তিরুপতি লোকসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তিরুপতি লোকসভা কেন্দ্র
অন্ধ্রপ্রদেশএর লোকসভা কেন্দ্রসমূহ ও ২৩ নং স্থানে তিরুপতি
অস্তিত্ব১৯৫২-বর্তমান
সংরক্ষণতফসিলী জাতি
বর্তমান সাংসদবল্লী দুর্গাপ্রসাদ রাও
রাজনৈতিক দলযুবজন শ্রমিক রায়তু কংগ্রেস পার্টি
নির্বাচনের বছর২০১৯
রাজ্যঅন্ধ্রপ্রদেশ
মোট ভোটদাতা১,৫৭৪,১৬১[১]
বিধানসভা কেন্দ্র৭টি

তিরুপতি লোকসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের ২৫ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৬২ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত আসন এবং মোট ৭ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল তেলুগু। এই লোকসভা কেন্দ্রে ২০১৯ সালে মোট ভোটার সংখ্যা ছিলো ১,৫৭৪,১৬১ জন৷

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব করেন। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এই লোকসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার পূর্ব দিকে ও নেল্লোর জেলার মধ্য ও দক্ষিণে অবস্থিত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত৷[২]

ইতিহাস[সম্পাদনা]

তিরুপতি লোকসভা কেন্দ্রে ১৯৫২ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিধানসভা কেন্দ্র গুলি[সম্পাদনা]

লোকসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের ১৭৫ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৭ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত।[৩] বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য অন্ধ্রপ্রদেশের বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৭ টি বিধানসভা কেন্দ্রে সর্বশেষ ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই লোকসভা কেন্দ্রের মধ্যে ৩টি বিধানসভা কেন্দ্রই (গুডুর, সুলুরপেট, সত্যবেড়) তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।

সর্বপল্লী বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১১৯ নং বিধানসভা কেন্দ্র৷ এটি নেল্লোর জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

গুডুর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১২০ নং বিধানসভা কেন্দ্র৷ এটি নেল্লোর জেলায় অবস্থিত৷ এই কেন্দ্রটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।

সুলুরপেট বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১২১ নং বিধানসভা কেন্দ্র৷ এটি নেল্লোর জেলায় অবস্থিত৷ এই কেন্দ্রটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।

বেঙ্কটগিরি বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১২২ নং বিধানসভা কেন্দ্র। এটি নেল্লোর জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

তিরুপতি বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৬৭ নং বিধানসভা কেন্দ্র। এটি চিত্তুর জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

শ্রীকালহস্তী বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৬৮ নং বিধানসভা কেন্দ্র। এটি অসংরক্ষিত আসন৷ এটি চিত্তুর জেলায় অবস্থিত৷

সত্যবেড় বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৬৯ নং বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত। এটি চিত্তুর জেলায় অবস্থিত৷

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৪ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৯ 
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)The Election Commission of India। ১৭ ডিসেম্বর ২০১৮। পৃষ্ঠা 30। ৩ অক্টোবর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৯ 
  3. http://www.elections.in/andhra-pradesh/parliamentary-constituencies/tirupati.html?utm_source=from_pctrack