আবদুল মাজেদ খান আছকজাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবদুল মাজেদ খান আছকজাই
বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য
কাজের মেয়াদ
২০০২–২০০৭; ২০১৩–২০১৮
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1962-12-22) ২২ ডিসেম্বর ১৯৬২ (বয়স ৬১)
বেলুচিস্তান, পাকিস্তান
রাজনৈতিক দলপশতুনখোয়া মিলি আওয়ামী পার্টি
প্রাক্তন শিক্ষার্থীবেলুচিস্তান বিশ্ববিদ্যালয়

আবদুল মাজেদ খান আছকজাই (জন্ম: ২২ ডিসেম্বর ১৯৬২)পাকিস্তানের বেলুচিস্তানের একজন রাজনীতিবিদ, যিনি পশতুনখোয়া মিলি আওয়ামী পার্টির সাথে যুক্ত । তিনি ১৯৬২ সালে গুলিস্তানে জন্মগ্রহণ করেন, তিনি পেশায় একজন কৃষক এবং বেলুচিস্তান বিশ্ববিদ্যালয়ের স্নাতক।

জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]

২২ ডিসেম্বর ১৯৬২ সালে গুলিস্তানে জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক ও কর্মজীবন[সম্পাদনা]

২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি পিবি-১৩ (কিল্লা আবদুল্লাহ ) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। [১]

২০১৩ সালের সাধারণ নির্বাচনে তিনি একই নির্বাচনী এলাকা থেকে আবার প্রাদেশিক পরিষদে নির্বাচিত হয়েছিলেন। [২][৩] তিনি বেলুচিস্তানের আছকজাই পরিবারের অন্তর্ভুক্ত, যার মধ্যে আবদুল সামাদ আছকজাই, মুহাম্মদ খান আছকজাই, মাহমুদ খান আছকজাই এবং হামিদ খান আছকজাইয়ের মতো বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন । [১]

গ্রেফতার[সম্পাদনা]

২৪ জুন ২০১৭ সালে হিট অ্যান্ড রান মামলার কারণে আছকজাইকে গ্রেপ্তার করা হয়েছিল যেখানে ট্রাফিক পুলিশ ওয়ার্ডেন মারা গিয়েছিল। [৪]

তদন্ত চলাকালীন আবদুল মাজেদ আছকজাইকে পাকিস্তানের দণ্ডবিধির ৩ ৬৫ ও ৩৪ ধারায়, এফআইআর নং ১৫/২০০৯। [৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Abdul Majeed Khan Achakzai"Provincial Assembly of Balochistan। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৩ 
  2. "Pakhtunkhwa Milli Awami Party Provincial Assembly"Express Tribune। ২৭ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৩ 
  3. Baloch, Bari (১৩ মে ২০১৩)। "Poll results suggest victory for Baloch nationalists"The Nation। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৩ 
  4. Outrage: Police Sergeant run over by MPA’s car, Retrieved 24 June 2017
  5. Outrage: MPA Achakzai named in 2009 kidnapping FIR, Retrieved 4 July 2017

বহিঃসংযোগ[সম্পাদনা]