রিতা সি. ডেভিডসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রীতা সি. ডেভিডসন (সেপ্টেম্বর ১, ১৯২৮ – নভেম্বর ১১, ১৯৮৪) ছিলেন একজন আইনজীবী এবং সরকারী কর্মচারী যিনি মেরিল্যান্ড কোর্ট-এর আপিল বিভাগে দায়িত্ব পালনকারী প্রথম মহিলা ছিলেন।[১]

ডেভিডসনের জন্ম ব্রুকলিন, নিউ ইয়র্ক শহরে, তিনি রাশিয়া থেকে আসা ইহুদি অভিবাসীদের মেয়ে।[২] তিনি ১৯৪৮ সালে গুউচার কলেজ এবং ১৯৫১ সালে ইয়েল ল স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন।[৩][৪]

ডেভিডসন ওয়াশিংটন ডিসিতে ব্যক্তিগত অনুশীলনে কাজ করেছিলেন এবং মন্টগোমেরি কাউন্টি, মেরিল্যান্ড রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৭০ সালে, গভর্নর মার্ভিন ম্যান্ডেল তাকে কর্মসংস্থান ও সামাজিক পরিষেবাদি বিভাগের সেক্রেটারি হিসাবে নিয়োগ করেছিলেন, প্রথম মহিলা হিসেবে তিনিই মেরিল্যান্ডের গভর্নরের মন্ত্রিসভায় নাম লেখান।[৩]

১৯৭২ সালে, ডেভিডসনকে বিশেষ আপিলের মেরিল্যান্ড কোর্ট এ নিয়োগ দেওয়া হয়েছিল। ১৯৭৮ সালে, ভারপ্রাপ্ত গভর্নর ব্লেয়ার লি তৃতীয় তাকে মেরিল্যান্ড কোর্ট অব আপিলস এ নিয়োগ করেছিলেন। ডেভিডসন ছিলেন রাজ্যের সর্বোচ্চ আদালতে নিযুক্ত প্রথম মহিলা।[৫]

ডেভিডসন ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৮৪ সালের ১১ নভেম্বর তাঁর চেভি চেজ, মেরিল্যান্ড-এর বাড়িতে মারা যান।[৩][৪]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Maryland Women's Hall of Fame: Rita Charmatz Davidson"। Maryland State Archives। সংগ্রহের তারিখ জুন ২৮, ২০১৫ 
  2. "Rita Charmatz Davidson"। সংগ্রহের তারিখ জুন ২৮, ২০১৫ 
  3. Jordan, Mary (নভেম্বর ১২, ১৯৮৪)। "Md. High Court Judge Rita Davidson Dies"The Washington Post 
  4. "Rita C. Davidson Dies at 56; A Judge in Maryland Courts"The New York Times। নভেম্বর ১৩, ১৯৮৪। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৫ 
  5. Saperstein, Saundra (ডিসেম্বর ২০, ১৯৭৮)। "Rita Davidson Named to Md. High Court"The Washington Post। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৫