নাসরিন (অভিনেত্রী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাসরিন
জন্ম
নাসরিন আক্তার নার্গিস

(1978-05-13) ১৩ মে ১৯৭৮ (বয়স ৪৫)
পেশাঅভিনেত্রী, প্রযোজক
কর্মজীবন১৯৭৮–২০১৭
উল্লেখযোগ্য কর্ম
সত্তা
আদি নিবাসবিক্রমপুর, মুন্সীগঞ্জ
দাম্পত্য সঙ্গীমুস্তাফিজুর রহমান রিয়েল (বি. ২০১২)[১]
সন্তানআফরিন (মেয়ে)
রিজন (ছেলে)
পুরস্কারবাচসাস পুরস্কার (১ বার)

নাসরিন (জন্ম ১৩ মে ১৯৭৮) একজন সদ্য বিদায়ী বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রীপ্রযোজক। তিনি আইটেম গানে নৃত্যশিল্পী ও পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তিনি ৫০০-এর অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ১৯৯২ সালে সোহানুর রহমান সোহানের লাভ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে তার যাত্রা শুরু করেন। প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি নিয়ে তথ্যগত বিভ্রান্তি রয়েছে। লাভ সিনেমার পাশাপাশি ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত অগ্নিশপথ ছবিও তার প্রথম ছবি হিসেবে বলা হয়।[১][২][৩][৪][৫]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

নাসরিন ২০১২ সালের ১৮ মে ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান রিয়েলের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন।[১] ২০১৩ সালের ৪ ডিসেম্বর কন্যা সন্তান আফরিনের মা হন নাসরিন।[৬] ২০১৬ সালের ৯ আগস্ট রিজন নামে একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি।[৭]

কর্মজীবন[সম্পাদনা]

নাসরিন ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত সোহানুর রহমান সোহান পরিচালিত লাভ অথবা অগ্নিশপথ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি বাংলা চলচ্চিত্রে মূলত আইটেম গানে নৃত্যশিল্পী হিসাবে পরিচিত। তিনি দিলদারের সাথে জুটি গড়ে কৌতুক চরিত্রেও দীর্ঘদিন অভিনয় করেছেন। দিলদার মারা গেলে তিনি কাবিলার সঙ্গেও জুটি বেঁধে অভিনয় করেন। পাশাপাশি তিনি চলচ্চিত্রে পার্শ্বচরিত্রের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকায়ও অভিনয় করেছেন।[৮]

নির্বাচিত চলচ্চিত্র[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বিয়ে করলেন চলচ্চিত্রাভিনেত্রী নাসরিন"বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯ 
  2. "নাসরিনের জীবনী নিয়ে চলচ্চিত্র"দৈনিক যায়যায়দিন। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯ 
  3. "দিলদারের সাথে কাজ করায় অনেকে ভাবে আমার বয়স বেশি | বাংলাদেশ প্রতিদিন"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯ 
  4. "অনেকে ভাবে আমার বয়স বেশি : নাসরিন | কালের কণ্ঠ"কালের কন্ঠ। ১৬ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯ 
  5. "সমিতি থেকে সব ছোট শিল্পীদের বের করে দেবে একসময় : নাসরিন | কালের কণ্ঠ"কালের কন্ঠ। ১৭ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯ 
  6. "Item girl Nasrin embraces motherhood"ঢাকা ট্রিবিউন। ৬ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯ 
  7. "ছেলেসন্তানের মা হলেন অভিনেত্রী নাসরিন"এনটিভি অনলাইন। ৯ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯ 
  8. "অভিনেত্রী নাসরিনের জানা-অজানা তথ্য! | দেশেবিদেশে"দেশেবিদেশে। ১২ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]