছি। আমি আপনাকে ছোট ভাই হিসেবে অনুরোধ করছি, প্লিজ বাংলা উইকির ক্ষতি করে ইংরেজি উইকির কিছুই হবে না। বরং আমাদের এই ছোট্ট উইকিতে আপনি অবদান রাখলেন সেটা ইংরেজি উইকের সেই ব্যবহারকারীর সম্পাদনার বিরুদ্ধে একটি গঠনমূলক জবাব হবে। অর্থাৎ এর মাধ্যমে আপনি তাকে বুঝাতে পারবেন যে "আমার সম্পাদনাঃ ভুল কিংবা ধ্বংসাত্মক ছিল না"। তিনি তো বাংলা উইকিতে অবদান রাখেন না। সুতরাং তার কর্মকান্ডের জন্য প্লিজ আমাদের এই ছোট্ট উইকিতে দায়ী করবেন না। আমি আবার অনুরোধ করছি প্লিজ, উকিপিডিয়ায় আপনাকে প্রয়োজন। আপনি যদি সম্প্রদায়ের কাছে ক্ষমা চেয়ে কোনো বার্তা লেখেন অথবা গঠনমূলক সম্পাদনার প্রতিশ্রুতি দেন তাহলে বোধহয় এই বাংলাউইকি আবারো সমৃদ্ধ হয়ে উঠবে।নকীব সরকার বলুন... ০৬:৪৪, ১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Nokib Sarkar:, বাংলা উইকি সমৃদ্ধ হোক - এটা আমার ২০১৩ সালের ইচ্ছা; যাই হোক আমি উইকিতে যেভাবেই হোক আছি এবং থাকবো - এটাই আমার শেষ কথা; শ্রীলঙ্কা সেনাবাহিনী নারী শাখা আমিই তৈরি করেছিলাম এবং এটার এখন হালনাগাদ দরকার, নতুন চিত্র দরকার যা আমার সকপাপেটের স্বল্প-পরিসরে দেওয়া সম্ভব নয়; আপনি পাতাটি চাইলে ওটির ইংরেজি সংস্করণ অনুযায়ী হালনাগাদ করতে পারেন; আর নাহিদ ভাই আমাকে ব্লক করে কোনো ভুল কাজ করেননা, ওনাকে ব্লক করতে দিন, উনি ওনার দায়িত্ব পালন করেন, বাংলা উইকির নীতিই এরকম; আর হ্যাঁ, Arr4 বাংলা উইকিতে লিখতেন, যেমন ধরুনঃ ব্যবহারকারী:Arr4/খেলাঘর এটা দেখুন। বিশাল খানের সকপাপেট (আলাপ) ০৬:৪৯, ১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Nokib Sarkar: বিমান বাহিনী প্রধান (ভারত) নিবন্ধটি পরিবর্তন করুন, ভারতের নতুন বিমান বাহিনী প্রধান এসেছেন; নিবন্ধটির ইংরেজি ভার্সন দেখুন। 119.30.39.180 (আলাপ) ১৬:০৯, ৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি) (Bishal)[উত্তর দিন]

একটি অনুরোধ এবং পর্যালোচনার আবেদন[সম্পাদনা]

আসসালামু আলাইকুম! আমি উইকিপিডিয়ায় সম্প্রতি বাংলাদেশের কিছু শহর সম্পর্কে কয়েকটি নিবন্ধ তৈরি করেছি। এটা অবশ্যই জানার একটি বিষয় যে পৌরসভা এবং শহর একই বিষয় নয়। কিন্তু সম্প্রতি Mustafakanal নামের একজন ব্যবহারকারী শহরের নামের নিবন্ধ গুলোকে এদের পৌরসভার পাতায় পুনর্নির্দেশ করছেন। যেমন: ফেনী বা ছাগলনাইয়া হলো শহর বা শহরাঞ্চল এবং এ শহরের পৌরসেবা এবং পরিচালনার দায়িত্বে রয়েছে ফেনী পৌরসভা এবং ছাগলনাইয়া পৌরসভা নামক স্থানীয় সরকার সংস্থা। তাহলে ফেনী এবং ফেনী পৌরসভা একই বিষয় নয়! আবার বলা যায়, চট্টগ্রাম একটি শহর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এ শহর পরিচালনার দায়িত্বে আছে এমন একটি সংস্থা। তাহলে চট্টগ্রাম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন কি একই হল? অবশ্যই নয়! আপনার কাছে আমার অনুরোধ রইল আপনি ব্যবহারকারী:MustafaKamal এর পেজটিতে গিয়ে আমি একটি প্রশ্ন করেছি সেটি দেখবেন এবং সে যদি উত্তর দেয় তাও দেখবেন এবং আমি যে পেজগুলো তৈরি করেছি এবং সে এ পেজগুলোকে এদের পৌরসভায় কেন নির্দেশ করেছে? তার একটি তালিকা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনি সে পেজগুলোতে গিয়ে দেখবেন অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা লিখা আছে কিনা অর্থাৎ আপনি পর্যালোচনা, পরীক্ষণ করবেন।

এ পেজগুলোতে আমি তৈরির সময় যথাযথ তথ্যসূত্র উল্লেখ করেছি।

আপনাকে একটি উইকিপিডিয়া টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করা হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় Nokib Sarkar,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য ধন্যবাদস্বরূপ উইকিপিডিয়া টি-শার্টের প্রস্তাবনা পাতায় আপনাকে টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করেছি। ধন্যবাদ।

আপনার উইকিযাত্রা শুভ ও আনন্দময় হোক এই কামনায় -ImranAvenger (আলাপ), বৃহস্পতিবার ১৬:২০, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

দলগত কাজের পদক
সুপ্রিয় Nokib Sarkar,

বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে এক বা একাধিক নিবন্ধ সৃষ্টি করে উইকিপিডিয়া সমৃদ্ধিতে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি। -নাহিদ সুলতান (আলাপ) শুক্রবার ১৮:৫৯, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@NahidSultan: ধন্যবাদ নকীব সরকার বলুন... ০৭:৫৬, ১২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

গুরু এন আলু (তামিল চলচ্চিত্র)[সম্পাদনা]

@Nokib Sarkar:, গুরু এন আলু পাতাটিতে চিত্র আপলোড করে দিন। ডাগমাগ ডিগা (আলাপ) ০৪:১২, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ভালো নিবন্ধ পর্যালোচনা বিষয়ে[সম্পাদনা]

আপনি আলাপ:হট চকলেট পাতায় ভালো নিবন্ধের পর্যালোচক হিসাবে স্বাক্ষর করেছেন। কিন্তু আপনি পর্যালোচনা করেন নি। এটি পর্যালোচক: @RockyMasum: করেছেন, তিনি সম্ভবত ট্যাগ যোগ করতে ভুলে গিয়েছিলেন। কিন্তু নকিব সরকার আপনি নিজে সেখানে স্বাক্ষর করতে পারেন না। আমি আপনার উক্ত সম্পাদনা বাতিল করেছি। মাসুম ভাইকে উক্ত আলাপ পাতায় ট্যাগ যোগ করতে অনুরোধ করছি, কারন সেখানে প্রযোজ্য ট্যাগে স্বয়ংক্রিয় স্বাক্ষর থাকার আমি নিজে যোগ করতে পারছি না। ধন্যবাদ-ShahadatHossain (আলাপ) ১৬:২৫, ২১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@ShahadatHossain: ধন্যবাদ স্বয়ংক্রিয় স্বাক্ষর থাকায় আমার নাম সেখানে যুক্ত হয়ে গেছে। পরীক্ষার ব্যস্ততার কারণে আর ঢোকা হয়ে ওঠেনি। তাই আমি দুঃখিত। আমি খেয়াল করিনি যে সেটা মাসুম ভাইয়া পর্যালোচনা করেছেন বা করবেন। - আমার ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদনকীব সরকার বলুন... ১৬:১৪, ২২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন বট আবেদন প্রসঙ্গে[সম্পাদনা]

অনুগ্রহ করে সুনির্দিষ্ট কারণ ছাড়া পুরোনো আলোচনা মুছে ফেলবেন না তা যেখানেই হোক না কেনো, কারণ এগুলো রেকর্ড হিসেবে থাকা দরকার। নতুন বট আবেদন করতে উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/নকীব বট/২য় আবেদন-এ আবেদন করুন। ধন্যবাদ। — তানভির১১:০৮, ২৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

User:Wikitanvir দুঃখিত। আমি ভেবেছিলাম তা সংকলনে অনুলিপি করা আছে।নকীব সরকার বলুন... ১১:১৩, ২৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নিজের অ্যাকাউন্ট থেকে বট চালানো প্রসঙ্গে[সম্পাদনা]

নকীব, আপনি নিজের অ্যাকাউন্ট থেকে বট সম্পাদনা করছেন। যদি এক্ষুণি তা বন্ধ না করেন তবে আপনার অ্যাকাউন্টকে বাধাপ্রদান করা হবে। — তানভির০৯:২৯, ২৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Wikitanvir: দুঃখিত আসলে আমি বটের পরীক্ষা করছিলাম। কিন্তু নিজ অ্যাকাউন্ট থেকে লগআউট করতে ভুলে গিয়েছি।আমি ক্ষমা প্রার্থনা করছি নকীব বট (আলাপ) ০৯:৪০, ২৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

বসন্তম টিভি[সম্পাদনা]

@Nokib Sarkar:, বসন্তম টিভি পাতাটিতে এর ইংরেজি সংস্করণ থেকে চিত্র আপলোড (লোগো) করে দিন। তুষার শ (আলাপ) ১২:৩৮, ২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

তুষার শ আপনি কি সম্মানিত বিশাল খান? তা এবারের নামটার শানে নুযুল জানতে পারি? ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১২:৫০, ২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Nokib Sarkar:, আমি বিশাল, আর তুষার শ (শামসুল) হচ্ছে আমার এক ফ্রেন্ডের নাম। তামিল চ্যানেল বসন্তম টিভির লোগো আপলোডের জন্য আপনাকে ধন্যবাদ। তুষার শ (আলাপ) ১২:৫১, ২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
তুষার শ স্বাগতম নকীব সরকার বলুন... ১২:৫২, ২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি চিজবার্গার![সম্পাদনা]

তামিল চ্যানেল বসন্তম টিভির লোগোর জন্য উইকি ভালোবাসা বার্তা তুষার শ (আলাপ) ১২:৪৮, ২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

বিষয়শ্রেণী প্রসঙ্গে[সম্পাদনা]

বেশ কিছু নতুন বিষয়শ্রেণী তৈরির জন্য আপনাকে ধন্যবাদ। অনুগ্রহ করে বিষয়শ্রেণী তৈরির সময় যদি সেই বিষয়শ্রেণী ইংরেজি উইকিপিডিয়ায় থাকে এবং আপনি নিশ্চিত যে সেটি বাংলা ঐ বিষয়শ্রেণীর-ই ইংরেজি বিষয়শ্রেণী তবে ইংরেজি বিষয়শ্রেণীটিতে তৈরি সাথে সাথে সংযোগ দেওয়ার অনুরোধ। সেক্ষেত্রে বিষয়বস্তু অনুবাদ ব্যবহার করে নতুন নিবন্ধ তৈরিকারী অবদানকারীগণ স্বয়ংক্রিয়ভাবে বাংলা উইকিপিডিয়ায় ইতোমধ্যেই থাকা বিষয়শ্রেণীটি সম্পর্কে জানতে পারবেন ও যোগও করতে পারবেন। — তানভির১৯:২০, ৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Nokib Sarkar। খাঁ শুভেন্দু-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১১:২৭, ৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।[উত্তর দিন]

আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১১:২৭, ৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় নকীব, আপনার তৈরি করা এই পাতাটি আমার নজরে এলো তাই একটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি যে, বৈজ্ঞানিক নাম সংশ্লিষ্ট নিবন্ধের ক্ষেত্রে অনুবাদ না করে প্রতিবর্ণীকরণ করার অনুরোধ। — তানভির১৪:৫৯, ৫ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

তানভির ভাই,
আপনি কি হতাশ করা ছাড়া আর কিছু বোঝেন না? আমাকে এভাবে হতাশার সাগরে নিমজ্জিত করা কি আপনার উচিত হচ্ছে?😁😁 আসলে নামগুলো বৈশিষ্ট্যের পরিচায়ক এবং এক নজরে সম্পূর্ণ গোষ্ঠীর বৈশিষ্ট্য সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। তাই ভাবলাম লাতিনের পাশাপাশি বাংলাটাও রাখবো। ধন্যবাদ। - নকীব সরকার বলুন... ১৫:৫৮, ৫ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
নকীব, আমি অত্যন্ত দুঃখিত যে আপনার মনে হয়েছে যে আমি আপনাকে ক্রমাগত হতাশার সাগরে নিমজ্জিত করে চলেছি। কিন্তু আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে চাই যে এটি আমার উদ্দেশ্য নয়। এই কথাটি বলার পেছনে আমার উদ্দেশ্য শুধু এ বিষয়ে উইকিপিডিয়ার নীতিমালা মনে করিয়ে দেওয়া ও ভুলক্রমে কোনো কিছু ভুলভাবে তৈরি হলে সেটির সংশোধনে আপনার ও অন্যদের শ্রম বাঁচিয়ে দেওয়াটাই আমার উদ্দেশ্য। লাতিনের পাশাপাশি আপনি অবশ্যই বাংলাটি রাখতে পারবেন তবে তা এক্ষেত্রে হতে হবে নিবন্ধে ভেতরে। আমি এ বিষয়টি-ই আপনাকে আগেভাগে মনে করিয়ে দেওয়া আমার উদ্দেশ্য ছিলো, কারণ অনেক সম্পাদক এরকম নিজস্ব পাতায় তালিকা তৈরি করে পরে নিবন্ধগুলো তৈরি করেন, সেক্ষেত্রে নিবন্ধ তালিকায় ভুল থাকলে তা আগেভাগে মনে করিয়ে দিয়ে তার শ্রম বাঁচানোর চেষ্টাই আমি করেছি। এই কার্যটি আপনার কাছে হতাশ করার মতো মনে হলে সেজন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা প্রার্থনা করছি। আমার লেখার ভঙ্গি আপনার কাছে কাঠখোট্টা ও হতাশাজনক মনে হলেও আমি উইকিপিডিয়ার কোনো কিছুই ব্যক্তিগতভাবে নেই না, ব্যক্তিগত আক্রোশ নিয়েও করি না। তবে যেহেতু আপনি আমাকে দেখতে পাচ্ছেন না, তাই বডি ল্যাংগুয়েজ বা দৈহিক ভাষার মাধ্যমে আমি আমার ইতিবাচকতা বোঝাতে পারি না, এবং সম্ভবত তাই একটি কথার অর্থ লিখে ইতিবাচকভাবে প্রকাশ করতেও ব্যর্থ হয়েছি। আপনি একজন অভিজ্ঞ, দক্ষ, ও পরিপক্ক উইকিপিডিয়ান হয়ে উঠুন, সেটি-ই আমি চাই, অন্য কিছু নয়। — তানভির১৭:৪৩, ৫ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Wikitanvir মজা করছিলাম। আপনারা না থাকলে কীভাবে উইকি সুশৃঙ্খল থাকতো? ছোটরা তো বড়দের কাছ থেকেই শিখবে। এজন্য আপনার (দুঃখিত দুঃখিত বলে) অত দুঃখের সাগরে নিমজ্জিত হওয়ার প্রয়োজন নেই। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৫:২৭, ৬ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নকিব ভাই, তৎসম নিবন্ধটি এশীয় মাসের কোন দেশের তালিকা থেকে অনুবাদ করা হয়েছে একটু জানাবেন। আমি খুঁজে পাচ্ছিলাম না-ShahadatHossain (আলাপ) ১০:০০, ৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ShahadatHossain তালিকাবহির্ভূত করা যায় না? এটা শ্রীলংকার সিংহলী ভাষার সঙ্গে সম্পৃক্ত বলে জমা দিয়েছি। ধন্যবাদ।নকীব সরকার বলুন... ১০:০৭, ৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
তালিকা না থাকাই বাঞ্ছনীয় তবে এশীয়া মাসের ১০ নম্বর নিয়ম অনুযায়ী শুধু তালিকা থেকেই তথ্যসূত্র ও ৩০০ শব্দ সহ সম্পূর্ণ অনুবাদ করতে হবে। তবে আপনি এই বিষয়ে প্রতিযোগিতার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। ধন্যবাদ-ShahadatHossain (আলাপ) ১০:১৪, ৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
ShahadatHossain ১০নং নিয়মে "তালিকা নিবন্ধের" কথা বলা হয়েছে - তালিকা হতে নিবন্ধ নয় (যদি আমার ভুল না হয়)। ধন্যবাদ।নকীব সরকার বলুন... ১০:২২, ৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নকিব ভাই, অনুগ্রহ করে পাকিস্তানি নিবন্ধের তথ্যছক অনুবাদ করুন এবং উৎস সম্পাদনায় অনেক এইচটিএমএল কোড দেখা যাচ্ছে, পরিষ্কারকরণ করা দরকার; সেক্ষেত্রে নিবন্ধকে গৃহীত হিসাবে পর্যালোচনা করতে আমার সুবিধা হবে। ধন্যবাদ-ShahadatHossain (আলাপ) ১০:১৯, ৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

পুনঃনির্দেশ[সম্পাদনা]

নকিব ভাই, আমি আপনার পাকিস্তানের রাষ্ট্রপ্তি নিবন্ধ পাকিস্তানের রাষ্ট্রপতি শিরোনামে তথ্য স্থানান্তর করে পুনঃনির্দেশ করে দিয়েছি। এবং পাকিস্তানের রাষ্ট্রপতি নিবন্ধ আপনি পাকিস্তানের রাষ্ট্রপতিদের তালিকা নিবন্ধে পুনঃনির্দেশ দিয়েছিলেন তা বাতিল করেছি। কারন আপনার নতুন নিবন্ধটি সঠিক শিরোনামে নিতে এটি বাতিল করতে হয়েছে। ধন্যবাদ- Shahadat Hossain (আলাপ)বার্তা পাঠান ১৩:১১, ২১ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Hi, and thank you for your contributions to Wikipedia. It appears that you recently tried to give a page a different title by copying and pasting its content into পাকিস্তানের রাষ্ট্রপতি. This is known as a "cut and paste move", and it is undesirable because it splits the page history, which is needed for attribution and various other purposes.

Unfortunately, we will have to temporarily delete the new article you created under speedy deletion criterion G6, so that the page you intended to move may be properly moved in a way that will preserve its edit history. To avoid this problem in the future, please use the "Move" tab at the top of articles in order to re-title them.

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে visiting নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। Shahadat Hossain (আলাপ)বার্তা পাঠান ০৪:৫৬, ২২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার পাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৯৩ নিবন্ধটি উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় পর্যালোচিত করেছি। আপনাকে আগ্রহ দেখে আমরা আনন্দিত! এবং আপনার পাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৯৩ নিবন্ধটি গৃহীত হয়েছে; নিবন্ধ সম্পর্কে কোন আলোচনা করতে আলাপ:পাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৯৩ পাতায় যান। সাম্প্রতিক সময়ে আপনি উইকিপিডিয়ায় চমৎকার অবদান রাখছেন। আশা করছি আপনি উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় আরও বেশী অবদান রাখবেন। ধন্যবাদ। Shahadat Hossain (আলাপ)বার্তা পাঠান ১৫:১৭, ২২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার পাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৯০ নিবন্ধটি উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় পর্যালোচিত করেছি। আপনাকে আগ্রহ দেখে আমরা আনন্দিত! এবং আপনার পাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৯০ নিবন্ধটি গৃহীত হয়েছে; নিবন্ধ সম্পর্কে কোন আলোচনা করতে আলাপ:পাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৯০ পাতায় যান। সাম্প্রতিক সময়ে আপনি উইকিপিডিয়ায় চমৎকার অবদান রাখছেন। আশা করছি আপনি উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় আরও বেশী অবদান রাখবেন। ধন্যবাদ। Shahadat Hossain (আলাপ)বার্তা পাঠান ১৫:২২, ২২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার পাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৯৭ নিবন্ধটি উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় পর্যালোচিত করেছি। আপনাকে আগ্রহ দেখে আমরা আনন্দিত! এবং আপনার পাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৯৭ নিবন্ধটি গৃহীত হয়েছে; নিবন্ধ সম্পর্কে কোন আলোচনা করতে আলাপ:পাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৯৭ পাতায় যান। সাম্প্রতিক সময়ে আপনি উইকিপিডিয়ায় চমৎকার অবদান রাখছেন। আশা করছি আপনি উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় আরও বেশী অবদান রাখবেন। ধন্যবাদ। Shahadat Hossain (আলাপ)বার্তা পাঠান ১৫:২৪, ২২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় অয়মিয়াকন নিবন্ধের পর্যালোচনা বিষয়ে![সম্পাদনা]

আপনার অয়মিয়াকন নিবন্ধটি উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় পর্যালোচিত করেছি। আপনাকে আগ্রহ দেখে আমরা আনন্দিত! এবং আপনার অয়মিয়াকন নিবন্ধটি গৃহীত হয়েছে; নিবন্ধ সম্পর্কে কোন আলোচনা করতে আলাপ:অয়মিয়াকন পাতায় যান। সাম্প্রতিক সময়ে আপনি উইকিপিডিয়ায় চমৎকার অবদান রাখছেন। আশা করছি আপনি উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় আরও বেশী অবদান রাখবেন। ধন্যবাদ। Shahadat Hossain (আলাপ)বার্তা পাঠান ১৭:০০, ২২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় তৎসম নিবন্ধের পর্যালোচনা বিষয়ে![সম্পাদনা]

আমি আপনার তৎসম নিবন্ধটি উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় পর্যালোচিত করেছি। আপনার আগ্রহ দেখে আমরা আনন্দিত! এবং আপনার তৎসম নিবন্ধটি বাতিল হয়েছে বলে আমি দুঃখিত; নিবন্ধ বাতিলের কোন কারন আলাপ:তৎসম পাতায় পেতে পারেন। এছাড়া আপনার কোন মন্তব্য বা অভিযোগ থাকলে আমার আলাপ পাতায় জানাতে পারেন। ধন্যবাদ। Shahadat Hossain (আলাপ)বার্তা পাঠান ১৭:০৬, ২২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আলাইগাল ওইভাতিল্লাই (চলচ্চিত্র)[সম্পাদনা]

@Nokib Sarkar:, আলাইগাল ওইভাতিল্লাই (চলচ্চিত্র) নিবন্ধটিতে চিত্র আপলোড করে দিন। A.Bishal (আলাপ) ০৮:২২, ২৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ভুল বুঝবেন না[সম্পাদনা]

নকিব ভাই, ছেলেটির অনুবাদ ভালো, তাই গৃহীত করে দিয়েছিলাম। আমরা নবীনদের নিয়ে ডিল করছি, ওদেরকে আটকাবেন না। পারলে না আটকে অনুবাদ সম্পূর্ণ করে দিন। ওরা যাতে উইকিপিডিয়ায় থেকে যায়, উইকিতে আগ্রহী হয়। আমাদের প্রতিযোগিতার এই হলো উদ্দেশ্য। -- আদিভাই (আলাপ) ১৮:১১, ৩০ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নবীন উইকিপিডিয়ান হিসেবে সাহায্য চাইছি[সম্পাদনা]

প্রিয় নকিব ভাই, ইংরেজি উইকিপিডিয়ার যেকোনো নিবন্ধ বাংলায় নেই এবং থাকা প্রয়োজন মনে হলেই কি আমি কোড কপি করে অনুবাদ করে দেব? উইকি ডাটা কিংবা ইংরেজি উইকিপিডিয়ার সাথে সমন্বয়ের কাজ না করেই? উল্লেখ্য, আমি এখনো তাতে অভ্যস্ত হতে পারিনি। আমার মনে হয় যথেষ্ঠ টেকনিক্যাল জ্ঞানার্জনের পূর্ব পর্যন্ত সেটি করাই আমার জন্য সুবিধাজনক (যদি সম্ভব হয়) ধন্যবাদ ❤ - Mrb (আলাপ) ০৬:৩৩, ৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Mrb Rafi: আপনি বিশেষ:বিষয়বস্তু_অনুবাদ ব্যবহার করে ইংলিশ উইকি থেকে যেকোনো পাতা অনুবাদ কতে পারেন (যদি বাংলা উইকিতে না থাকে)। এই সরঞ্জাম স্বয়ংক্রিয় ভাবে উইকিউপাত্তের সাথে সংযোগ করে দিবে। ধন্যবাদ! জনি (আলাপ) ০৬:৪৫, ৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
রাফি ভাই
জ্বি, আপাতত আপনি এভাবেই করুন। ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবেন। অনুবাদ শেষ হলে কোনো অভিজ্ঞ উইকিপিডিয়ানকে নক দিয়ে বলবেন উইকিউপাত্ত সংযোগ ঠিক করে দিতে। আপনি চাইলে আমি আপনাকে একটি তালিকা দিতে পারি। আপনার ব্যবহারকারী পাতা তৈরি করুন (চাইলে আমার মতো) - এটি তুলনামূলক জরুরী। কারণ আপনার সঙ্গে অফলাইনে যাতে অন্যান্যরা যোগাযোগ করতে পারে, আপনি কোন ভাষা বোঝেন/বোঝেন না- এসব মাথায় রেখে করুন। ধন্যবাদ। উইকিপিডিয়ায় পদচারণা (আক্ষ. অঙ্গুলীচারণা) শুভ হোক। - নকীব সরকার বলুন... ০৬:৫০, ৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

চাচী ৪২০ চলচ্চিত্রের পোস্টার[সম্পাদনা]

@Nokib Sarkar:, চাচী ৪২০ নিবন্ধটিতে চিত্র আপলোড করে দিন। রনি শিকদার (আলাপ) ১১:২৮, ৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

মঞ্জিল (১৯৬০ এর চলচ্চিত্র)[সম্পাদনা]

@Nokib Sarkar:, মঞ্জিল (১৯৬০ এর চলচ্চিত্র) নিবন্ধটির কাজ শেষ করুন, অনেক কিছু 'লাল' রয়েছে, যেমনঃ আঁচলা সাচদেব তৈরি করুন। বিশাল জ্যাক (আলাপ) ০৬:৫৫, ৬ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় মেনিন কাজাখস্তানিম নিবন্ধের পর্যালোচনা বিষয়ে![সম্পাদনা]

সুপ্রিয় Nokib Sarkar!
আমি আপনার মেনিন কাজাখস্তানিম নিবন্ধটি উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ প্রতিযোগিতায় পর্যালোচিত করেছি। আপনার আগ্রহ দেখে আমরা আনন্দিত! এবং আপনার মেনিন কাজাখস্তানিম নিবন্ধটি গৃহীত হয়েছে; নিবন্ধ সম্পর্কে কোন আলোচনা করতে আলাপ:মেনিন কাজাখস্তানিম পাতায় যান। সাম্প্রতিক সময়ে আপনি উইকিপিডিয়ায় চমৎকার অবদান রাখছেন। আশা করছি পরবর্তীতে আপনি উইকিপিডিয়া এশীয় মাস প্রতিযোগিতায় আরও বেশী অবদান রাখবেন। ধন্যবাদ। Shahadat Hossain (আলাপ)বার্তা পাঠান ১২:২১, ৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপদক[সম্পাদনা]

উইকিপদক
তুলনামূলকভাবে নতুন অবদানকারী হয়েও বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধিতে অসামান্য অবদানের (৩১২টি মানসম্পন্ন নিবন্ধ তৈরি) সামান্য স্বীকৃতির লক্ষ্যে এই উইকিপদক প্রদান করছি। বাংলা উইকির মানোন্নয়নে আপনার আন্তরিক অবদান অব্যাহত থাকবে এই কামনা করছি। ধন্যবাদ।  – তানভির মোর্শেদ (আলাপ) ১৬:৪৯, ৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পে আমন্ত্রণ[সম্পাদনা]

সুধী,
আমরা কয়েকজন বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে ‘কয়েকটি নিবন্ধ সমৃদ্ধ করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সব উপজেলার নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প। ধন্যবাদ - নাহিদ সুলতান (আলাপ), বৃহস্পতিবার ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

সুন্দর রসবোধ পদক
প্রিয় নকিব, আপনি খুব দ্রুততার সাথে ভালোমানের বেশ কিছু নিবন্ধ তৈরি করেছেন। যা দেখেই খুবই ভালো লাগছে। এছাড়া বিভিন্ন আলাপ পাতায় আপনার বার্তাগুলোও বেশ রসবোধ রয়েছে। নতুনদের জন্যে অনুকরণীয়। তাই আপনাকে এ পদক দিলাম। আপনার স্বেচ্ছাশ্রম শুভ হোক। দেলোয়ার () • ১৯:০৯, ১৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ল্যাপটপ[সম্পাদনা]

সুপ্রিয় নকীব,

গতকাল তোমার সাথে কথা বলার সময় প্রসেসটা বলা হয়নি। ল্যাপটপ এর জন্য আসলে তোমাকে এই পৃষ্ঠাতে যেতে হবে। সেখানে তোমার ইউজারনেম লিখে "Request a laptop" বাটনে ক্লিক করলে একটা ফর্ম আসবে, সেটা ঠিকভাবে পূরণ করতে হবে। এরপর সম্ভবত সেখানে কমিউনিটি এন্ডোর্সমেন্টের প্রয়োজন হবে। এ ব্যাপারে তুমি উইকিমিডিয়া বাংলাদেশের মেইলিং লিস্টে লিখতে পারো, সেটা না করলেও তোমার পক্ষে আমি উইকিপিডিয়ানদের অনুরোধ করতে পারি এন্ডোর্সমেন্টের জন্য। তাই তোমার উচিত হবে দ্রুত ফর্মটা পূরণ করে জমা দেয়া। কোন সমস্যা হলে আমাকে জানাতে পারো। ধন্যবাদ।  – তানভির মোর্শেদ (আলাপ) ০৬:০৩, ২৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

জিনেদিন জিদান নিবন্ধটি কি ভালো নিবন্ধ হিসেবে উত্তীর্ণ[সম্পাদনা]

জিনেদিন জিদান নিবন্ধটি কি ভালো নিবন্ধ হিসেবে উত্তীর্ণ? পর্যালোচনার ইতিহাসে উত্তীর্ণ নাকি অনুত্তীর্ণ এই ব্যাপারে কোন মন্তব্য নেই। কিন্তু আলাপ পাতায় বলা হচ্ছে এটি উত্তীর্ণ। নিবন্ধটিও অসম্পূর্ণ এবং এতে আরো অনেক হালনাগাদ করা দরকার, বিশেষ করে কোচ হিসেবে তার কর্মজীবন। তথ্যসূত্রগুলোও ত্রুটিপূর্ণ। ভালো নিবন্ধের পর্যালোচনার সময় এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কারণ ভালো নিবন্ধের পর্যালোচনা কোন নিবন্ধ প্রতিযোগিতার নিবন্ধ পর্যালোচনার মত নয়। এতে আরো বেশি নিরীক্ষণ ও যাচাইয়ের প্রয়োজন। নিবন্ধগুলো ভালো হিসেবে উত্তীর্ণ হওয়ার যোগ্য না থাকলে নিবন্ধ প্রণেতা বা সেই বিষয়ে আগ্রহী কাউকে বার্তা পাঠান। ধন্যবাদ।--ওয়াকিম (আলাপ) ২১:৫৯, ২৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ওয়াকিম ভাই, বার্তা পাঠানোর জন্য ধন্যবাদ। আসলে কোনো যান্ত্রিকতা কিংবা রচনাশৈলীগত ত্রুটি ছিল না। আর তাছাড়া যেহেতু আপনি বলেছিলেন যে নিবন্ধের আকার ভালো নিবন্ধ পর্যালোচনার ক্ষেত্রে কোন প্রভাব ফেলে না। তাই আমি এদিকে নজর দেইনি। জিনেদিন জিদান কোচ ছিলেন সে সম্পর্কে আমার খেয়াল ছিলনা। পর্যালোচনায় ইতিহাসের আমি ভালো নিবন্ধের টেমপ্লেট যুক্ত করতে ভুলে গিয়েছিলাম। এক্ষেত্রে আমি দায় স্বীকার করছি। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে বাংলায় ভালো নিবন্ধের গুণমানের মানদন্ডের ব্যাপারে সুস্পষ্ট ভাবে মূলনীতিতে উল্লেখ নেই – যেমন একটি পাতার মধ্যে কি কি তথ্য থাকলে সেটা সম্পূর্ণ হিসেবে গণ্য হবে অন্যথায় অসম্পূর্ণ গণ্য হবে। মূলনীতিতে বলা হয়েছিল শুধুমাত্র আলাপ পাতায় টেমপ্লেট যোগ করা। বাকিগুলো বট দ্বারা করা হবে। কিন্তু বাংলা উইকিপিডিয়ায় তেমন কোন বট আমি দেখতে পাচ্ছি না বা থাকলেও কার্যক্রম আমার চোখে পড়েনি। (তাই আমি এ ব্যাপারে উদ্যোগ নিয়েছি। এখন আপাতত সেই বটের উন্নয়নে একটু সময় দিচ্ছি। তাই উত্তর দিতে হয়তো একটু দেরি হয়ে গেল। এজন্য ক্ষমা করবেন। ধন্যবাদ। - নকীব সরকার বলুন... ০৪:২৬, ২৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

শিবাজী (চলচ্চিত্র)[সম্পাদনা]

@Nokib Sarkar:, নকীব সরকার ভাই, শিবাজী (চলচ্চিত্র) নিবন্ধটিতে চিত্র আপলোড করে দিন, নিবন্ধটির ইংরেজি সংস্করণ দেখুন এখানে116.58.202.102 (আলাপ) ০৭:৩৬, ৩১ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

WAM 2019 Postcard[সম্পাদনা]

Dear Participants and Organizers,

Congratulations!

It's WAM's honor to have you all participated in Wikipedia Asian Month 2019, the fifth edition of WAM. Your achievements were fabulous, and all the articles you created make the world can know more about Asia in different languages! Here we, the WAM International team, would like to say thank you for your contribution also cheer for you that you are eligible for the postcard of Wikipedia Asian Month 2019. Please kindly fill the form, let the postcard can send to you asap!

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team --MediaWiki message delivery (আলাপ) ০৮:১৬, ৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সাহায্য করুন[সম্পাদনা]

সাহায্য করা হয়েছে​।
প্রিয় নকীব, ভালোবাসা নেবেন।
আমার ছাগলনাইয়া উপজেলা নিবন্ধটিকে সম্পূর্ণ বলা যাবে কিনা জানতে চাইছি। এবং এর তথ্যসূত্র নিয়ে সমস্যা অনুভব করছি, যা আপনি দেখলেই বুঝতে পারবেন। অনুগ্রহ করে সহায়তা করুন।
-- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১১:০৫, ১৪ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Rafi মোটামুটি সম্পূর্ণ বলা চলে। তবে আরো কিছু তথ্য যোগ করতে পারলে ভালো হতো। আপনার প্রচেষ্টা সফল হোক ।ধন্যবাদ - নকীব সরকার বলুন... ১৫:৫৭, ১৪ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

WAM 2019 Postcard[সম্পাদনা]

Wikipedia Asian Month 2019
Wikipedia Asian Month 2019

Dear Participants and Organizers,

Kindly remind you that we only collect the information for WAM postcard 31/01/2019 UTC 23:59. If you haven't filled the google form, please fill it asap. If you already completed the form, please stay tun, wait for the postcard and tracking emails.

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team 2020.01


MediaWiki message delivery (আলাপ) ২০:৩৭, ২০ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বিষয়শ্রেণী:এনিলিডা-এর দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করার জন্য বিষয়শ্রেণী:এনিলিডা পাতায় একটি ট্যাগ সংযুক্ত করা হয়েছে। এটি দ্রুত অপসারণের বিচারধারার বি১ ধারা অনুযায়ী করা হয়েছে, কারণ বিষয়শ্রেণীটি সাতদিন অথবা তারও বেশি সময় ধরে ফাঁকা ছিল এবং এটি কোন দ্ব্যর্থতা নিরসন বিষয়শ্রেণী, প্রকল্প বিষয়শ্রেণী, রক্ষণাবেক্ষণ বিষয়শ্রেণী নয় কিংবা বর্তমানে এটি নিয়ে বিষয়শ্রেণীর জন্য আলোচনায় কোন আলোচনা চলছে না।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। নকীব বট (আলাপ) ১১:২২, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করার জন্য বিষয়শ্রেণী:অনন্ত জলিলএর চলচ্চিত্র পাতায় একটি ট্যাগ সংযুক্ত করা হয়েছে। এটি দ্রুত অপসারণের বিচারধারার বি১ ধারা অনুযায়ী করা হয়েছে, কারণ বিষয়শ্রেণীটি সাতদিন অথবা তারও বেশি সময় ধরে ফাঁকা ছিল এবং এটি কোন দ্ব্যর্থতা নিরসন বিষয়শ্রেণী, প্রকল্প বিষয়শ্রেণী, রক্ষণাবেক্ষণ বিষয়শ্রেণী নয় কিংবা বর্তমানে এটি নিয়ে বিষয়শ্রেণীর জন্য আলোচনায় কোন আলোচনা চলছে না।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। নকীব বট (আলাপ) ১১:২৩, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বটের ভুল কার্যক্রম প্রসঙ্গে[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


ভাই, নকীব বট পুনর্নির্দেশ করা বিষয়শ্রেণীতে {{বিষয়শ্রেণী পুনর্নির্দেশ}} যোগ করছে যা ঠিক আছে কিন্তু একই সাথে সেটি অপসারণ করার ট্যাগ দিচ্ছে, যা মনে হচ্ছে না সঠিক। তারথেকে আপনি এই কাজটি করুন, অপসারণ ট্যাগের পরিবর্তে উইকিপিডিয়া:বিষয়শ্রেণী পুনর্নির্দেশ পরীক্ষণ প্রয়োজন নামে একটি পাতা তৈরি করে তাতে এই রকম পুনর্নির্দেশকৃত বিষয়শ্রেণী যোগ করেন। আর একই বিষয়শ্রেণী দুবার যুক্ত হবার সম্ভাবনা এড়াতে বট যেন বিষয়শ্রেণীতে {{বিষয়শ্রেণী পুনর্নির্দেশ}} দেখলে তা এড়িয়ে যায়। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৪৭, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

পরবর্তী বট চালানো আগে উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/নকীব বট/৩য় আবেদন-এর শেষের দিকে আমার বলা ১ নং সমস্যা ঠিক নিয়েন। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:০৬, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
  • নকীব সরকার, আপনার বটের কিছু কার্যক্রম দেখলাম। কিছু ভুল, কিছু পরামর্শ তুলে ধরছি:
১) একটা ভুল দেখতে পেলাম, বট সব পুনর্নির্দেশ সরিয়ে উক্ত বিষয়শ্রেণীকে উক্ত বিষয়শ্রেণীতেই পুনর্নির্দেশ দিচ্ছে। উদাহরণ (বিষয়শ্রেণী:ভারতীয় পদক থেকে #পুনর্নির্দেশ [[বিষয়শ্রেণী:ভারতীয় পুরস্কার]] সরিয়ে {{বিষয়শ্রেণী পুনর্নির্দেশ|বিষয়শ্রেণী:ভারতীয় পদক}} যোগ করছে, মানে বিষয়শ্রেণী:ভারতীয় পদক কে বিষয়শ্রেণী:ভারতীয় পদক এ পুনর্নির্দেশ দিচ্ছে। সম্ভবত অনিচ্ছাকৃত ভুল। ঠিক করতে হবে।
২) পুনর্নির্দেশগুলিতে অপসারণ ট্যাগ দেয়া ঠিক হচ্ছে না। আপনার আলাপ পাতায় যেমনটা বলেছি, অপসারণ ট্যাগের পরিবর্তে উইকিপিডিয়া:বিষয়শ্রেণী পুনর্নির্দেশ পরীক্ষণ প্রয়োজন নামে একটি পাতা তৈরি করে তাতে এই রকম পুনর্নির্দেশকৃত বিষয়শ্রেণী যোগ করেন। আর একই বিষয়শ্রেণী দুবার যুক্ত হবার সম্ভাবনা এড়াতে বট যেন বিষয়শ্রেণীতে {{বিষয়শ্রেণী পুনর্নির্দেশ}} দেখলে তা এড়িয়ে যায়।
৩) আর খালি বিষয়শ্রেণীগুলিতে (পুনর্নির্দেশকৃত না) {{db-catempty}} দ্বারা অপসারণ ট্যাগ দেবার দরকার নেই। আমি জানি বিশেষ:অব্যবহৃত_বিষয়শ্রেণী এখানে বহু খালি বিষয়শ্রেণী আছে, চাইলে এগুলি কোন স্ক্রিপ্ট দিয়ে উড়িয়ে দেয়া যায়। কিন্তু এখানে বেশীর ভাগ ইচ্ছাকৃত তৈরি। ওগুলি পড়ে থাকুক। আমি নিজেই বট দিয়ে একটা বিষয়শ্রেণী তৈরি করার সময়, অনেক বিষয়শ্রেণী তৈরি করি যা আমি নিজেই জানি তা খালি। যেমন ধরেন অনেক আগে বিষয়শ্রেণী:বছর অনুযায়ী চলচ্চিত্র থাকা বিষয়শ্রেণী তৈরি করেছিলাম যার অর্ধেক বিষয়শ্রেণী খালি ছিল। কিন্তু আস্তে আস্তে এটা পূরণ হচ্ছে। বর্তমানে যেটা খালি আছে তা ভবিষ্যৎে পূরণ হয়ে যাবে। তবে বর্তমানে যে খালি আছে তা মুছে উচিত হবে না। অতীতে এগুলি যে কষ্ট করে বানিয়েছিলাম, এগুলি মুছে ভবিষ্যৎে আবার একই কষ্ট করার মানে নেই। বাংলা উইকির বৃদ্ধির সাথে এগুলি আমাদের দরকার হবে। এই রকম বহু বহু আছে। এসব বিষয়শ্রেণী খালি হিসেবেই পড়ে থাকুক।
--আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪১, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
নকীব সরকার, আমি অতি দ্রুততার সাথে আপনার বট স্ক্রিপ্টের বিষয়শ্রেণী অপসারণ প্রস্তাবনামূলক সম্পাদনাসহ সকল বিষয়শ্রেণী পুননির্দেশনামূলক (#পুনর্নির্দেশ [[*]]) সম্পাদনা আগের অবস্থায় আনার অনুরোধ করছি (অর্থাৎ মাস রিভার্ট / গণ পুনর্বহাল, এবং এটি খুব-ই জরুরী)। আপনি আলোচনায় যেমনটি বলেছেন যে স্ক্রিপ্ট ঠিক করা হয়েছে, বটের সম্পাদনায় আমি মোটেও তা দেখতে পাচ্ছি না। — তানভির২০:০০, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান এবং Nokib Sarkar: আলোচনাটি আমি বট পাতা থেকে এখানে সরিয়ে নিয়েছি। আপাতত এখানেই আলোচনা চলুক। নকীব, এ আলোচনায় সমাধান আসার আগ পর্যন্ত আপনাকে বটটি না চালানোর অনুরোধ করবো। — তানভির২০:২১, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
গণ পুনর্বহাল  করা হয়েছেতানভিরআফতাবুজ্জামান ভাই এই ব্যাপারে আমি দায় নিচ্ছি। এটা আমারই ভুল হয়েছে। তবে ইন্টারনেট সমস্যা থাকার কারণে বট একবার চালানোর পরে সেটা বন্ধ করার সুযোগ পাইনি। তাই আমি দুঃখিত আর অপসারণ প্রস্তাবনা গুলো দেওয়ার ব্যাপারে আমি ভেবেছিলাম, যে বিষয়শ্রেণীগুলো আদৌ প্রয়োজন কিনা সেটা একজন প্রশাসক খতিয়ে দেখা দরকার। যদি অপসারণ প্রস্তাবনা দেওয়া হয় তাহলে প্রশাসকগণ সেটা খতিয়ে দেখে তারপর সেটা পরিবর্তন করতে পারেন। সর্বশেষ ব্যাপারটি হল উইকিপিডিয়া নামস্থানে একটি পরীক্ষণ প্রয়োজন পাতা তৈরি করা। কিন্তু আমি ভেবেছিলাম যে উইকিপিডিয়া নামস্থানে পাতা তৈরি করার বদলে বিষয়শ্রেণী (বিষয়শ্রেণী পুনর্নির্দেশ পরীক্ষণ প্রয়োজন) তৈরি করা হলে প্রশাসকগণ উপযুক্ত স্থানে হটক্যাটের সাহায্যে খুব দ্রুতই পরীক্ষণ সম্পাদনা করতে পারবেন। এক্ষেত্রে বারবার উক্ত পাতা সম্পাদনা প্রয়োজন পড়বে না। আমি আলোচনা শেষ না হওয়া পর্যন্ত বট চালাবো না। তবে এ ব্যাপারে আমার অভিমত সম্পর্কে আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ নকীব সরকার বলুন... ০৭:০৬, ২৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
নকীব সরকার, ধন্যবাদ। আমি পরে বিস্তারিত দেখে মন্তব্য করবো। একটু সময় লাগবে। — তানভির০৮:১৩, ২৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
পরীক্ষণ পাতা তৈরি করুন বা পরীক্ষণ বিষয়শ্রেণী তৈরি করুন - একটা করলেই হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ০০:৪৭, ২৪ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
আফতাবুজ্জামান,  করা হয়েছে (বিষয়শ্রেণী পুনর্নির্দেশ পরীক্ষণ প্রয়োজন)। নিয়ন্ত্রিতভাবে করা সর্বশেষ কয়েকটি সম্পাদনা দেখার অনুরোধ রইলো। নকীব সরকার বলুন... ১৩:১০, ২৫ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
পুনশ্চ: কিছু কারণবশত সেটিং পাতাটি সম্পাদনা করা সম্ভব হচ্ছেনা। অধিকার নেই বলে জানাচ্ছে। কিন্তু সেটি তো বটের নিজস্ব পাতা। সুতরাং সম্পাদনায় আপত্তি কোথায়? এজন্য বিষয়শ্রেণীতে উল্লেখিত প্রতিশ্রুতি সাময়িকভাবে ব্যাহত হতে পারে।নকীব সরকার বলুন... ১৪:৪৩, ২৫ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
তানভির ভাই সম্পাদনা সন্তোষজনক? - নকীব সরকার বলুন... ১৬:২১, ২৬ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

পরীক্ষণের বিষয়শ্রেণী যোগের বদলে তা পাতায় যোগ[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


উপরের আলোচনা হতে। বট বর্তমানে বিষয়শ্রেণীগুলিতে বিষয়শ্রেণী পুনর্নির্দেশ টেমপ্লেটটি যোগ করা না থাকলে, তা তাতে যোগ করছে ও সাথে তা পরীক্ষণের জন্য বিষয়শ্রেণী:বিষয়শ্রেণী পুনর্নির্দেশ পরীক্ষণ প্রয়োজন যোগ করছে। কিন্তু এখন উপলব্ধি করলাম বিষয়শ্রেণী:বিষয়শ্রেণী পুনর্নির্দেশ পরীক্ষণ প্রয়োজন-এ ৬০০-এর উপর বিষয়শ্রেণী রয়েছে ও তা পরীক্ষা করতে গেলে প্রচুর সময় লাগবে। (একবার পাতা লোড করা + হটক্যাট দিয়ে - ক্লিক করা + ঐ সম্পাদনা সংরক্ষণের করে আবার পাতা লোড)

বিষয়শ্রেণী:বিষয়শ্রেণী পুনর্নির্দেশ পরীক্ষণ প্রয়োজন যোগের বদলে কি এই কাজটি করা সম্ভব?

  1. পূর্বের মত বিষয়শ্রেণীগুলিতে বিষয়শ্রেণী পুনর্নির্দেশ টেমপ্লেটটি যোগ করা না থাকলে তা যোগ করা
  2. বিষয়শ্রেণী:বিষয়শ্রেণী পুনর্নির্দেশ পরীক্ষণ প্রয়োজন যোগের বদলে → উইকিপিডিয়া:বিষয়শ্রেণী পুনর্নির্দেশ পরীক্ষণ প্রয়োজন পাতার "পরীক্ষণ প্রয়োজন" অনুচ্ছেদে উক্ত বিষয়শ্রেণীর ভুক্তি যোগ করা। এই রূপে: * [[:বিষয়শ্রেণী: বিষয়শ্রেণীর নাম]]

এতে সুবিধা হবে যে একেবারে আমরা ২০-৩০-৫০টা করে বিষয়শ্রেণী পরীক্ষা করতে পারব। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:৩৭, ৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আফতাবুজ্জামান ভাই, প্রথমত শুধুমাত্র যেসব বিষয়শ্রেণী থাকা প্রয়োজন সেগুলো হতে হটক্যাটের সাহায্যে বিষয়শ্রেণী অপসারণ করলে চলবে। বাকিগুলো হতে বটের মাধ্যমেই করে দেওয়া সম্ভব। এক্ষেত্রে এপিআই থাকায় বিষয়শ্রেণী সদস্যগুলোকে খুব সহজেই অপসারণ করা সম্ভব। কিন্তু কোন পাতা যোগ করা হলে সেখান থেকে (মেশিনের পক্ষে) উপাত্ত সংগ্রহ করা একটু কঠিন (তবে অসম্ভব নয়)। - নকীব সরকার বলুন... ০৮:০৭, ৪ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
আচ্ছা, তাও করা যায়। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:০২, ৫ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

নকিব ভাই[সম্পাদনা]

@Nokib Sarkar:, @নকিব ভাই, হুমায়ুন আজাদ নিবন্ধটির জীবন অংশটির যৌবন অংশতে শেষে হুমায়ুন আজাদের বাবা এবং মার মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে, এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করুন যে, এভাবে উপঅংশ লিখা হয়েছে 'যৌবনঃ ১৯৬২ সাল থেকে ১৯৮৭', কিন্তু তার বাবা আব্দুর রাশেদ তো ১৯৯২ সালে মারা যান এবং মা জোবেদা মারা যান ২০০৩ সালে, তাহলে 'উপঅংশ'টির শিরোনাম '৬২ সাল থেকে '৮৭ সাল না লিখে উপঅংশ না থাকাই ভালো না? হুমায়ুন আজাদের পুরো জীবন অংশ কোনো উপঅংশ ছাড়াই বোধ হয় লিখা উচিৎ, আপনি চিন্তা করে সম্পাদনা করে দিন। আ. শিকদার (আলাপ) ১৫:২৬, ১ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

অনুগ্রহ করুন নকিব ভাই, উপঅংশ শিরোনাম বাদ দেওয়া যায় কিনা (আমি ভেতরের লেখাগুলো বাদ দিতে বলছিনা)[সম্পাদনা]

@Nokib Sarkar:, @নকিব ভাই, হুমায়ুন আজাদ নিবন্ধটির এই অংশের উপঅংশগুলো সব বাদ দিয়ে দিন, কারণ লক্ষ্য করুন ভাই রবীন্দ্রনাথ ঠাকুর নিবন্ধটিতে একই ধরণের লেখা আছে তবে রবীন্দ্রনাথ ঠাকুর প্রচুর তথ্য তথ্যসূত্রসহ সমৃদ্ধ, আর রবীন্দ্রনাথ ঠাকুর নিবন্ধটির ভূমিকা অংশের শেষ অনুচ্ছেদের প্রথম লাইনে 'রবীন্দ্রনাথের কাব্যসাহিত্যের বৈশিষ্ট্য ভাবগভীরতা, গীতিধর্মিতা চিত্ররূপময়তা, অধ্যাত্মচেতনা, ঐতিহ্যপ্রীতি, প্রকৃতিপ্রেম, মানবপ্রেম, স্বদেশপ্রেম, বিশ্বপ্রেম, রোম্যান্টিক সৌন্দর্যচেতনা, ভাব, ভাষা, ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য, বাস্তবচেতনা ও প্রগতিচেতনা।' এই বাক্যটি আবার হুমায়ুন আজাদ নিবন্ধটির ভূমিকা অংশের দ্বিতীয় অনুচ্ছেদের দ্বিতীয় লাইনে লিখা হয়েছে হুবহু ভাবে, 'হুমায়ুন আজাদ' নিবন্ধটির ঐ লাইনটি কেটে দিন, কারণ লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুর নিবন্ধের ২৮ নম্বর তথ্যসূত্র থেকে নেওয়া। রবীন্দ্রনাথ-সম্পর্কিত বাক্য হুমায়ুন আজাদ নিবন্ধে কেন থাকবে?

আর 'ব্যক্তিগত জীবন' অংশে বাবামার মৃত্যুর কথার উল্লেখ করা হয়েছে এটা 'জীবন' অংশেই মানানসই ছিলো, 'ব্যক্তিগত জীবন'এ ওনার স্ত্রী আর সন্তানদের কথা লেখা, উইকিপিডিয়াতে সাধারণত 'ব্যক্তিগত জীবন' অংশে বাবামার কথা লেখা থাকেনা, আপনি শুধু উপঅংশের শিরোনাম (শৈশব, কৈশোর, যৌবন) এগুলো কেটে দিন, শুধু 'জীবন' অংশের মধ্যেই সব লেখা থাক। [ হুমায়ুন আজাদ]] নিবন্ধটি অর্ধসুরক্ষিত বিধায় আমার পক্ষে সম্পাদনা করা সম্ভব হচ্ছেনা, আপনি দয়া করে সম্পাদনা করে দিন। রাজ মাহিন (আলাপ) ০৫:৪৯, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আ. শিকদাররাজ মাহিন, আপনারা কি বিশাল খানের সকপাপেট?? তবে যাই হোক, আপনার কথায় যুক্তি আছে। ধন্যবাদ নকীব সরকার বলুন... ০৫:৫৪, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nokib Sarkar:, নকিব ভাই, আমি বিশাল। রাজ মাহিন (আলাপ) ০৫:৫৫, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
রাজ মাহিন, সেটা বুঝতে পেরেছি আপনার অতি আদরের ভাই সম্বোধনে। যাই হোক, সেটাও কি আপনারই আইডি? নকীব সরকার বলুন... ০৫:৫৯, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nokib Sarkar:, @নকিব ভাই, না ওটা আমার আইডি না, তবে ভাই আপনি হুমায়ুন আজাদ নিবন্ধটির এই অংশের উপঅংশগুলো (প্রারম্ভিক জীবন, শৈশব ও কিশোর এবং যৌবন) কেটে দিন (শুধু শিরোনামগুলো কাটুন, আমি 'ভেতরের লেখাগুলো' কাটতে বলছিনা আর লেখকের বাবামার মৃত্যুর অংশ 'জীবন' অংশে নিয়ে আসুন সবার শেষে, 'ব্যক্তিগত জীবন' অংশে ওটা মানায়না আর ভাই আমি আবারো বলছি রবীন্দ্রনাথ ঠাকুর নিবন্ধটির মত হুমায়ুন আজাদ নিবন্ধে একই ধরণের লেখা রয়েছে, এটা বাদ দেওয়া জরুরী, লক্ষ্য করুন হুমায়ুন আজাদ নিবন্ধটির ভূমিকা অংশের দ্বিতীয় অনুচ্ছেদের দ্বিতীয় বাক্যের প্রথম অংশ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিবন্ধের ভূমিকা অংশের শেষ অনুচ্ছেদের প্রথম লাইনের সঙ্গে মিলে যায়। রাজ মাহিন (আলাপ) ০৬:০৪, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
রাজ মাহিন, আপনি বোঝার চেষ্টা করুন, রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো পরিবারই মোটামুটি উইকিপিডিয়া উল্লেখযোগ্য। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত জীবন অংশে তাদের কথা উল্লেখ থাকা অসঙ্গত নয়। তবে হুমায়ুন আজাদের ব্যাপারটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে রয়েছি। নকীব সরকার বলুন... ০৬:০৯, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nokib Sarkar:, নকিব ভাই, আমি তো সেটাই বুঝানোর চেষ্টা করছি, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি আর ওনার ব্যাপারে অনেক তথ্য তথ্যসূত্র সহ পাওয়া যায় কিন্তু তাই বলে রবীন্দ্রনাথ ঠাকুর নিবন্ধটির ২৮ নং তথ্যসূত্র থেকে নেওয়া একটি বাক্য কেন হুমায়ুন আজাদ নিবন্ধটিতে যুক্ত হবে? (ঐ যে হুমায়ুন আজাদ নিবন্ধের ভূমিকা অংশের দ্বিতীয় অনুচ্ছেদের দ্বিতীয় বাক্য), এক্ষেত্রে কি বাক্যটি কেটে দেওয়া উচিৎ নয়? রবীন্দ্রনাথের দেওয়া তথ্যসূত্রে হুমায়ুন আজাদের কথা লিখা নেই। রাজ মাহিন (আলাপ) ০৬:১২, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
রাজ মাহিন, আমি সেটা বুঝেছি। কিন্তু অভিজ্ঞদের সঙ্গে এ নিয়ে আলাপ করা উচিত, কারণ এটি একটি ভালো নিবন্ধের সমতুল্য। তাছাড়া রবীন্দ্রনাথের ২৮ নং তথ্যসূত্রের সঙ্গে হুমায়ুন আজাদের উক্ত তথ্যের তথ্যসূত্রের (২৯ নং) মিল খুঁজে পাই নি (যদি ভুল না হয়)। ক্ষমা করবেন, পরীক্ষা নিয়ে আমি একটু ব্যস্ত। নকীব সরকার বলুন... ০৬:১৯, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান:, @আফতাব ভাই, আপনি অনুগ্রহ করে কিছু বলুন। রাজ মাহিন (আলাপ) ০৬:২৩, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

প্রজার পক্ষ হতে যুবরাজের জন্য একটি পদক[সম্পাদনা]

কূটনৈতিক পদক
আপনি আপনার ব্যক্তিগত জীবনে যেমন অধ্যবসায়ী, পরিশ্রমী ও পরোপকারী তেমনি উইকি জীবনেও আপনার পদচারণা স্বতঃস্ফূর্ত ও পরহিতকর। উইকিপিডিয়ার সম্মানার্থে সবাইকে আপনি বলতে হয়। তাই আপনাকে (পড়ুন: তোকে) আপনিই বললাম।— Wiki Ruhan (আলাপ) ১৫:০২, ১ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
সা..বধা...ন! সা..বধা...ন! সা..বধা...ন!
মহামান্য যুবরাজ ধন্যবাদ জানাইতেছে.....ন।
ফোঁহ ফোঁহ ফোঁ (রাজকীয় শিঙ্গার ধ্বনি)

নকীব সরকার বলুন... ০৬:৪৯, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

দাতার হাত সবসময়ই উপরে থাকে যুবরাজ। পদকদাতাই শ্রেয়ান। — Wiki Ruhan (আলাপ) ০৬:৫২, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার তৈরি আদেল উদ্দিন আহমেদ নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় Nokib Sarkar,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি আদেল উদ্দিন আহমেদ নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - মাসুম-আল-হাসান (আলাপ), শুক্রবার ১১:৩৮, ০৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

রোমান্টিক কবি[সম্পাদনা]

@Nokib Sarkar:, @নকিব ভাই, হুমায়ুন আজাদ নিবন্ধটির কবিতা অংশে এই তথ্যসূত্র থেকে হুমায়ুন আজাদকে রোমান্টিক কবি হিসেবে উল্লেখ/উদ্ধৃত করা যেতে পারে কিনা দেখুন তো, প্রথম বাক্যের পরেই 'তিনি ছিলেন একজন রোমান্টিক কবি' - এই বাক্য লিখা যায় কিনা ভেবে দেখুন। জাহাঙ্গীর তাহের (আলাপ) ০৬:৩৫, ১৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বিশাল খান, একটিমাত্র সূত্র থেকে এতবড় সিদ্ধান্ত নেওয়াটা আমি পছন্দ করি না। তাছাড়া কী কারণে উনাকে রোমান্টিক কবি বলা হয়েছে তাঁর ব্যাখ্যা তিনি দেন নি। ফলে আমি তাঁর বক্তব্যকে "আবেগপ্রসূত" বলেই বিবেচনা করব। তবে এ ব্যাপারে আমি আফতাব ভাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৬:৪১, ১৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ধ্বংসাত্মক বট সম্পাদনা[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


আপনার বট পরিচালনায় নিবন্ধের সৌন্দর্য্যহানি ঘটেছে ও লাল টেমপ্লেটে পরিণত করেছে। অনুগ্রহপূর্বক সম্পাদনা করার পূর্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে অগ্রসর হ-উ-ন! - Suvray (আলাপ) ০৪:১৫, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

শুভ্রয়দা, আমাকে অবহিত করার জন্য অত্যন্ত ধন্যবাদ। আসলে আমি শুধুমাত্র ভুল বানানকে শুদ্ধ করার জন্য বট চালিয়েছি। কিন্তু আমি জানতাম না না যে ভুল বানান কোনো টেমপ্লেটের শিরোনামেও থাকতে পারে। আমি দুঃখিত যে আমি এটি আগে খেয়াল করি নি। আপনি যদি কিছু ইতিবাচক সাড়া দেন তবে আমি শিরোনামগুলোও ঠিক করে দিতে পারি। তবে এক্ষেত্রে আমার কোডটি একটু পরিবর্তন করতে হবে। নকীব সরকার বলুন... ০৫:৫৪, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
নকীব ভাই, ধন্যবাদ উপলব্ধি করার জন্যে। আর, আমি সুব্রত রায়; শুভ্রয় নই যা আমার ব্যবহারকারী পাতায় রয়েছে! - Suvray (আলাপ) ১২:০৪, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


আপনি উইকিপিডিয়া:প্রস্তাবিত ভালো নিবন্ধ পাতায় যে বোতাম যুক্ত করেছেন তার কোনো প্রয়োজন দেখছি না। এমনকি এটি সঠিকভাবে কাজও করছে না, বোতাম চাপলে নতুন পাতা সৃষ্টি করার নির্দেশ দেয়া হচ্ছে, যা বিভ্রান্তিকর। ~মহীন (আলাপ) ০৭:৪৮, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

মহীন ভাই, কিছু মনে করবেন না। আমি বোতামগুলোর কাজ পুরোপুরি সম্পাদনা না করেই ব্যক্তিগত কিছু কারণে একটু অবসর নিয়েছিলাম। তবে ডেমো হিসেবে প্রথম কয়েকটি বোতাম পরীক্ষা করলেই বুঝতে পারতেন যে বোতামগুলো আসলেই কাজ করে। আর তাছাড়া আমি প্রত্যেকটি ভুক্তি তালিকা মূল পাতা হতে উপপাতায় নিতে চাচ্ছিলাম যাতে ভালো নিবন্ধ ব্যবস্থাপনায় বট ব্যবহারে সুবিধা হয়। আমি একটু আপনার সম্পাদনাটি পুনর্বহাল করছি। যদি যৌক্তিক মনে না হয় তবে না হয় আবার বাতিল করা যাবে। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৯:৩১, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nokib Sarkar: কোনো প্রকার পূর্ব আলোচনা না করে এতোগুলো পাতা আপনি ইচ্ছে হলেই নতুন উপপাতায় নিতে পারেন না। দয়াকরে সম্পাদনা ফিরিয়ে নিন এবং কী করতে চাচ্ছেন আলাপ পাতায় সে বিষয়ে সুস্পষ্ট আলোচনা করুন। তাছাড়া বট বর্তমান পাতায়ও ব্যবহার করা সম্ভব। ~মহীন (আলাপ) ১১:২২, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
Moheen ভাই, আশা করি ভালো আছেন। আমি আপনার বার্তার কারণ স্পষ্ট বুঝতে পারছি। কিন্তু আমি আমার পরিবর্তনের সাফল্যের ব্যাপারে মোটামুটি বিশ্বাসী থাকায় আপনার সম্পাদনা পুনর্বহাল করার মতো দুঃসাহস দেখিয়েছি বলে ক্ষমাপ্রার্থী। আপনার কথা হল আমি কেন উপপাতায় স্থানান্তর করলাম। কারণ আমার বটের অনেকগুলো কাজের একটি হল যেসব ভালো নিবন্ধের মনোয়নে আলাপ পাতায় |subtopic= দেয়া হয়নি, সেসব স্থানে উপযুক্ত উপাত্ত যুক্ত করা। এতে {{নিবন্ধ ইতিহাস}} যুক্ত করা সহজ হয়ে যাবে। আমার বট প্রতিটি বিভাগের নাম মুখস্ত রেখে এপিআইয়ের মাধ্যমে নাম ধরে ধরে বিভাগগুলোতে সংশ্লিষ্ট নিবন্ধ খোঁজ করবে যা বর্তমান মূল পাতায় সম্ভব নয়। (কারণ এক্ষেত্রে regExp অত্যন্ত জটিল ও দূর্বোধ্য হয় এবং অনেক ক্ষেত্রে দুর্ব্যবহার করে যা গত কয়েকটি সম্পাদনায় আমি লক্ষ্য করেছি। তাছাড়া এপিআই অনুচ্ছেদের নাম ধরে সম্পাদনার সুযোগ প্রদান করে না, কারণ একই নামে একাধিক অনুচ্ছেদ থাকতে পারে) তাছাড়া কোনো নিবন্ধ পর্যালোচনার পর ঐ নিবন্ধটি তালিকা হতে অপসারণের ক্ষেত্রে সম্পূর্ণ পাতাটি সম্পাদনার বদলে একটি উপপাতা সম্পাদনার time complexity ও memory complexity অনেকটাই কম। পাশাপাশি, বোতামগুলো থাকায় "ভুক্তি যুক্ত করার" বিকল্প দৃষ্টিগোচর হওয়ায় যে কেউ মনোনীত করতে আগ্রহবোধ করবে বলে আমার বিশ্বাস। আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি কেন এই দুঃসাহস দেখালাম। তারপরেও যদি আমার করা অলঙ্করণ পছন্দ না হয়। তবে আমার সম্পাদনা এক ক্লিকে রোলব্যাক করা সম্ভব। তবে পাতা অপসারণের অনুমতি আমার নেই। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১১:৩৯, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পের অনুস্মারক[সম্পাদনা]

সুধী,
বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ইতিমধ্যে শাহরাস্তি উপজেলা নিবন্ধটি সমৃদ্ধ করতে চেয়েছেন, যা নির্দিষ্ট তারিখে শেষ হবার কথা থাকলেও সেটি সম্পূর্ণ করেননি। আপনাকে শাহরাস্তি উপজেলা নিবন্ধটি যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই প্রকল্পে যোগদান করায় আপনাকে ধন্যবাদ। -- জনি (আলাপ), শনিবার ১৩:৩৪, ২৫ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বট দ্বারা বানান সংশোধন[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


সুধী, লক্ষ্য সম্প্রতি করলাম আপনার পরিচালিত নকিববট দ্বারা বানান সংশোধন করতে গিয়ে অনেক সঠিক বানানও ভুল হয়ে যাচ্ছে। যেমনটি আমি এইএই সম্পাদনায় লক্ষ্য করলাম। উক্ত পাতা দুটিতে পর্যালোচনা সুরক্ষা চালু থাকায় আমি তা মীমাংসিত করতে গিয়ে এই ভুলটি নজরে আসলো৷ আমার মনে হচ্ছে এই ধরনের ভুল আরো হয়েছে যেগুলো আমাদের নজরে আসে নি। তাই বট পরিচালনায় আপনার আরও সতর্ক হওয়া উচিত। ধন্যবাদ —আল রিয়াজ উদ্দীন (আলাপ) ২৩:১৩, ২৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আমার অতীত অভিজ্ঞতা থেকে: যদি কেবল শব্দ অনুসন্ধান ও প্রতিস্থাপন করেন তবে এই রকম ভুল আসার সম্ভাবনা রয়েছে। তাই কেবল শব্দ মিলানোর পরিবর্তে, শব্দের আগে ও পরে শূন্যস্থানসহ শব্দ মিলান। মানে কারণ কারণ  (শূন্যস্থান-কারণ-শূন্যস্থান)। তাহলে ভুল আসার সম্ভবনা অনেক কম হবে। হু জানি যে এই পদ্ধতিতে একটা সমস্যা হল আপনাকে সম্ভাব্য বানানগুলি (কারণ, কারণে, কারণগুলি, কারণসমূ ইত্যাদি) হাতদ্বারা লিখতে হবে। @Wikitanvir: অতীতে আপনার বটের বানান ঠিক করার একটা স্ক্রিপ্ট ছিল, তা কি ব্যবহারকারী:WikitanvirBot-এর উপপাতায় প্রকাশ করবেন? তাহলে নকিব ভাইসহ আমার কাজে লাগত। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৩৯, ২৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
ভাই, ২৬তারিখে আপনার বট দ্বারা বানান সংশোধনের ৪৩টি ভুল সম্পাদনা আমি বাতিল করেছি। এছাড়াও আফতাব ভাইও বাতিল করেছে। আপনার বানান সংশোধনের ক্ষেত্রে কিছু দেশি শব্দের মধ্যে তা সীমাবদ্ধ রাখতে হবে অর্থাৎ কারন> কারণ(শুদ্ধ), নীচে>নিচে(শুদ্ধ)। বিদেশি শব্দের ক্ষেত্রে বট দ্বারা সংশোধন কাজ পরিচালনা না করায় শ্রেয় হবে যেমন জুলকারনাইন>জুলকারণাইন(অশুদ্ধ), কারনাড>কারণাড(অশুদ্ধ)। সর্বোপরি, আপনার বটের কোডে পরিবর্তন করলে আশা করি সমস্যা কিছুটা সমাধান হবে৷ ধন্যবাদ —আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:১১, ২৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

অভিনন্দন![সম্পাদনা]

বাংলা উইকি রো-বট পদক
বাংলা উইকিতে অসাধারণ একটি বট তৈরি করেছেন এবং এটি চালনার জন্য নিশ্চয় একে খাবার খাওয়ানো প্রয়োজন, যার জন্য এই মোবিলপূর্ণ গ্লাস এবং আপনার জন্য আমার এই বাংলা উইকি রো-বট পদক, আমার এই পদক আপনাকে আরো উৎসাহ যোগাবে; এই আশা ব্যক্ত করে---- এফ আর শুভ(বার্তা দিন) ১৬:৪৭, ১৭ মে ২০২০ (ইউটিসি)

বট অধিকার অপব্যবহার[সম্পাদনা]

সুধী, সম্প্রতি আপনি বেশ কয়েকবার বটনঅধিকার অপব্যবহার করেছেন এবং আরো সম্প্রতি আলোচনাসভাগুলোতে ধ্বংসপ্রবণতা চালিয়েছেন। উক্ত স্থানগুলো পরীক্ষার স্থান নয়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:২৩, ২৩ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@NahidSultan: উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/নকীব বট/কাজের অনুমোদন ১ --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:১৯, ২৩ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ঈদ মোবারক[সম্পাদনা]

প্রিয় নকীব, আপনাকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা৷ আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি। ঈদ মোবারক ~ নাহিয়ান আলাপ ১৪:১১, ২৪ মে ২০২০ (ইউটিসি) [উত্তর দিন]
Nahian~bnwiki আপনাকেও ঈদ মোবারক। নকীব সরকার বলুন... ১৪:২৪, ২৪ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

তামিল চলচ্চিত্র সিভানদা মান[সম্পাদনা]

@Nokib Sarkar:, @নকিব ভাই, দয়া করে সিভানদা মান নিবন্ধটিতে চিত্র আপলোড করে দিন, এটা অনেক আগেকার যুগের চলচ্চিত্র। বিশাল পাভেল (আলাপ) ১৫:৪৫, ২৯ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients[সম্পাদনা]

tiger face
tiger face

Dear Wikimedians,

We hope this message finds you well.

We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.

We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.

Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.

Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.

Thank you. MediaWiki message delivery (আলাপ) ০৮:০৫, ১১ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

পাতা প্রকাশ[সম্পাদনা]

আসসালামু আলাইকুম স্যার। আমি বাংলাদেশ রাইটাট একজন নতুন উইকিপিডিয়ান। তাই আপনাদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। এছাড়াও আপনাদের নিয়মাবলি আমি মানতে সদা প্রস্তুত। সম্প্রতি আমি 'রেনযেক্স রিহেক্স' নামে একটি নিবন্ধ তৈরী করি যার লিংকঃ https://bn.m.wikipedia.org/w/index.php?title=%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A6%AF%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8_%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B9%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8#%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B8%E0%A7%82%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 তিনি একজন হ্যাকার বর্তমানে তিনি বেশ কিছু হ্যাকিং প্রক্রিয়া চালান একটি মাধ্যমে এবং একটি জনপ্রিয় ব্লগ তথ্যসূত্র দ্বারা প্রকাশিত অতএব আমার আকুল আবেদন জনাবের যেন 'রেনযেক্স রিহেক্স'এর নিবন্ধের প্রতি সুনজর হয়।

ধন্যবাদ। Bangladesh Writter (আলাপ) ০৭:১০, ১২ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

দয়া করে আমার পাতার সমস্যার সমাধান করতে সাহায্য করুন।[সম্পাদনা]

আসসালামু আলাইকুম স্যার। আমি বাংলাদেশ রাইটার একজন নতুন উইকিপিডিয়ান। তাই আপনাদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। এছাড়াও আপনাদের নিয়মাবলি আমি মানতে সদা প্রস্তুত। সম্প্রতি আমি 'রেনযেক্স রিহেক্স' নামে একটি নিবন্ধ তৈরী করি যার লিংকঃ https://bn.wikipedia.org/wiki/রেনযেক্স_রিহেক্স তিনি একজন ইথিক্যাল হ্যাকার বর্তমানে তিনি বেশ কিছু হ্যাকিং প্রক্রিয়া চালান এবং একটি জনপ্রিয় ব্লগ আর একটি সংবাদ মাধ্যমের তথ্যসূত্র দ্বারা প্রকাশিত অতএব আমার আকুল আবেদন জনাবের যেন 'রেনযেক্স রিহেক্স'এর নিবন্ধের প্রতি সুনজর হয়।

ধন্যবাদ। Bangladesh Writter (আলাপ) ০৯:১১, ১২ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Bangladesh Writter, আপনাকে স্বাগতম। উইকিপিডিয়ায় কোনো নিবন্ধ থাকতে হলে তা উল্লেখযোগ্য হতে হয়। উল্লেখযোগ্যতার কিছু মানদণ্ড আছে, যা পূরণ না হলে নিবন্ধ রাখা যায় না। উক্ত ব্যক্তি সম্পর্কে নির্ভরযোগ্য কোনো জাতীয় সংবাদপত্র কিংবা ওয়েবসাইটে (অবশ্যই কোনো ব্লগ নয়) প্রকাশিত হয় নি। সুতরাং তিনি উল্লেখযোগ্যতার মানদণ্ডে উল্লেখযোগ্য নন। তাই ওনার নিবন্ধে আমি অপসারণ প্রস্তাবনা দিয়েছি। আপনি চাইলে সেখানে গিয়ে যুক্তি দেখাতে পারেন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১০:১০, ১২ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
পুনশ্চ ১:  : আপনি অনুগ্রহপূর্বক এটি পড়ুন। ধন্যবাদ।-নকীব সরকার বলুন... ১০:১৫, ১২ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
পুনশ্চ ২: অপসারণ প্রস্তাবনার সংযোগ আপনার আলাপ পাতায় দেয়া হয়েছে। ধন্যবাদ। - নকীব সরকার বলুন... ১০:১৭, ১২ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

নকীব বটের খালি পাতা তৈরি প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয় নকীব, আপনার বট কাজের অনুমোদন পাওয়ার পর ১২ জুন ২০২০ চারটি খালি পাতা তৈরি করে সেটিতে উৎসহীন ট্যাগ যোগ করে যা ভুল ছিলো। পরবর্তীতে আফতাব ভাই সেগুলো অপসারণ করেন। আমি যতোটুকু জেনেছি সমস্যাটি আপনার স্ক্রিপ্টের একটি অনিচ্ছাকৃত ভুলের কারণে এবং সেটি ঠিক করা হয়েছে। আমি বিষয়টিকে কারিগরী ভুল হিসেবে ধরে নিচ্ছি। যদিও কারিগরী ভুল হতেই পারে এবং এগুলো পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, তবে আপনার বটের কার্যক্রম নিয়ে ইতোমধ্যেই প্রচুর তর্ক/বিতর্ক হয়েছে, পক্ষে-বিপক্ষে বাদানুবাদ হয়েছে তাই আপনার এ ধরনের ভুলের ক্ষেত্রে আপনাকে একটু বেশি সাবধানতা অবলম্বন করার অনুরোধ করছি। ধন্যবাদ। — তানভির১১:১৫, ১৩ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আরেকটি ব্যাপার এই ভুলটি যদি এ কারণে হয়ে থাকে যে বট পুরোনো তালিকা ধরে কাজ করেছে, তবে আমি অনুরোধ করবো প্রতিবার তালিকা হালনাগাদ করে কাজ শুরু করার। ল্যাবসের রিসোর্স বাঁচানো চেয়ে সঠিকভাবে কাজ করাটি জরুরী। — তানভির১১:১৮, ১৩ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
(সম্পাদনা দ্বন্দ্বের পর) তানভির ভাই, ধন্যবাদ। হ্যাঁ, সেগুলো কারিগরি ত্রুটি ছিল যার উল্লেখ আমি এই পাতায় উল্লেখ করেছি এবং সেগুলো আমি দেখার সঙ্গে সঙ্গে অপসারণ প্রস্তাবনা দিয়েছিলাম। উক্ত ত্রুটিগুলো আমি দূর করেছি। তবে উক্ত সমস্যাগুলোর মধ্যে Pywikibot framework এরও কিছু ত্রুটি রয়েছে। আমি সমস্যাটি সমাধান করেছি। জানানোর জন্য ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১১:২১, ১৩ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকে ধন্যবাদ[সম্পাদনা]

সুপ্রিয় নকিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এখন এসে আমাকে মনে করার জন্য। কিন্তু সত্যি বলতে এখানে আমার বিন্দুমাত্রও প্রয়োজন নাই, কেননা আপনারাই যথেষ্ট। কাজেই গোরু মেরে জুতা দানের মতো দায়িত্ব প্রদান ও তৎপর ধন্যবাদ জ্ঞাপনও নিষ্প্রয়োজন। আমি আগেই জনসমক্ষে ঘোষণা দিয়েছি, আমি "আপনাদের" এই প্রকল্পে সরাসরি সংশ্লিষ্ট থাকব না। পক্ষপাতদুষ্টও নয়, নিরপেক্ষও নয়, অর্থাৎ কোনোভাবেই আপনারা আমাকে পাবেন না। তবে কলেজের ছাত্র হিসেবে আমি শুধুই দর্শক ও শুভাকাঙ্ক্ষী। আমি নটর ডেমের ছাত্র, এটা আমার জন্য গৌরবের, অহঙ্কারের নয়। কলেজের সুনামে আমি গৌরবান্বিত বোধ করি। তেমনি যখন আমাকে "কলেজের সমূহ সর্বনাশ" করার অপবাদ দেওয়া হয়, তখন তা আমাকেও ভাবিত করে। সেই সাথে রুহানের জন্য "ডাইরেক্ট ক্রিটিসাইজ" আর আমার জন্য "ইনডাইরেক্ট ক্রিটিসাইজ" - এর অর্থও আমার বোধগম্য। আফসোস আমার একটাই, এহেন "সুনাম" অর্জনের জন্য আমি দুটো দিন নষ্ট করলাম। আপনি অভিজ্ঞ আমি স্বীকার করি, কিন্তু আমি অতটাও অনভিজ্ঞ নই যে জানি না, পাতার ইতিহাস দেখে বলা যায়, কোন অংশটুকু কে সম্পাদনা কিংবা যোগ করেছে। আমি ছোট শিশু নই, কাজেই আমাকে শুধু শুধু বুঝ দেওয়ার প্রয়োজন নাই। সমষ্টিস্বার্থের চেয়ে যখন ব্যক্তিস্বার্থ বড় হয়ে দাঁড়ায়, তখন বিভক্তি ওরফে ভুল বোঝাবুঝি স্বাভাবিক। তবে আমি মনে করি ফেসবুক, মেসেঞ্জার গ্রুপ, এমনকি এই উইকিপিডিয়াও সম্পূর্ণ ভার্চুয়াল। এই ভার্চুয়ালিটির কারণে আমার ব্যক্তিগত সম্পর্কগুলোর কোনো ক্ষতি হওয়া উচিত নয়। রাকিন, রুহান, আবতাহী, সাজ্জাদ, সুজয় আমরা সবাই একই হোস্টেলে অনেক দিন একসাথে আছি। মুকিত আমার গ্রুপমেট, আমার মাত্র পাঁচ বেঞ্চ আগে বসে। আপনার সাথে এবং রাফির সাথেও আমার সম্পর্ক অনেক পুরনো। আরও অনেকে নতুন যুক্ত হয়েছে, যাদের আমি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু আমরাও একই কলেজের একই ব্যাচের ছাত্র। কাজেই তুচ্ছ ভার্চুয়াল কারণে এই সমস্ত ব্যক্তিগত সম্পর্কের অবনমন ঘটতে পারে এমন কোনো সম্ভাবনাই নেই। কিন্তু তারপরেও নটর ডেম নিবন্ধের উন্নয়ন ও নির্বাচিত নিবন্ধ হওয়ার ক্ষেত্রে আমি আর কোনো ভূমিকাই রাখতে পারব না। এতদিন রাখিনি, মাঝে হুট করে আসাটাও ভুল হয়েছে, আমি করজোড়ে তা স্বীকার করছি। সেই সাথে বিধাতার কাছে প্রার্থনা করি, আমার কারণে আপনাদের প্রকল্প "যে গতিতে পিছিয়ে" গেল, তার "দ্বিগুণ গতিতে" "আপনারা" এগিয়ে যাবেন। সেই কাজে আপনাদের মূল্যবান সময় আবারও নষ্ট করলাম, সেই কারণে আমি আবারও দুঃখিত। -- আদিভাই (আলাপ) ০৬:১৯, ১৭ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

টেমপ্লেট:স্বয়ংক্রিয় সংগ্রহশালা/শেষ